নিষিদ্ধ_চাহনা
পর্ব_১১
লেখিকাসারাচৌধুরী
🚫অনুমতি বাদে কপি করা সম্পুর্ন নিষিদ্ধ🚫
সাদি এক হাত দিয়ে ড্রাইভ করছে আর এক হাত দিয়ে আঙুল ঘষছে কপালে প্রচন্ড মাথা ব্যাথা করছে তার,,সাদি কপাল ঘষতে ঘষতে ভাবতে লাগলো…..
পিহুর ঘুমন্ত নিশ্পাপ মুখশ্রীর কথা,,যে মুখে মায়াই ভরপুর,, সাদি খুব টানে,, তবে সাদি দ্বিতীয় বার আর আগের মতো ভুল করতে চাই না,,সাদি চায় এবার পিহু নিজ থেকেই সাদির প্রনয়ে আবদ্ধ হোক।সাদি ড্রাইভ করতে করতে নিজের মোবাইল টা চালু করে পিহু যে ঘরে আছে সেই ঘরের সিসি টিভি ফুটেজ চেক করে চক্ষু চড়ক গাছ হয়ে যায়।
পিহু ঘুম থেকে উঠে টেবিল এর উপর থাকা খাবার এর প্যাকেট থেকে খাবার গুলো বের করে খেয়ে আবার সাদির বেড সাইড টেবিল এর ডয়ার থেকে ওয়াইন এর বোতল বের করে চোখ বুজে খাওয়া শুরু করেছে,,সাদি বিরক্ত হয়,, এই মেয়ে কি জানেনা এগুলা ড্রিংকস এগুলা খেলে নেশা হয় নাকি ইচ্ছা করে খাই।। সাদি গাড়ির স্ট্রিয়ারিং ঘুরিয়ে গাড়ির স্পিড বাড়িয়ে দেই,, ব্লাক মার্সিটিজ টা ছুটে চলে সাদির ডুপ্লেক্স বাড়ির উদ্দেশ্যে।
এদিকে পিহু ঘুম থেকে উঠে নিজেকে সাদির নরম বিছানায় আবিষ্কার করে।মুহুর্তেই মনে পড়ে যাই আগের ঘটনা,, মোবাইল টা খুজেও পাইনা এদিকে পিহুর প্রচন্ড খিদে লেগেছে,, খিদেই পেটের মধ্যে ইদুর দৌড়াচ্ছে।পিহু উঠে বসে নিজের চুল গুলো ঠিল করে হাতের তালু দিকে চোখ কচলাতেই চোখে পড়ে সোফার টি টেবিল এর উপর খাবারের প্যাকেট পিহু নিজের হাতে চিমটি কেটে শিউর হয়ে নেই যে সত্যি দেখছে কিনা নাকি খিদের জন্য চোখে ভুল দেখছে।পিহি জোরে বাম হাত দিয়ে নিজের ডান হাতে চিমটি কেটে নিজেই চিল্লিয়ে উঠলো নিজের প্রতি নিজের বিরক্ত লাগছে।
পিহু উঠে দাড়ালো বিছানা থেকে,,এক এক পা করে সোফার দিকে এগিয়ে গিয়ে বসে পড়লো সোফাই। তারপর দরজার দিকে তাকিয়ে দেখলো দরজা বন্ধ পিহুর কিশোরী মন বলে দিয়েছে ডাক্তার তাকে আটকে রেখে গেছে।পিহুর একটু রাগ লাগলেও আপাতত তার খাওয়া আগে পরে রাগ করা যাবে।
পিহু টি টেবিল এর উপর থেকে খাবারের প্যাকেট টা তুলে নিতেই চোখে পড়লো একটা রেডি কাপ লুডুস। আর কিছু সিঙ্গাড়া।পিহুর খাওয়া শুরু করলো হটাৎ পিহুর চোখ গেলো একটা ঝাল এর দিকে পিহু দেশ এ থাকতে জেরিনের সাথে অনেক ঝাল খেয়েছে ফুসকায় তাই ঝাল দেখে তুলে নিলো,, পিহু ঝাল খেতে পারে।
পিহু ঝাল টা নিয়ে আগে এক কামড় সিঙ্গাড়া নিয়ে পুরো ঝাল টা কচ কচ করে গালে নিয়ে চিবাতে থাকলো তবে কিছুক্ষনের মধ্যেই পিহুর কান গরম হয়ে গেলো, পিহু বুঝতে পারলো এমনি ঝাল মনে করে নাগা মরিচ চিবিয়েছে সে। পিহু থু থু করে ওয়াশরুমে ছুটলো,, তাড়াতাড়ি কুলি করলো তবে এতে ঝাল আরো বেড়ে গেলো তার উপর পানি আভার বরফের চেয়ে ঠান্ডা।পিহু তাড়াতাড়ি রুমে এসে ছোটাছুটি শুরু করলো।পানির খুজে,,দরজায় গিয়ে ধাক্কা দিলো তবুও খুললো না,, পিহু ছুটে বিছানায় এসে সুয়ে পড়লো।
পিহুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে চোখ মুখ লাল হয়ে গেছে ফর্সা মুখশ্রী লাল হয়ে গেছে তখন পিহুর মনে হলো সাদির বেড সাইড টেবিল এ সেই বাজে গন্ধের পানির কথা,,পিহু প্রথমে না চাইলেও পরে ঝাল এর জন্য তাড়াহুড়ো করে বের করে ছিপি খুলে ঢক ঢক করে খাওয়া শুরু করে।
সাদি প্রচন্ড গতিতে গাড়ি চালিয়ে বাড়িতে এসে পৌছায়,,পিহুর জন্য চিনায় তার মাথা খারাপ পর পর দু-বোতল খেয়ে বিছানায় উবুড় হয়ে পড়ে আছে পিহু।বর্তমানে তার সাধারন হুস নেই,,অল্পতেই নেশা ধরে গেছে তার,, ঝাল লাগছে কি সেই অনুভুতি টুকু নেই তবুও বিছানায় উবুড় হয়ে সিসাচ্ছে।সাদি দরজা খুলে বাড়ির ভিতর ঢুকে ফ্রিজ থেকে চকলেট বের করে নিয়ে এক প্রকার ছুটে গেলো উপরে।
সিড়ি বেয়ে উপরে উঠে নিজের দরজায় কাছে এসে ফিংগার প্রিন্ট দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকতেই পিহু ছুটে এলো সাদির দিকে,,সাদি প্রস্তুত হয়ে ছিলো আগে থেকেই,,সাদি পিহুর গালে জোর করে চকলেট এর টুকরো পুরে দিলো,,ডার্ক চকলেট হওয়াই কিছুটা তেতো লাগলো এতে পিহুর ঝাল কমে যায়।পিহু আবার গিয়ে বিছানায় সুয়ে পড়ে।
সাদি টি টেবিল এর উপর থেকে খাবার গুলো পরিষ্কার করে বিছানার পাশে থাকা ওয়াইন এর বোতল গুলো নিয়ে নিচে এসে ডাস্টবিন এ ফেলে দিলো,, তারপর নিজে ফ্রিজ থেকে সালাড বের করে খেয়ে নিয়ে উপরে গিয়ে রুম লক করে দিলো।সে জানে এই মেয়ে আজ মাতলামি করবে,, আর এখন কোনপ ওষুধ দিলে বোমি করে ভাসাবে সাথে কোনো কাজই হবে না আরো অসুস্থ হয়ে যাবে,, তাই সাদি রুম লক করে ওয়াশরুমে চলে যায় গোসল করতে,,প্রায় আধ ঘন্টা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে।
সাদির পরনে হাফ প্যান্ট আর হাপ হাতা ইয়াশ কালারের টি-শার্ট। সাদি আয়নার সামনে এসে নিজের চুল গুলো ঠিক করে নিয়ে ল্যাপটপ নিয়ে বিছানার পাশে বসলো,, আড়চোখে তাকালো জোরে জোরে নিশ্বাস ফেলা পিহুর দিকে,,সাদি নিজের কাজে মনযোগ দিলো,,এই কইদিন ব্যাবসায় মন দেয়া হয় নি তার,, সাদি একটু মনযোগ দিতেই পিহু গড়িয়ে এসে সাদিকে জড়িয়ে ধরলো,,সাদি বিরক্ত হলো পিহুর হাত ছাড়িয়ে উঠে যেতে চেতেই পিহু উঠে বসে এলোমেলো চুল নিয়ে পাগলীর মতো দেখাচ্ছে পুরো,,সাদি এক পলক তাকিয়ে বিছানা থেকে উঠে দাড়াতেই পিহ সাদির হাত টেনে নিয়ে ছোখ পিট পিট করে খুলে তুতলানো কন্ঠে বলে উঠে….
