দ্যাআনপ্রেডিক্টেবললাভ
পর্ব : ০৪
লেখক_Jahirul_islam_Mahir.
☘️
“আদ্রিয়ানা Will you marry me….?
“আদনানের মুখে will you marry me কথাটা শুনে অবাকের দ্বিগুন পর্যায়ে যায় আদ্রিয়ানা। অবাক দৃষ্টিতে আদনানের দিকে তাকিয়ে থাকে আদ্রিয়ানা। যে মানুষ টা কিছুক্ষণ আগে ও তাঁকে পাচার করে দিবে বলে ভয় দেখিয়েছে সেই মানুষটা এখন তাঁর সামনে হাঁটু গেড়ে বসে তাঁকে প্রপোজ করছে” ?
“আদনানের কথায় আদ্রিয়ানা বাস্তবে ফিরে”,,
“আদ্রিয়ানা….
“আদ্রিয়ানা ছোট করে বলে”,,
হু….হুম।
Will you marry me ?
“
“কথা টা ছোট হলে ও আদনানের এই ছোট্ট কথায় মিশে আছে একটি প্রশ্ন, একটি স্বপ্ন, একটি গল্পের শুরু”,
তোমার হাসিতে মিশে যাবো, এই জীবন ভরে সাথে থাকবো, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার হাতটা ধরবো, চলবো পথে পথে একসাথে, দেখবো জীবনের সব রাতে তোমার চোখে দেখবো, আমার ভবিষ্যৎ তোমার সাথে, জীবনটা হবে আনন্দময় তাই বলো, হবে কি আমার? সাথে থাকবে কি, জীবনের প্রতিটি মুহূর্তে?
“কথাটা বলে আদনান আশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ানার দিকে। আদ্রিয়ানা পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে আদনানের দিকে। তার চোখে একটু বিস্ময়, একটু আনন্দ, আর একটু লজ্জা। তবে তা আদনান কে বুঝতে দেয় না”।
“আদ্রিয়ানা কে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আদনান বলে,,,
“আরে বাল হ্যাঁ বা না কিছু তো বলো ? আর কতক্ষন এইভাবে হাঁটু গেড়ে বসে থাকবো বাল” ?
“আদ্রিয়ানা নিজের অজান্তেই হাত বাড়িয়ে দেয় আদনানের দিকে। আদনানের মুখে হাঁসি ফুটে ওঠে। আদনান আদ্রিয়ানার আঙ্গুলে রিং টা পড়িয়ে দিয়ে আদ্রিয়ানার হাতে একটা চুমু খাই। উপস্থিত থাকা সবাই হাতের তালি দেয়। আদ্রিয়ানা বাস্তবে ফিরে আসে। আদনানের হাত থেকে নিজের হাত সরিয়ে নিতে চাই। কিন্তু আদনান হাত ছাড়ে না”।
“মি…মিস্টার আদনান আপনি আমার হাতে চুমু খেলেন কেনো ? আমার হাত ছাড়েন”।
এই হাত তো ছাড়ার জন্য ধরি নিই সুইটহার্ট।
সু….. সুইটহার্ট এইসব কোন ধরনের কথা ?
“আদনান আদ্রিয়ানার দিকে তাকিয়ে একটা দুষ্টু হাসি দিয়ে বলে,
“সুইটহার্ট, এখন তো তুমি আমার ফিয়ান্সি। এখন তো এইসব কথা বলতেই পারি।” তাই না আধা ঘরওয়ালী?
“কে কার আধা ঘরওয়ালী” ?
“তুমি আজ থেকে আমার ঘরওয়ালী”।
” আদ্রিয়ানা মুখ ভেংচি কেটে বলে”,
“আসছে তুমি আজ থেকে আমার ঘরওয়ালী নাটক”।
“মুখে কথা ফুটেছে দেখছি”?
“তো ফুটবে না মাফিয়া কিং জহির আদনানের ফিয়ান্সি বলে কথা”।
“ও রিয়েলি বেইবি”?
“এই আমাকে বেইবি বলবেন না বলে দিলাম। বেইবি ডাক টা আমার ভালো লাগে না। বেইবি বাদে যা ইচ্ছা তাই ডাকতে পারেন”।
“ওকেই মাই ডিয়ার ঘরওয়ালী”।
“বেরি গুড মিস্টার সাদা কালা পান্ডা”!
What সাদা কালা পান্ডা ? কে পান্ডা ?
“আপনি মিস্টার পান্ডা”।
“আমাকে কোন দিক দিয়ে দেখতে পান্ডার মতো লাগে” ?
