Golpo জ্বীন বর ভৌতিক গল্প

জ্বীন বর গল্পের লিঙ্ক


#জ্বীন বর

#পর্ব ০২

সুফিয়ান জ্বিন আমাকে বলেন মিথিলা কি করলে বলেন তো আপনি আমার বন্ধু হবেন? আমি তখন সুফিয়ান জ্বিনকে বলি একটা জ্বিনের সাথে বন্ধুত্ব করব মানুষ কি বলবে বলেন তো। আমার কথা শুনে সুফিয়ান হেসে দেয়।আমি তাকে বলি আপনি হাসছেন কেন আমি কি এমন বললাম যে আপনি হাসতেছেন এভাবে। তখন সুফিয়ান বলেন আপনি কি বেকুব, আমি তো অদৃশ্য জগতের একজন। যতক্ষণ আমি না চাইবো অন্য কেউ আমাকে দেখতে পারবে না শুধু আপনি দেখতে পারবেন তাহলে কি করে অন্য মানুষ জানতে পারবে যে আপনি একটি জ্বিনের সাথে বন্ধুত্ব করেছেন। আমি বলি তাই তো এটা তো আমি ভেবেই দেখিনি, ঠিক আছে আজকে থেকে আমরা দুই বন্ধু । সুফিয়ান আপনার কপালটা কত ভালো আপনি অদৃশ্য হয়ে কত জায়গায় ঘোরাফেরা করতে পারেন আপনাকে কেউ দেখেনা কেউ আটকায় না। সুফিয়ান আমাকে বলেন আপনিও কি আমার মত অদৃশ্য হতে চান আমি চাইলে আপনাকে অদৃশ্য করতে পারি। সত্যি আমিও আপনাদের মত অদৃশ্য হতে পারব। আমাকেও চোখে কেউ দেখতে পারবেনা সত্যি আপনি পারবেন আমাকে আপনাদের মত অদৃশ্য করতে। সুফিয়ান আমাকে বলেন হ্যাঁ পারব কিন্তু আজকে না আমাদের জগতে একটা যাদুর ফল গাছ আছে সেখানে জাদুর এক ধরনের ফল ধরে সেই গাছের ফল খেলে আপনিও চার ঘন্টার জন্য অদৃশ্য হতে পারবেন। আমি আগামীকাল আমাদের জগৎ থেকে আসার সময় আপনার জন্য সেই জাদুর গাছের জাদুর ফলটা নিয়ে আসব। সেটা আপনি খাওয়ার সাথে সাথেই চার ঘন্টার জন্য অদৃশ্য হয়ে যাবেন তারপরে আমি আপনাকে নিয়ে ঘুরতে বের হব আপনাকে কেউ দেখবে না কেউ আটকাবে না। কিন্তু এটা করতে হলে আপনাকে আমার প্রতি বিশ্বাস রাখতে হবে। আমি তখন সুফিয়ান কে বলি যে ব্যক্তি আল্লাহ পাকের এবাদত করেন আমার বিশ্বাস আর যাই হোক সে আমার কোন ক্ষতি করবে না। সুফিয়ান বলেন তাহলে আজকে আমি আসি কালকে আপনার জন্য সেই জাদুর গাছের জাদুকরি ফলটা নিয়ে আসব। সুফিয়ান আমার থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে আমার ঘর থেকে অদৃশ্য হয়ে যায়। সুফিয়ান চলে যাওয়ার কিছুক্ষণ পর চারিপাশে ফজরের আজান দেয় আমি ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন আমি আমার কলেজে আমার প্রিয় বান্ধবী সাদিয়া আমার কাছে এসে বলে । কিরে মিথিলা আজকে তোকে এত খুশি খুশি লাগছে, কি ব্যাপার কারো প্রেমে পড়লি নাকি।আরে না বান্ধবী কারো প্রেমে পড়িনি কিন্তু নতুন একটা বন্ধু হয়েছে। তখন সাদিয়া বলে কি নতুন বন্ধু কে ছেলে না মেয়ে কোনটা । আমি সাদিয়াকে বলি ছেলে বন্ধু।কি রে মিথিলা তোর তো কোন ছেলে বন্ধু ছিল না হঠাৎ এই ব্যক্তির কোথা থেকে এল সত্যি করে বল বন্ধু নাকি প্রেমিকা । আরে না সত্যি বলছি এটা আমার বন্ধু খুবই ভালো রে সে।তো আমার সাথে কবে দেখা করবি তাকে আমিও দেখতে চাই কি এমন ভালো বন্ধু তোর যার এত প্রশংসা করছিস তুই । আমি আমার বান্ধবী সাদিয়াকে বলি সে কোন বেনামাজের সাথে দেখা করে না তুই কাল থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড় তাহলে আমি তোর সাথে তাকে দেখা করিয়ে দিব।তখন আমার বান্ধবীর সাদিয়া বলে তাহলে বোধহয় তোর প্রিয় বন্ধুর সাথে আর আমার দেখা করা হলো না। কারন আমিও তো চেষ্টা করি তোর মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে কিন্তু আমার দুষ্ট দুষ্টু বিএফ টা হতে দেয় না। তাহলে তাদেরকে ছেড়ে দিলেই তো হয় তাদেরকে ছেড়ে দে। বন্ধু ছেড়ে দে বললেই কি আর ছেড়ে দেয়া যায় ঠিক আছে আমি চেষ্টা করব এখন তো কলেজ শেষ চল বাড়িতে চলে যাই।হ্যাঁ ঠিকই বলেছি চল বাড়িতে যাওয়া যাক।আমি আমার বাড়িতে এসে মার সাথে বাড়ির কাজে হাত লাগাই । আমার একটা অভ্যাস ছিল প্রতিদিন দুপুরে খাওয়া দাওয়ার পর জোহরের নামাজ আদায় করে কিছুক্ষণ ঘুমানোর । সেদিন আমি দুপুর বেলা খাওয়া-দাওয়া করে নামাজ পড়ে ঘুমিয়ে ছিলাম। আমি যখন গভীর ঘুমে ছিলাম তখন আমি অনুভব করতে পারি একটা গরম নিঃশ্বাস আমার ঘাড়ের কাছে বারবার এসে পড়ছে তার সাথে দুটি ঠান্ডা হাত আমার ঠোট জোরে কে জেনো স্পর্শ করছেন।তারপর ____Next _____

Share On:

TAGS: ,



CLICK HERE GO TO OUR HOME PAGE
Related Posts
 

0 Responses

Leave a Reply