৪বছরেরচুক্তির_মা
পর্ব_০৯ -(বোনাস পর্ব)
লেখিকাসারাচৌধুরী
🚫কোনো পেজ এ আগে থেকে কেও বোনাস পর্ব দিলে বিশ্বাস করবেন না..বিনা অনুমতি তে কপি করলে কপিরাইট করবো🚫
নিস্তব্ধ পরিবেশ.. শীত আসবে আসবে ভাব কিছুদিনের মধ্যেই শীত পড়ে যাবে এখনই রাতে ঠান্ডা লাগে খোলা জানালা দিয়ে ফিরফির করে হাওয়া ঢুকছে চাদের উজ্জ্বল আলো এসে পড়ে সারার মুখের উপর.. সারা চোখ মেলে তাকাই..অরুকে ঘুম পড়াচ্ছিলো সে তার পাশেই বালিসে আধশোয়া হয়ে মোবাইল দেখছে শুভ্র..!
সারা একটু নড়ে উঠতেই শুভ্র উঠে বসলো..সারা চোখ ছোট ছোট করে তাকাতেই শুভ্র বলে উঠলো..
-এখন একটু দোলনায় শুয়াই দাও নইতো তোমার হাত ব্যাথা করবে সেই সন্ধ্যা থেকে কোলে করে রেখেছো..!
সারা শুভ্রর দিকে তাকায়ি একটা নিশ্বাস ছাড়লো তার ভয় সংযত কন্ঠে বলে উঠলো আপনি অরুর আম্মুর ব্যাপারে বলবেন বলছিলেন এখোনো বলেন নাই..!
শুভ্র কিঞ্চিত হাসলো সারার কথা শুনে তারপর অরুর মুকে টুপ করে চুমু খেলো..অরু ঘুমের মাঝে নড়ে উঠলো যার মানে সে বিরক্ত হয়েছে.. সারা শুভ্রর এমন কাজ দেখে বললো এই কি করছেন মেয়েটা আমার মাত্র ঘুমিয়েছে আর আপনি ওরে তুলবেন..!
শুভ্র ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো..মেয়েটা কার..!
সারা এবার বিড়ম্বনায় পড়ে গেলো কি উত্তর দেবে সে..তার তো বাচ্চা অনেক পছন্দের সেই ছোট থেকে পাশের বাড়ির মারিয়া কে সময় পেলেই কোলে নিয়ে ঘুরতো আর অরু তো একেবারে তার কোনো কাজ নেই অরু ছাড়া.. তাইতো অরুকে নিজের মেয়ে মনে করেছে..!
সারার কথা বলতে না দেখে শুভ্র হাসলো.. শুভ্র হাসলে গালে টোল পড়ে গোলাপি ঠোঁট জোড়া নিচের ঠোঁটের কোনায় কালো কুচকুচে একটা তিল।। যেকোনো মেয়ে এক দেখায় শুভ্রর প্রেমে পড়তে বাধ্য…শুভ্র বুজে গেলো সারা এমন প্রশ্নের জন্য প্রস্তুত না তাই আস্তে করে সারার ঘাড়ে হাত রাখে.. সারা তাকায় শুভ্রর দিকে..শুভ্র সারার থুত্নি তে হাত রেখে বলে..
-আমি এটাই শুনতে চেয়েছিলাম অরু তোমার মেয়ে.. আর আমি ওর বাবা..!এতে কোনো সংকোচ রাখবা না..!
শুভ্রর কথায় সারা কিছুটা সস্তি পেলো সেতো ভয় পেয়ে গেছিলো শুভ্র আবার এই নিয়ে তাকে বকে টকে কিনা..কিন্তু তাকে ভুল প্রমান করে দিয়ে তার ভুল ধারনা ভেঙে দিলো..!
শুভ্র সারার দিকে এক পলক তাকিয়ে অরুর মুখের দিকে তাকালো তারপর বলা শুরু করলো……..
আমি যখন ভার্সিটিতে লাস্ট সেমিস্টার এ পড়ি তখন আমার পরিচয় হয় অহনার সাথে… হুট করে ফ্রেন্ড শিপ তারপর প্রেম.. এই যে এই বাড়িটা দেখছো দীর্ঘ তিন বছর আগে আমার সপরিবার সিলেট এ শিফ্ট হয়..আমার অরিজিনাল জন্ম স্থান সিলেট এ…আচ্ছা বাদ দেও ওগুলা পরে বলবো আসল কথায় আসি..শুভ্রর কথা ঘুরানো দেখে সারার ভ্রু কুচকে গেলো তাও মন দিয়ে শুনতে থাকলো শুভ্রর বলা কথা গুলো..শুভ্র আবার বলতে শুরু করলো…….
আমার আর অহনার বেপারে সবাই জানতো..আমাদের বিয়ে পারিবারিক ভাবে না হলেও সবার মত ছিলো দুই বছর আগে আমি আমার ব্যাবসা নিজের হাতে নিয়ে ঢাকার যে শাখা আছে ওটা সামলাতে শুরু করি..আমার আর অহনার সংসার খুব ভালোই যাচ্ছিলো তার ভিতরে অরু আসে গর্ভে.. কিন্তু কি জানো অরু বেপারে আমার আম্মু আব্বু ছাড়া আমার পরিবারে কেও জানেনা..সারা হটাৎ জিজ্ঞাসা করে উঠলো তারপর কি হলো অহনা আপুর..শুভ্র আবার বলা শুরু করলো…..
চলবে…..
-(বিঃদ্রঃ এটা বোনাস পর্ব গল্পে অনেক টুইস্ট আছে.. তোমাদের এমন রেসপন্স পেয়ে আমি খুব খুশি..আজকের পর্ব কেমন হয়েছে বলে জাও আশা করি ভালো লাগবে)-
Share On:
TAGS: চার বছরের চুক্তির মা, সারা চৌধুরী
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
৪ বছরের চুক্তির মা পর্ব ৪
-
নিষিদ্ধ চাহনা পর্ব ৫
-
নিষিদ্ধ চাহনা পর্ব ৬
-
নিষিদ্ধ চাহনা পর্ব ৪০
-
নিষিদ্ধ চাহনা পর্ব ৭
-
৪ বছরের চুক্তির মা পর্ব ১১
-
নিষিদ্ধ চাহনা পর্ব ৩৪
-
নিষিদ্ধ চাহনা পর্ব ২
-
নিষিদ্ধ চাহনা পর্ব ২০
-
নিষিদ্ধ চাহনা পর্ব ১৯