bhooter golpo

ভৌতিক_প্রেম “পিছনে তাকাস না”


ভৌতিক_প্রেম”পিছনে তাকাস না”

রাত তখন ঠিক ২:৪৫।
বৃষ্টি থেমে গেছে, চারপাশে ভেজা কাদা আর কুয়াশা।
রিমি বাস থেকে নামলো লোকাল স্ট্যান্ডে।
গ্রামের রাস্তা, অন্ধকার, বিদ্যুৎ ছিল না কয়েক দিন ধরে।
হাতে একটা ছোট টর্চ, আর চোখে-মুখে ক্লান্তি।

হেঁটে চলেছে সে মাটির রাস্তা ধরে।
ঝোপঝাড়ের মাঝে অদ্ভুত শব্দ…
ঝিঁঝিঁ পোকার ডাকের ফাঁকে যেন কেউ কেঁদে উঠলো — একবার… দুইবার…

রিমি থেমে গেল।
চারপাশে তাকালো, কেউ নেই।
তারপর হঠাৎ একটা কণ্ঠ — ঠান্ডা, ফিসফিস করা কণ্ঠ শুনতে পেল…

“রিমি… পিছনে তাকাস না…”

তার শরীর জমে গেল।
এতোটা ভয় সে জীবনে কোনোদিন পায়নি।

সে ভাবলো, কেউ হয়তো মজা করছে।
কিন্তু কণ্ঠটা আবার এলো…

“রিমি… আমি তোকে দেখতে এসেছি… কিন্তু পিছনে তাকাস না…”

তার চোখ ছলছল করছে এখন।
হাঁটতে শুরু করলো দ্রুত।
হঠাৎ তার পেছনে কে যেন নিঃশব্দে হাঁটছে… পা ভেজা কাদায় চাপলে যেমন শব্দ হয়, ঠিক তেমন!

“পিছনে তাকাস না, তাকালেই তুই আর ফিরতে পারবি না” — এবার কণ্ঠটা ঠিক তার কানের কাছে।

রিমি কান্না জড়ানো গলায় বলল,
“তুমি কে? কেন আমার পেছনে পেছনে আসছো?”

কোনো উত্তর নেই।
শুধু একটা ঠান্ডা বাতাস, একটা ছায়া তার কাঁধ ছুঁয়ে চলে গেল।

রিমি দৌড় দিল।
আরও ৫ মিনিট হাঁটার পর তার নিজের বাড়ির দরজা দেখা গেল।
দরজার কাছে এসে সে নিজেই নিজেকে প্রবল জোরে ঠেলল ভিতরে।

ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করতেই বুকে হাত রেখে বসে পড়ল।

মা জিজ্ঞেস করলো –
“এই অবস্থা কেন? কী হয়েছে?”

রিমি কাঁপতে কাঁপতে বললো –
“পেছনে কেউ ছিল মা… কেউ ছিল… আমার ঠিক পেছনে…”

তার মা চুপচাপ দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন –
“রিমি… তুই তো একাই তো এলি, তাই না?”

রিমি বললো –
“না মা… কেউ একজন আমার নাম ধরে ডাকছিল… বারবার… আমি ভয় পাই… আমি দৌড় দিলাম…”

মা হঠাৎ এক গ্লাস জল এনে সামনে রাখলেন।

রিমি জল খেতে যাবে এমন সময়…
মায়ের মুখটা অদ্ভুত রকম শান্ত হয়ে গেল…
তার ঠোঁট থেকে বের হলো শেষ কথা —

“তুই তো পিছনে তাকাইছিস… এখন তুই আর ফিরবি না…”

গ্লাসটা মেঝেতে পড়ে গেল,
রিমির গলার মধ্যে কেউ যেন হাত ঢুকিয়ে দিচ্ছে —
আর সেই ফিসফিসে কণ্ঠটা আবার শোনা গেল…
“তুই কথা শুনিসনি… আমি বলছিলাম না… পিছনে তাকাস না…”


“পেছনে তাকাস না…”
— যখন রাত ৩টার কাছে পৌঁছায়, কিছু ডাক আর কিছু ছায়া আর স্রেফ কল্পনা থাকে না…”
👻 #ভুতেরগল্প #ভয়ংকররাত #BanglaHorror #ভৌতিকপ্রেম

Share On:



CLICK HERE GO TO OUR HOME PAGE
Related Posts
 


0 Responses

Leave a Reply