📗গল্পঃ জ্বীনের প্রতিশোধ
📝লেখকঃ মোঃ নিশাদ
📜পর্বঃ ৩
—————————————————–
শাহাদাতের মত জয়নাল ও জ্ঞান হাড়িয়ে মাটিতে পড়ে গেলেন।
এদিকে সকাল বেলা, আশপাশের লোকেরা দুজনকে জ্ঞান ফিরান৷
ওদের জ্ঞান ফিরতেই সবাই জিজ্ঞেস করে, এই তোমরা এখানে জ্ঞান হাড়িয়ে পড়ে ছিলে কেনো।
সবার কথার উওরে শাহাদাৎ ও জয়নাল একজন আরেকজনের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলেন এইরে এই বুঝি ধরা পড়ে গেলাম। আমরা তো লা*শের মাথা কাঁ*টতে কিন্তু লা*শের মাথা কই, আর কবরটাও তো ঠিকঠাক আছে।
জয়নাল ও শাহাদাৎ চুপ করে থাকায় সবাই আবারো বলে, কি হলো কথার জবাব দিচ্ছনা কেনো। তোমরা কোন চোর নওতো আবার৷ চুরি করতে আসছো নাকি।
সবার কথার জবাবে জয়নাল বুদ্ধি করে বলেন। আরে না আমরা চোর না আসলে আমরা দুজনে কাল রাতে বাজার থেকে ফিরছিলাম। হঠাৎ আমরা ভয়ংকর একটা জ্বীন দেখতে পাই আর দৌড় দিয়ে এসে এই কবরস্থানে ঢুকে পড়ি আর ভয়ে জ্ঞান হাড়িয়ে ফেলি।
জয়নালের কথায় সবাই অবাক হলেও বিশ্বাস করে। কারণ কবরস্থানে সব ঠিকঠাক ছিলো। কোন কিছু তো চুরি যায়নি। কোন কিছু চুরি না হওয়ায় সবাই বলে। আচ্ছা ঠিক আছে। তোমরা বাড়ি চলে যাও আর রাত করে কোথাও যেওনা।
সবার কথা শুনে জয়নাল ও শাহাদাৎ সেখান থেকে বাড়ির দিকে রওনা করলেন৷
বাড়ির দিকে আসতে আসতে, জয়নাল শাহাদাৎকে বললেন।
বড় বাঁ*চা বেঁ*চে গেলাম রে। সবাই যদি বুঝে ফেলতো আমরা কবরস্থানে গিয়েছিলাম লা*শের মাথা কে*টে আনতে তাহলে সবাই আমাদের পিটিয়ে মে*রে ফেলতো।
শাহাদাৎ : তা ঠিক বলছিস কিন্তু একটা জিনিস বুঝলাম না। কবরস্থানে সব কিছু ঠিকঠাক হলো কি করে। আমরা যে কবরটা খুরলাম লা*শের মাথা কা*টলাম এগুলার ব্যাপারে কেউ কিছুই বুঝলোনা।
জয়নাল: আমিও বুঝছিনা আসলে রাতে ঘটনাটা ঘটলো কি। আমি এরকম ভয়ংকর জিনিস কখনও দেখিনি। কাটা মাথাটা কিভাবে কথা বললো আর মাথা ছাড়া শরীরটাও বা কিভাবে আমাদের সামনে এসে দাঁড়ালো।
শাহাদাৎ : সেটা তো আমারো প্রশ্ন, আর বলিসনা আমি যে মারা যাইনি এটাই অনেক, এরকম ভয়ংকর জ্বীন কখনও দেখিনি আর দেখার ইচ্ছার নাই।
জয়নাল: হুম সেটাই, তো কি করবো এখন। সব বাদ তাহলে
শাহাদাৎ : বাদ মানে, এসবের নাম আর মুখে নিবিনা। আমাদের কবিরাজি শেখার সখ মিটে গেছে। আমরা আর এসব কিছু শিখতে চাইনা।
জয়নাল: হ্যাঁ ঠিক বলছিস, এগুলা কঠিক কাজ, ম*রতে ম*রতে বেচে গেছি। আচ্ছা বাড়ি এসে পড়ছি তুই বাড়িতে যা এখন। আমিও বাড়িতে যাই কালকে আবা
Share On:
CLICK HERE GO TO OUR HOME PAGE