“আদ্রিয়ানা আদনান কে উপর থেকে নিচ পর্যন্ত দুইবার পর্যবেক্ষণ করে বলে,
“সব দিক দিয়েই আপনাকে পান্ডা মতো লাগে”।
“আদনান আদ্রিয়ানার কোমর জড়িয়ে ধরে এক টানে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে,,
“পান্ডা যেহেতু বলছো সেহেতু চলো আজ তোমাকে পান্ডার ডান্স দেখাবো”।
“কি করছেন কি ছাড়েন সবাই তাকিয়ে আছে”।
“তো তাকিয়ে থাকতে দাও না”।
“এই কথা বলে আদনান আদ্রিয়ানার দিকে তাকিয়ে চোখ টিপ দেয়। আদনান ডান হাত টা উঁচু করে থুরি বাজানোর সাথে সাথে সাউন্ড বক্সে ফুল স্পীডে গান বেজে উঠে”,,
Hai wo handsome SoNa sab se,
Mere dill ko gayaa le kar,
Meri need chura lee usne,
aur khawaab gaya dekar,
Ab ye naina bole yaar,,,
Bole yehi lagataar,
Koi chaaye kintna roke karrungi pyaar……….
Mere saiyaan supestar,
O mere saiyaan supestar..
Main fan hui unki,
O mere saiyyaan supestar………….
“গানের তালে তালে আদনান ডান্স করছে। সাথে আদ্রিয়ানা কেও নাচাচ্ছে। আদনান আর আদ্রিয়ানার ডান্স শেষ হলে সবাই হাতের তালি দিয়ে উঠে। আদনান আদ্রিয়ানার দিকে তাকিয়ে দেখে আদ্রিয়ানা আগে থেকেই তাঁর দিকে তাকিয়ে আছে। আদনান আদ্রিয়ানার গালে ফু দিয়ে বলে”,,
“এই ভাবে দেখার কি আছে সুইটহার্টটট আমি তো তোমারি তাই না”?
“আদ্রিয়ানা বাস্তবে ফিরে,
” মাফিয়া কিং জহির আদনান ও যে ডান্স করতে পারে জানতাম না তো ?
“এখন থেকে জানবে তোমার জামাই আরো অনেক কিছুই পারে”।
“ওও আচ্ছা আচ্ছা”।
“হুম হুম”।
“আদনান আর আদ্রিয়ানার ডান্স দিয়ে এ্যাগেজমেন্টের অনুষ্ঠান শেষ হয়।আদনান আর আদ্রিয়ানা দুজনেই খুব খুশি। এ্যাগেজমেন্টের অনুষ্ঠান খুব ভালোভাবে শেষ হয়েছে। সবাই তাদের ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে গেছে।
*
☘️
“রাত বারোটা। আদনান আদ্রিয়ানা কে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আদনান গাড়ি ড্রাইভ করছে আর একটু পর পর আদ্রিয়ানার দিকে তাকাচ্ছে যা আদ্রিয়ানার চোখ এড়ায় নিই”।
“মিস্টার সাদা কালা পান্ডা বারবার আমার দিকে না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করেন না”।
“পাশে সুন্দরী বৌ রেখে কি করে সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করি বলো”?
“ওও আচ্ছা আচ্ছা”।
“হুম হুম”।
“দেখুন মিস্টার আদনান আপনার হাতে রিং পড়েছি বলেই আবার ভেবে নিয়েন না যে আপনাকে জামাই হিসেবে মেনে নিয়েছি। আপনার মতো মানুষ কে আমি কখনোই জামাই হিসেবে মেনে নিবো না”।
“আদ্রিয়ানার মুখে এমন কথা শুনে আদনান গাড়ি ব্রেক করে। আদ্রিয়ানা দিকে তাকিয়ে শান্ত কন্ঠে বলে”,,
“আপনার মতো মানুষ কে বলতে কি বুঝাতে চেয়েছো”?
কি বুঝাতে চেয়েছি বুঝেন নিই মিস্টার সাদা কালা পান্ডা ?
“আরে বাল পান্ডা তো সাদা কালা হয় সেটা সবাই জানে বার বার সাদা কালা পান্ডা বলছো কেনো” ?
“তাহলে কি বলবো” ?
“ভালোবেসে মিষ্টি করে আদনান বলে ডাকবা ওকেই”।
“আইছে নাটক। ভালোবেসে আদনান বলে ডাকবা। আপনাকে কে ভালোবাসবে হে”?
“তুমিই ঘরওয়ালী”! একদিন ঠিকই তুমি আমাকে আমার থেকে ও বেশি ভালোবাসবে দেখে নিও সুইটহার্ট”!
“যে মানুষ বিয়ের আগে প্রতিতালয়ে যায় সেই মানুষ কে আমি কখনোই ভালোবাসবো না”!
“আদনান আবার ও গাড়ি ব্রেক করে। আদ্রিয়ানার দিকে তাকিয়ে শান্ত কন্ঠে বলে”,,
“তোমার ভুল হচ্ছে আদ্রিয়ানা। এই জহির আদনান আজ পর্যন্ত কোন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক তো দূরের কথা রিলেশন ও করে নিই” শুধু বৌয়ের হক নষ্ট হবে বলে”!
