bhooter golpo

গল্পঃ জ্বীনের প্রতিশোধ পর্ব ৬


📗গল্পঃ জ্বীনের প্রতিশোধ

📝লেখকঃ মোঃ নিশাদ

📜পর্বঃ ৬ (শেষ পর্ব)

—————————————————–

 এই কথাটা বলতে না বলতে, দুজন জ্বীন এসে আমাকে ধরে, একটা বিশাল প্রসাদের মত জায়গায় নিয়ে গেলো। 

আমি সেখানে গিয়ে দেখলাম সেখানে অনেক জ্বীন উপস্থিত, সেখানে জ্বীনের বাদশা ও উপস্থিত আছে। 

আমাকে সেখানে ধরে নিয়ে যাওয়ার পর, জ্বীনের বাদশা, সেখানে থাকা জ্বীনটাকে জিজ্ঞেস করেন, ও তো ইনসান ওকে আমাদের জ্বীন রাজ্যে ধরে নিয়ে আসছো কেনো। 

_____বাদশার কথায় সেই জ্বিনটা, বাদশাকে বলেন, 

বাদশা হুজুর, ও মানুষ ঠিকি কিন্তু মানুষ হয়ে অমানুষের মত কাজ করে, সে অন্যায়ভাবে আমার জ্বীন গুষ্টির কয়েকটা জ্বীনকে তার কাছে বন্ধি করে তাঁদের দিয়ে নানা অপকর্ম, নানা কাজ করায় জোর পূর্বক। 

  জ্বীনটার কথায়, জ্বীনের বাদশা আমাকে জিজ্ঞেস করে, ও যা বললো এসব কি সত্যি। 

বাদশার কথায় আমি মাথা নিচু করে বলি, হ্যাঁ এসব সত্যি। 

আমি সব শিকার করায়, জ্বীনের বাদশা অন্য জ্বীনদের কাছে আমার বিষয়ে পুরো তথ্য নিয়ে আমাকে বললেন। 

জ্বীনের বাদশা : তুমি আমাদের জ্বীন গুষ্টির কয়েকটা জ্বীনদের বন্ধি করে তাঁদের দিয়ে জোর পূর্বক কাজ করানোর জন্য তোমাকে আমৃ*ত্যু কারাদন্ড দিতাম, কিন্তু তুমি অন্য একটা তান্ত্রিকের কাছ থেকে আমাদের জ্বীন গুষ্টির কয়েকটা জ্বীনকে মুক্ত করায় আমি তোমার শাস্তি কমিয়ে দিলাম, তুমি যেসব জ্বীনদের এতদিন বন্ধি করে রাখছো তাদের মুক্ত করে দিবা,, 

_____তোমার শাস্তি তিরিশ বছর কারাদন্ড, এই তিরিশ বছর তুমি আমাদের জ্বীন রাজ্যে কারাদন্ডে বন্ধি থাকবা। এই তিরিশ বছরের মধ্যে তুমি সাভাবিক ভাবে মা*রা গেলে তোমার লা*শ তোমার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে আসা হবে।

এখানে সুধু তুমি একা দোষী না। তোমাকে যে জ্বীনটা ধরে নিয়ে আসছে, আমি তার বিষয়েও খোঁজ নিছি সে তোমাদের মানুষ জাতীর একটা মেয়েকে ধরায়, তার শাস্তি এক বছরের কারাদন্ড, জ্বীন জাতী হয়ে অন্যায়ভাবে মানুষকে ধরা বা বির*ক্ত করা ঠিকনা, এটা আমাদের নিয়মের বাহিরে। 

____এই বলে জ্বীনের বাদশার আদেশে আমাকে বন্ধি করে রাখা হয় তিরিশটা বছর, তিরিশ বছরের সাজা শেষে জ্বীনের বাদশা আমাকে বলেন,  তোমার সাজা শেষ তোমাকে তোমার বাড়িতে রেখে আসা হবে, আশা করি তুমি ভালো হয়ে যাবে,, এরপর যদি তোমার নামে এরকম কোন রিপোর্ট পাই তাহলে তোমাকে মৃ*ত্যু দ*ন্ড দেয়া হবে। 

এই বলে জ্বীনের বাদশা আমাকে কিছু ফল ও আমার জন্য নরম কাপড়ের একটা জামা এগুলা আমাকে উপহার হিসেবে দেন। আর জ্বীনদের আদেশ করেন আমাকে বাড়িতে রেখে আসতে। 

