Golpo romantic golpo সুখময় যন্ত্রণা তুমি

সুখময় যন্ত্রনা তুমি পর্ব ৯৫


সুখময়যন্ত্রনাতুমি

neela_rahman

পর্ব_৯৫

কেটে গেল আরো দুই দিন সাদাফের ভীষণ শরীর কাঁপিয়ে জ্বর এসেছে।

বেলা বাজে দুইটা ।কিন্তু সাদাফ শুয়ে আছে ।ঘুম থেকে উঠে খাবার গরম করে খাবে সেই শক্তিটুকু নেই। কাউকে ফোন করে জানায়নি সবাই টেনশন করবে তাই নিজেই চুপচাপ শুয়েছিল ।সাদাফের হঠাৎ মনে পড়ল নুরের কথা।

নূরের স্কুল কোচিং শেষ এতক্ষণে ।নুর কে খবর দিবে কি ?এসে একটু দেখা করে যেত ।নুরকে দেখতে ভীষণ ইচ্ছে করছে ।লোভ সামলাতে পারছে না তাই ফোন দিল সোহানকে। নীলা রহমান

সোহানের বাড়ির পাশেই খুব একটা দূরে নয় ।সোহান ফোন ধরতেই সাদাফ কাঁপা কাঁপা কন্ঠে বলল ,”একটি কাজ করতে হবে দোস্ত ।”

সোহান বললো,”কাজ পরে তোর কি হয়েছে ?তুই কি অসুস্থ ?”
সাদাফ বললো ,”তেমন কিছু না একটু সর্দি জ্বর ।নুরকে একটু স্কুল থেকে নিয়ে আসবি আমার এখানে?”

সোহান বললো,”অবশ্যই সেটা সমস্যা না কিন্তু তোর জন্য ওষুধ আনতে হবে ?ওষুধ খেয়েছিস নাকি আমি ওষুধ নিয়ে আসব?”

সাদাফ বললো,”এমনি জ্বর ঠান্ডার ওষুধ আনতে পারিস বেশিক্ষণ হয়নি এই কিছুক্ষণ হলো জ্বর ঠান্ডা মনে হচ্ছে ।নুরকে একটু নিয়ে আয় তাহলেই বেশ ভালো হয় ।আমি বাসায় ফোন করে দিচ্ছি নূর একটু দেরিতে যাবে বাসায়।”

সোহান ওকে বলতেই ফোন কেটে দিল সাদাফ। তারপর ফোন দিল নওরিন আফরোজকে।

সাদাফ এবার একটু ঠিকঠাক হয়ে কথা বলল যেন মা বুঝতে না পারে জ্বরের কথা ।সাদাফের ফোন দেখে নওরিন আফরোজ একটু লুকিয়ে ফোন রিসিভ করল। সাদাফ বললো,” মা নুরকে একটু বাইরে নিয়ে যাব তুমি একটু বাড়ির দিকটা ম্যানেজ কর ।বাবা তো এখন অফিসে আছে কেউ কিছু জানবে না অফিস থেকে আসার আগে আমি দিয়ে যাব।”

নওরিন আফরোজ মুচকি হাসলেন ।তারপর বললেন ,”ঠিক আছে তোর বউ তুই নিবি এত অনুমতির কি আছে ?সমস্যা নেই বাড়ির দিকটা আমি দেখব। কন্ঠ এরকম লাগছে কেন ?অসুস্থ নাকি তুই ?”

সাদাফ বললো,” না আমি ঘুমিয়ে ছিলাম তাই কন্ঠে এরকম ভারী ভারী লাগছে।”

নওরিন আফরোজ ফোন রেখে দিলেন ।কিন্তু ছেলেটার কন্ঠ কেমন যেন মনে হলো আবার ভাবলেন ঘুমের জন্য হতেও পারে ।তাই কিছু মনে করলেন না ।

এদিকে সোহান স্কুলে গেটের বাইরে দাঁড়িয়ে ছিল ।নূর স্কুল থেকে বের হয়ে সোহানকে দেখতে পেয়ে অবাক হয়ে গেল ।কাছে এসে বলল ,”ভাইয়া আপনি এখানে উনি আসেন নি?”

সোহান বলল ,”ও একটু জরুরী কাজে ব্যস্ত বাসায় আছে তাই আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য ।বাসায় বলে দিয়েছে তাই টেনশন নেই ।”

বলেই গাড়ি দরজা খুলে দিল নূর গাড়িতে উঠে বসলো ।সোহান গাড়ি চালাতে শুরু করল ।একবার বাম দিকে তাকিয়ে একটু বলল ,”আসলে সাদাফের জ্বর এসেছে ।ওষুধ কিনে নিয়েছি আমি ওর একটু যত্ন করো। জানি তুমি ছোট মানুষ কিন্তু তারপরও ওর বিবাহিত স্ত্রী তুমি।তোমার চেয়ে ভালো যত্ন অন্য কেউ করতে পারবে না ।আমি যেতাম কিন্তু তোমাকে দেখতে চেয়েছে তাই তোমাকে নিতে এসেছি ।আমি তোমাকে নিচে থেকে দিয়ে চলে যাব আর বাসায় উঠবো না।”

নূর সাথে সাথে রিয়েক্ট করে ফেলল ।বলল ,”কি জ্বর এসেছে কিভাবে কখন এলো?”

