–” জান প্লিজ দৌড়াস না। আন্ডারওয়্যার পরে আসেনি বাসা থেকে। আগে যদি জানতাম তুই এমন দৌড় করাবি। তবে ট্রাউজারের ভেতরে আন্ডারওয়্যার পরে আসতাম।”
–” অশ্লীল কথা বার্তা আমার সামনে একদম বলবেন না তরঙ্গ!”
তরঙ্গ হাসলো, তরী কে রাগতে দেখে ফের বলে উঠলো সে;-
–” সত্যিই বলছি। আমার অবস্থা খারাপ; দৌড়াতে পারছি না। ইয়ে দুটো লিটরেলি উপরে যাওয়ার পথে। থাম বলছি তরী জান! আমার ইয়ে শেষ মানে তোর ভবিষ্যত শেষ।”
তরঙ্গের শেষ কথা গুলো বেশ গম্ভীর শুনালো। পেছন থেকে হাস্যরস্য যুবকটির গম্ভীর কন্ঠে ও তরী থামলো না। বরং হাঁটার তাল দ্রুত করলো। যাতে তরঙ্গ তাকে না ধরতে পারে। তরঙ্গ ছুটলো তার পেছনে। দৌড়ে এসে তরীর সাথে পা মিলিয়ে হাঁটা ধরলো তরঙ্গ। কটমটিয়ে সুধালো সে;-
–” তোকে থামতে বলেছি তরী।”
–” পাগল পেয়েছেন আমাকে?”
–” তুই পাগল না হলে ও তোর জ্বালা, যন্ত্রণায় আমি পাগল হয়ে যাবো জান!”
তরী থামলো, ফোস করে শ্বাস ছাড়লো সে। রাগী দৃষ্টি নিক্ষেপ করে তরঙ্গের বুকে ধাক্কা দিলো তরী। অপ্রস্তুত তরঙ্গ দুই পা পিছিয়ে গেলো ধাক্কায়।
–” আমি আপনার বড় তরঙ্গ! গুণে গুণে এক বছরের বড়। জানেন এখন আমার বয়স কতো চলছে?”
তরঙ্গ বাঁকা হাসলো। কপালে হাত ঠেকিয়ে কিছু মনে করার ভঙ্গিতে সে দাঁড়ালো।
–” তোর বয়স জানি কতো?”
–” একদম অসভ্যের মতো তুই তুকারি করবেন না। আপনি নিষেধ করার পর থেকে; আমি আপনাকে তুমি বলা বন্ধ করেছি। আশা রাখছি আপনি আমাকে তুই বলাটা বন্ধ করবেন!”
–” পারবো না!”
–” আমি বাড়ি ছাড়তে বাধ্য হবো তরঙ্গ।”
তরঙ্গ দীর্ঘ শ্বাস ছাড়লো, ক্লান্ত কন্ঠে বললো সে;-
–” কতোদিনের বড় তুই আমার থেকে?”
–” পাক্কা এক বছরের! আমার পঁচিশ চলছে তরঙ্গ। রাইট নাও আই’ম টুয়েন্টি ফাইভ!”
–” সো হোয়াট?? আই’ম টুয়েন্টি ফোর। প্রাপ্ত বয়স্ক পুরুষ। তোকে ডিএনএ দিতে পারবো। এবং আমার ডিএনএ যথেষ্ট ফ্রেশ এন্ড স্ট্রং!”
–” আবার?”
–” তুই তো আমাকে ভালোবাসিস তরী।”
কোমরে হাত ঠেকিয়ে চোখ বুঁজলো তরী। অতঃপর চোখ খুললো সে।
–” কতবার বলেছি আপনাকে? ভালোবাসি না আমি আপনাকে। এমন বেহায়ার মতো পেছন পেছন ঘুরবেন না। যেখানে ভালোবাসা নেই। সেখানে বিয়ে তো কল্পনাতীত। তার মধ্যে আপনি আমার বড় হলে ভেবে দেখতাম।”
তরীর ঝাঁঝালো কন্ঠের কথা গুলো শান্ত মাথায় শুনে গেলো তরঙ্গ। আজ তরী যতোটা রেগে আছে। তরঙ্গ ঠিক ততটাই শান্ত, নিরুত্তাপ। মাথা চুলকে সন্দিহান তরঙ্গ বললো।
–” মনে কর আমি তোর বড়। তুই আমার ছোটো। আমরা আর দশটা কাজিনের মতোই বিয়ে করে নেই, চল।”
–” এটা গণিত না। যে মনে মনে সংখ্যা ধরবো।”
–” তবে বাস্তবে আমাকে ধর!”