-“এই যে ফেল্টুস ডাক্তার কই জান…?
-“হোয়াট..?
-“এসব ইংলিশ পিংলিশ আমার কাছে বলবেন না আমি বাঙালি বুজলেন।
সাদি বুজে গেলো নেশা ধরে গেছে পিহুর সাদি জানে আজ তার কপালে দুঃখ আছে কি ভুল যে করেছে সে ডয়ার লক না করে আগে একবার ফাহাদ এর এক মেয়ে ফ্রেন্ড খেয়েছিলো পরে নাকি মাতলামি করেছিলো,, সাদি ফাহাদের কাছে শুনলেও গুরুত্ব দেই নি সে জানে মেয়েদের শরীরে অল্পতেই ইফেক্ট করে।কিন্তু এখন ফাহাদের কথা গুলো মনে পড়ছে।সাদির ভাবনার মাঝেই পিহু বলে উঠে…
-“এই ফেল্টুস ডাক্তার কি ভাবছেন..?
সাদির বিরক্ত লাগছে,, ভ্রু কুচকে পিহুর দিকে তাকিয়ে নিজের হাতের দিকে তাকালো যে হাত পিহু ধরে রেখেছে,,সাদিকে কিছু বলতে না দেখে পিহু আবার বলে উঠে…
-“আপনি এমন করে কি দেখছেন আপনাকে কিন্তু সেই লাগছে পুরো বিদেশি নায়ক উফফস।
এবার সাদি ঝাড়া মেরে পিহুর হাত ছাড়িয়ে নেই সে জানে পিহু সারা রাত উলটা পালটা পাগলামি করবে,, কিন্তু এতে তার রাগ বেড়ে যাবে,, সাদি উলটো দিকে ফিরে যাওয়া শুরু করলে হটাৎ পিহু জোরে এক টান দেই ফলে সাদি ঘুরে এসে পিহুকে নিয়ে বিছানায় পড়ে,, সাদির হাতের ল্যাপটপ টা বিছানার এক কর্নারে গিয়ে পড়ে।সাদি কিছু বলার আগেই পিহু সাদির হাতে কামড়ে দেই। সাদি চোখ বুজে সহ্য করে নিয়ে পিহুকে ছাড়িয়ে উঠে বসে সাথে সাথে পিহু ও উঠে বসে সাদির কোলে তারপির সাদির গলা জড়িয়ে ধরে নিজের হাত দিয়ে।।সাদিয়ে ছাড়াতে চাইলে,, পিহু হিস হিস করে সাদির কানের কাছে নিজের মুখ নিয়ে বলে……
চলবে…….
-(প্রচন্ড মাথা যন্ত্রনার কারনে লিখতে পারলাম না সরি।রিচেক দেওয়া হয়নি মাফ করে দেও।কাল একটা রোমান্টিক পর্ব দিবো।ভালো রেসপন্স পেলে কালকেও পর্ব দিবো।আজকের পর্ব কেমন হয়েছে বলে জাও আশা করি ভালো লাগবে)-
Share On:
TAGS: নিষিদ্ধ চাহনা, সারা চৌধুরী
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
নিষিদ্ধ চাহনা পর্ব ২
-
নিষিদ্ধ চাহনা পর্ব ১৭
-
৪ বছরের চুক্তির মা পর্ব ৫
-
নিষিদ্ধ চাহনা পর্ব ৯(ক+খ)
-
নিষিদ্ধ চাহনা পর্ব ২০
-
৪ বছরের চুক্তির মা পর্ব ৮
-
নিষিদ্ধ চাহনা পর্ব ১৩
-
নিষিদ্ধ চাহনা পর্ব ১
-
৪ বছরের চুক্তির মা পর্ব ৬
-
৪ বছরের চুক্তির মা পর্ব ২