 বাদশার আদেশে আমাকে বাড়িতে রেখে আসা হয়। 

_____আমি বাড়িতে আসার সাথে সাথে আমার মা, সহ আশপাশের অনেকেই অবাক, আমি তিরিশ বছর পর বাড়িতে ফিরছি, আমাকে দেখতে গ্রামের মানুষ আমার বাড়িতে ভির জমিয়েছে। 

এদিকে আমাকে ফিরে পেয়ে আমার  কান্নায় ভেঙে পড়ছে। 

তিরিশ বছর আমি কোথায় ছিলা, এটা সবারি প্রশ্ন, কিন্তু আমি সবাইকে মিথ্যা বলছিলাম, সবাইকে বলছিলাম আমি কবিরাজি সাধনা করতে গহীন জঙ্গলে ছিলাম এই তিরিশ বছর। পরে অবশ্য অনেককে সত্যি টা বলছিলাম। 

যাইহোক, 

আমাকে দেখতে আসা.. সবাইকে এটাও বলি, আজকের পর থেকে আমি কবিরাজি ছেড়ে দিলাম, আজকের পর আমার কাছে কেউ আসবেন না জ্বীন পরী রিলেটেড কোন সমস্যার জন্য,, আমি এসব নিয়ে তওবা করলাম। আমার দ্বারা কারো কোন ক্ষ*তি হলে আমাকে মাফ করবেন।  

এরপর থেকে আমি কবিরাজি ছেড়ে দেই, ক্ষমতা ও জ্বীন পরী বন্ধি করায় নেশায় অন্ধকারে ডুবে গিয়েছিলাম। আমি ওসব থেকে তওবা করছি,, আমার মত ভুল কেউ করবেন না। 

জলিল দাদার মুখে পুরু ঘটনা শুনে শাহাদাৎ ও জয়নাল দুজনে অবাক, তাঁরা দুজনেও যে জলিল দাদার মত ভুল করতে বসছিলো। 

যাইহোক দাদার মুখে ওনার সাথে ঘটে যাওয়া সব ঘটনা শোনার পর, জয়নাল বলেন। 

 দাদা আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা, অনেকের কাছে শিক্ষা হয়ে থাকবে,, আজ তাহলে আসি একটু পর সন্ধা হয়ে আসবে,, আপনি সময় করে আসবেন আমাদের বাড়িতে। 

জলিল দাদা : তোরাও ভালো থাকিস, তোর দাদাকে বলিস সময় করে আমার সাথে দেখা করে যেতে। 

জলিল দাদার কথায় ওনার কাছে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা করলেন জয়নাল ও শাহাদাৎ , 

বাড়ির দিকে আসতে আসতে দুজনে বলাবলি করছিলো এরকমো তাহলে ঘটনা হয় সত্যি জলিল দাদার ঘটনাটা মন ছুয়ে যাবার মত, এসব বলতে বলতে দুজনে বাড়িতে চলে গেলেন। 

জয়নাল ও শাহাদাতের কাছে জলিল দাদার ঘটনাটা খুব ভালো লেগেছে, আপনাদের কাছে জলিল দাদার ঘটনাটা কেমন লেগেছে জানাবেন কমেন্টে..!! 💬

___________|| সমাপ্তি ||___________

—————————————————–

পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন..!🧭

—————————————————–

অবশ্যই লাইক👍 করবেন এবং কমেন্টে💬 জানাবেন গল্পের এই শেষ পর্বটা কেমন ইন্টারেস্টিং….!!😜 আপনারা অনুপ্রেরণা দিলে আরো ভালো গল্প লিখবো ইনশাআল্লাহ❤️ আর পরবর্তী গল্প পড়তে চান নাকি কমেন্ট জানান…??💬

—————————————————–

(আপনারা প্রত্যেকেই গল্পটা ধৈর্য নিয়ে সম্পুর্ণ পড়েছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই জানাবেন গল্পটা কেমন লাগলো!! গল্পের মধ্যে ভুল-ক্রুটি হতেই পারে এটা স্বাভাবিক, ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন🙏)

ভালো থাকবেন আপনারা সবাই। আমিও বিদায় নিচ্ছি এবার..!!👋😊🌼

—————————————————-

🔴নতুন কোনো গল্প পড়ার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানালাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

🌼—-ধন্যবাদ—-🌼

—————————————————–

Share On:



CLICK HERE GO TO OUR HOME PAGE
Related Posts
 


0 Responses

Leave a Reply