তরী পর পর আবার পা চালালো। তরঙ্গের সাথে তর্ক করা বৃথা। গত এক বছর ধরে। বিয়ে বিয়ে করে, তাকে পাগল করে তুলেছে ছেলেটা। রুমে ফিরতে হবে তাকে। বাবা এসে পড়বেন কিছুক্ষণের মধ্যে। বাড়ি ফিরে তাকে রুমে না পেলে রেগে যাবেন ফোরকান সাহেব। কিছুক্ষণ আগে তরী কে কল দিয়েছিলেন ফোরকান। গম্ভীর কন্ঠে বলেছিলেন; তিনি তরীর মামা – মামি, মামাতো ভাই, আর কাজি সুদ্ধু বাড়ি আসছেন।
আজ ই তার মামাতো ভাইয়ের সাথে তরীর বিয়ে পড়ানো হবে। লোকটার বয়স সাঁইত্রিশ। আপাতত সিঙ্গেল। আগের স্ত্রী অত্যাচারে অতিষ্ঠ হয়ে ডির্ভোস দিয়েছে। তারপর আর বিয়ে করেনি। এখন না-কি তরী কে তার পছন্দ হয়েছে।
ছোট একটা শ্বাস ফেলা ছাড়া; এতে দ্বিমত পোষণ করতে পারেনি তরী। কারণ, পঁচিশ বছর হওয়া শর্তে ও তার এখনো বিয়ে হয়নি। এখন আবার এই বয়সে এসে পাত্র রিজেক্ট করা ন্যাকামি ব্যতীত কিছু না। এইবারে তাতে পাত্রের দোষ থাকলে ও তা বিষয় না। এ যাবত কালে কম পাত্র তাকে দেখতে আসেনি। তবে বরাবর ই ফলাফল শূন্য।
তরীর বিয়ে না হওয়াতে তার দোষ নেই। গায়ের রঙ কিঞ্চিত শ্যামলা হওয়ার দরুণ। কোনো ছেলের মায়ের চোখেই বিশেষ ভাবে ধরা দেয়নি তরীর রুপ। এই গায়ের রঙ নিয়ে ও তাকে কম কটু বাক্য শুনতে হয়নি। আগে কথা গুলো তাকে আঘাত করতে পারলে ও। এখন এতে অভ্যস্ত হয়ে গেছে তরী।
বাড়ির মূল ফটক থেকে বাগান পেরিয়ে ঘরে আসতে বেশিক্ষণ সময় লাগলো না তরীর। সদর দরজা দিয়ে প্রবেশ করবার আগে একবার পেছনে তরঙ্গ কে খুঁজলো সে। না নেই, বোধ হয় এখনো পুকুর পাড়ে ভ্রু – কুঁচকে দাঁড়িয়ে আছে ছেলেটা। তরী বাড়ির ভেতরে ঢুকে পড়লো। ড্রয়িং রুমে চাচির মুখোমুখি পড়লো সে। সাহনারা তরী কে দেখতেই মুখ ঝাপটা দিলেন।
–” বলে একদিন স্কুল থেকে বাড়ি না ফিরে। রাস্তায় মরতে পারিস না?”
–” আমি মরলে তোমার খুব সুবিধা! তাই না চাচি?”
–” কালো হয়ে আবার আমার সুন্দর পোলার দিকে হাত বাড়াইছস? তোর হাত কাইট্টা দিতে পারলে ভালো লাগতো।”
চাচির ঝাঁঝালো কথায় তরীর চোখ কোটর জমে গাল বেয়ে জল নামলো। প্রতিউত্তর না করে হনহন করে রুমের দিকে চলে গেলো তরী।
চলবে?
জল তরঙ্গের প্রেম
পর্ব_সংখ্যা;০১
লেখনীতেনবনীতাচৌধুরি
( প্রিয় পাঠক মহল
কেমন হয়েছে জানাবেন কিন্তু। হাত নিশপিশ করছিলো। তাই দিয়েই দিলাম। যারা পড়বেন রেসপন্স করবেন প্লিজ। আপনাদের রেসপন্স আমার লেখার উৎসাহ বাড়ায়। আর সোন্দল সোন্দল মন্তব্য কলবেন! কেমন, পনেরো শো রিয়েক্ট আর দুশো কমেন্ট হলে কন্টিনিউ করবো। কারণ পেইজের রিচ ডাউন। 🙊😁)
Share On:
TAGS: জল তরঙ্গের প্রেম, নবনীতা চৌধুরী
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
She is my Obsession পর্ব ৯
-
She is my Obsession পর্ব ২৩
-
জল তরঙ্গের প্রেম পর্ব ২
-
She is my Obsession পর্ব ৭
-
She is my Obsession পর্ব ২
-
She is my Obsession পর্ব ৩০
-
She is my Obsession পর্ব ৩৩
-
She is my Obsession পর্ব ৩২
-
She is my Obsession পর্ব ২১
-
She is my Obsession পর্ব ১১