সোহান বলল ,”এত ভয় পাওয়ার কিছু নেই ।তুমি যাও একটু মাথা পানি দিয়ে দিও আর ওষুধ আমি দিয়ে দিচ্ছি ।সেগুলো নিয়ম করে খাওয়াও তাহলে ঠিক হয়ে যাবে।”

গাড়ি সাদাফের বাড়ির নিচে থামাতেই ওষুধের ব্যাগটা ধরিয়ে দিল সোহান ।তারপর বলল ,”ভাবি জান আমি দাঁড়াচ্ছি তুমি ওখানে গিয়ে আমাকে ইশারা করবে তারপর আমি চলে যাব।”

নুর বলল ,”সমস্যা নেই ভাইয়া ।আপনি চলে যান আমি জানি কি করে যেতে হয় ওখানে ।আমি বাড়ি চিনব কোন সমস্যা নেই ।”
সোহান বলল ,”ঠিক বলছেন তো ?”
নুর বলল হ্যাঁ আপনি চলে যান। নীলা রহমান

গাড়ি নিয়ে চলে গেলে নূর খুব দ্রুত পায়ে হেঁটে লিফটের কাছে গিয়েই লিফটে উঠে ৮ নং এ চাপল ।লিফট ৮ নং ফ্লোরে এসে থামতে সাথে সাথে দরজা খুলে নূর দৌড় লাগালো ।দৌড়ে যেয়ে পাসওয়ার্ড দিতে লাগলো ।সাদাফ গত দিন পাসওয়ার্ড বলে দিয়েছিল ভাগ্যিস জেনে নিয়েছিল না হলে তো দরজা খোলাতো হতো সাদাফ কে দিয়ে।

দরজা খুলেই ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল নুর ।দেখলো কোথাও কোনো সাড়াশব্দ নেই ।ধীরে ধীরে এগিয়ে গেল সাদাফের রুমের দিকে। দেখলে সাদাফ অবচেতন হয়ে ঘুমিয়ে আছে ।জ্বর আরো একটু বেড়েছে ।যখন সোহানকে ফোন দিয়েছিল তখন 102 এর কাছাকাছি ছিল এখন 103 পার হয়ে গেছে।

নূর কাছে এসেই সাদাফের মাথায় হাত রাখতে অবাক হয়ে গেল ।অনেক জ্বর ।নুর এখন কি করবে বুঝতে পারছে না ।এতো ভীষণ জ্বর সাথে সাথে ঔষধ গুলো রেখে বালতি ভরে পানি নিয়ে আসলো তারপর সাদাফের মাথায় ধীরে ধীরে নূর নিজের ওড়না ভিজিয়ে জলপট্টি দিতে লাগলো।

১০ মিনিট পট্টি দেওয়ার পর জ্বর একটু কমলে সাদাফ কে ডাকতে শুরু করলো নুর ।সাদাফ পিটপিট করে চোখ খুলে দেখলো নূর সাথে বসে আছে ।নূরে ওড়না সাদাফের মাথায়।

সাদাফ যেন এক মুহূর্তের জন্য ছোট বাচ্চা হয়ে গেল ।সাথে সাথে উল্টো হয়ে শুয়ে নূরের পেট জড়িয়ে ধরে নুরের পেটের সাথে নাক ঘষতে ঘষতে বলল ,”কখন এসেছিস? আমাকে ডাকিস নি কেন?”

নুর বললে ,”একটু আগে এসেছি আপনার এত জ্বর বাড়িতে কাউকে জানাননি কেন?”

সাদাব বলল ,”কই জানায়নি ?এই যে তোকে জানিয়েছি ।নিজের স্বামীর সেবা নিজে করবি অন্য মানুষের কি দরকার ?”বলেই নূরের কোমর আরেকটু চেপে জড়িয়ে ধরল সাদা।

এদিকে সাদাফে শরীরের উষ্ণতায় যেন নূরের পেট কোমর সব পুড়ে যাচ্ছে এমন অনুভব হচ্ছে ।এত শরীর গরম সাদাফের ।কিন্তু সাদাফের আরাম লাগছে নূরে ঠান্ডা শীতল শরীরে নিজের শরীর জরিয়ে রাখতে।

ধীরে ধীরে সাদাফ আরেকটু গভীরভাবে নুরের পেটে কোমরে জড়িয়ে নাক ঘষতে লাগলো ।নুরের কেমন যেন শিহরণ হচ্ছে মনে হচ্ছে পেটে কোথাও সুরসুরি হচ্ছে ।উষ্ণ গরম একটি অনুভূতি আগে কখনো এরকম অনুভব হয়নি নূরের।

নুর কাঁপা কাঁপা কন্ঠে বলল ,”আপনি খাওয়া-দাওয়া করে নিন ওষুধ নিয়ে এসেছি ওষুধ খাবেন ।না হলে জ্বর কমবে না ।”

সাদাফ মুখ না তুলেই নূরের কোমরে পেটে নাক ঘষতে ঘষতে বলল ,”আমার এইভাবে ভালো লাগছে ।এখন খাব না প্লিজ আর একটু পরে খাব ।এভাবে আমাকে কিছুক্ষণ থাকতে দে তোর সাথে লেপটে প্লিজ।”

চলবে_
Neela Rahman

সামনের পর্ব চেষ্টা করব একটু রোমান্টিক দিতে আজকে আমার শরীর ভীষণ খারাপ কালকে থেকেই মাথাব্যথা সাইনোসিস প্রবলেমটা শুরু হয়েছে আশা করি বুঝবেন।

Share On:

TAGS: ,



CLICK HERE GO TO OUR HOME PAGE
Related Posts
 

0 Responses

Leave a Reply