“তাহলে প্রতিতালয়ে কেনো গেছেন নামাজ পড়ার জন্য”?
“নাহ”। “তোমাকে নিয়ে আসার জন্য “!
“মানে” ?
“আজ থেকে পাঁচ দিন আগে মানে গেছে সপ্তাহের সোমবার সকাল দশটায় তুমি চট্টগ্রাম বহদ্দারহাট বাজারে এসেছিলে বাজার করার জন্য সেই দিন তোমাকে প্রথম দেখেছিলাম। বোরখা আর হিজাব পড়া ছিলে তাই মুখ দেখতে পারি নিই। তোমার চোখ দুইটা দেখেই তোমার প্রেমে পড়ে যায়। ব্যস্ত থাকার কারণে তোমার সাথে কথা বলতে পারি নিই সেই দিন। চলে যেতে হয়েছিল। ফ্রি হওয়ার পর বিকেল চারটা মধ্যে তোমার বায়ুডাটা বের করে তোমার খালামনির বাসায় যায়। ওই খানে গিয়ে শুনি তোমার খালু তোমাকে প্রতিতালয়ে বিক্রি করে দিয়ে গেছে। কথা টা শুনে আর এক মুহূর্তও দেরি না করে ছুটে যায় প্রতিতালয়ে। গিয়ে দেখি তুমি রুমের এক কোনায় বসে কান্না করছো। তাঁর পর,,,,
“তাঁর পর আপনি আমাকে কিনে নেন। পাচার করে দিবেন বলে ভয় দেখিয়ে বিয়ের প্রপোজার দেন তাই তো মিস্টার সাদা কালা পান্ডা”।
“হুম মিস্টার সাদা কালা পান্ডার ঘরওয়ারী”।
“আদ্রিয়ানা আদনানের দিকে তাকিয়ে মুচকি হাসে।
“মিস্টার সাদা কালা পান্ডা শুনেন” ?
“শুনছি তো আপনি বলেন না মিস্টার সাদা কালা পান্ডার ঘরওয়ারী”।
“বলছিলাম যে,,,,,
“হুম শুনছিলাম যে,,
“বলছিলাম যে I love you মিস্টার সাদা কালা পান্ডা।
“কথাটা বলেই অন্য দিকে ঘুরে যায় আদ্রিয়ানা” অপরদিকে নিজের ভালোবাসার মানুষের মুখে ভালোবাসার কথা শুনে আদনানের চোখে জল এসে যায়। সঙ্গে সঙ্গে গাড়ি ব্রেক করে আদনান। আদ্রিয়ানার দিকে তাকিয়ে বলে,
“ঘরওয়ালী কি বললা ? আর একবার বলো প্লীজ “
“নাহ” আমার সরম করে মিস্টার পান্ডা।
“সরমের কি আছে বলো না প্লীজ। আর একবার বলো শুধু “!
“আদ্রিয়ানা অন্য দিকে তাকিয়ে থেকেই বলে”,,,
“মিস্টার জহির আদনান উরপে সাদা কালা পান্ডা। আমি আপনাকে ভালোবাসি “I love you”.
“I love you too সুইটহার্ট “
” হয়েছে নাটক বন্ধ করে গাড়ি স্টাস্ট দেন। তাড়াতাড়ি বাসায় চলেন আমার খুব ঘুম পেয়েছে”!
আদ্রিয়ানার কথা মতো আদনান গাড়ি স্টাস্ট দেয়।
প্রিয় পাঠক মহল তোমাদের কাছে আমার চাওয়া। আমার ইউটিউব চ্যানেল টা subscribe করে দাও প্লীজ। ইউটিউব চ্যানেলের পিক আর লিংক কমেন্টে দিয়ে দিয়েছি।
ছোট পর্ব দেওয়ার জন্য দূঃখিত। আপনারা তো জানেন আমি বিজি থাকি নতুন করে আর বললাম না।
রিচেক দেওয়া হয়নি।
চলবে
( ভুল ক্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ )
Share On:
TAGS: জাহিরুল ইসলাম মাহির, দ্যা আনপ্রেডিক্টেবল লাভ
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
দ্যা আনপ্রেডিক্টেবল লাভ পর্ব ১
-
দ্যা আনপ্রেডিক্টেবল লাভ পর্ব ৬
-
দ্যা আনপ্রেডিক্টেবল লাভ গল্পের লিংক
-
দ্যা আনপ্রেডিক্টেবল লাভ পর্ব ২
-
দ্যা আনপ্রেডিক্টেবল লাভ পর্ব ৫
-
দ্যা আনপ্রেডিক্টেবল লাভ পর্ব ৩