#বি_মাই_লাভার
#পর্ব-১
#সাদিয়া_খান(সুবাসিনী)
“আমার হবু স্ত্রীকে মেহেদী তুমি লাগাবে।”
কান্নারত ফোলা ফোলা চোখে সামনে দাঁড়ানো পুরুষের দিকে তাকালো নৈঋতা। অনুরোধ নয় বরঙ আদেশ দিচ্ছে দিলশাদ মেহেবুব।তার সামনে দাঁড়িয়ে দুদিকে মাথা দুলিয়ে সম্মতি জানালো তার আশ্রিতা নৈঋতা শাযলীন।হুম দিলশাদের একমাত্র আশ্রিতা, যাকে দশ বছর দিলশাদ আশ্রয় দিয়েছিল।আর আজ রাতটাই যার এই বাড়িতে শেষ রাত।
মা বাবার অনুপস্থিতিতে নৈঋতার অভিভাবক ছিল তার একমাত্র মামা। জন্মের পর এই মামার কাছেই নৈঋতাকে রেখে বিদেশে পাড়ি জমায় তার মা।অবশ্য ঠিক মামার কাছে নয়, নানুর হেফাজতে রেখে। তখন তার মামা ইলহামের বয়স মাত্র দশ। কিন্তু দশ বছরের ইলহাম ঠিক এই ছোট্ট ছানাকে নিজের মতো করে বড় করছিল। হুট করে একদিন সব বদলে গেল।নৈঋতা দেখলো অনেক মানুষ এলো তাদের বাড়িতে।মামাকে ধরে বেধে রাখলো। নানুর চোখে তখন ক্ষোভ, রাগ, জেদ। এক মুহুর্তে সব শেষ।কেউ যেন তার দুই চোখ ধরে রেখেছিল। একজন কাজের লোকের কাছে তাকে রেখে রান্নাঘরের পাশের একটা ছোট্ট সুরঙ্গের মতো পথে লুকিয়ে রেখেছিল নৈঋতাকে। সামান্য ফাঁকা অংশ দিয়ে সে দেখলো নানুর দেহ মাটিতে পড়ে আছে। কেবল তাই নয়, মামার অবস্থাও ভালো নয়।ওই লোকগুলো চলে যাওয়ার পর পুলিশ এলো।পুলিশের সাথে এসেছিল ইলহামের একমাত্র বন্ধু দিলশাদ।
পুরো এক বাড়ি লাশের মাঝে একটা ছোট্ট প্রাণকে খুঁজে পেয়েছিল সে। ইলহামের প্রাণ তখনো খানিকটা ছিল।সে প্রাণ ত্যাগ করার পূর্বে দিলশাদকে বলেছিল,
“ওদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় আজ আমার পুরো পরিবার শেষ করেদিলো। আমার প্রাণ পাখিটা বেঁচে আছে রে? যদি থাকে কথা দে, আমার প্রাণের দায়িত্ব নিবি তুই? আমার প্রাণটাকে খুঁজে বের কর।”
দিলশাদ বন্ধুর শেষ কথাগুলোর জবাব দেওয়ার আগেই ইন্তেকাল করেছিল। অনেক খোঁজাখুঁজি পর চাউলের বস্তার আড়াল থেকে নৈঋতাকে পায় দিলশাদ। প্রিন্সেস ড্রেস পরিহিত এক ছোট্ট পরী।যাকে বুকে আগলে ধরে দিলশাদ স্বস্তির শ্বাস নিয়ে বলেছিল,
“তোর এই প্রাণের দায়িত্ব আমার ইলহাম।আমি নিলাম ওর সব দায়িত্ব।”
সেসবের পর কেটে গেছে প্রায় আটটা বছর। দিলশাদ নিজের সবটা দিয়ে নৈঋতাকে নিজের করে আগলে রাখলো। আজ নৈঋতার আঠারো তম জন্মদিন ছিল।
যেদিন দিলশাদ তাকে দাঁড় করিয়েছিল এক চরম বাস্তবতার মুখোমুখি। আর সেই বাস্তবতার নাম ছিল তাদের সম্পর্ক।
চলবে( মন ভালো নেই।তাই এটুক লিখলাম।একটু ভিন্ন জনরায়। রেসপন্স করবেন।ভালো লাগলে বাকী অংশ একটু একটু করে দিবো।আর যদি ভালো না লাগে হয়তো দিবো না।)
Share On:
TAGS: বি মাই লাভার, সাদিয়া খান
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
বি মাই লাভার পর্ব ২
-
বি মাই লাভার পর্ব ১৩+১৪
-
বি মাই লাভার পর্ব ৫+৬
-
বি মাই লাভার পর্ব ৯+১০
-
বি মাই লাভার পর্ব ৭+৮
-
বি মাই লাভার পর্ব ৩
-
বি মাই লাভার গল্পের লিংক
-
বি মাই লাভার পর্ব ৪
-
বি মাই লাভার পর্ব ১১+১২