কীভয়ংকরমায়া_তোর
পার্ট_১৬
লেখিকাআরিফাতাসনিম_তামু
[কপি করা সম্পূর্ণ নিষেধ ❌🚫]
বর্তমান_
আদ্র “থ” মরে বসে এক দৃষ্টিতে চেয়ে আছে রৌদ্রের দিকে।রৌদ্র মাথা নিচু করে অপরাধীর মতো বসে আছে।নিরবতায় এভাবে কেটে গেলো কিছুক্ষণ আদ্রের কোনো সাড়াশব্দ না পেয়ে রৌদ্র মাথা তুলে পাশে চাইল। আদ্রকে এমন করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অপরাধী কন্ঠে বলল
__আমাকে ক্ষমা করে দে আমি জানি আমি ক্ষমার যোগ্য না তার পর বলছি।আমি যে একটা বোনের জন্য এতটা লোভী হয়ে যাবো ভাবতে পারিনি আসলে একটা বোনের অনেক ইচ্ছে ছিলো তুই তো জানতিস আম্মু অসুস্থ কখনো আর মা হতে পারবে না।যেদিন এই কথা শুনে ছিলাম ঠিক কতটা কষ্ট পেয়েছি তোকে বলে বুঝাতে পারবো না।তোদের বাড়িতে গেলে তোর আর তোর বোনের খুনসুটি গুলা আমি ছলছল চোখে তাকিয়ে দেখতাম। আর মনে মনে আফসোস করতাম ইস আজ যদি আমার একটা বোন থাকতো তাহলে আমার এরকম একটা সুন্দর মূহুর্ত আসতো।সাইফা হওয়া পর কিছুটা কষ্ট কম হয় অনেক খুশি হই।কিন্তু তখন সাইফও অবুঝ ছোট ছিলো সাইফাকে দরলে কান্না করে দিতো ওর বোন শুধু ও কোলে নিবে।আমি আর কী করবো আমি তো ওর থেকে বড় বুঝদার ছিলাম তাই আর ওকে কাঁদিয়ে ওর বোনকে দরতাম না।
এতটুকু বলে রৌদ্র থামে লম্বা একটা শ্বাস নিয়ে আবারও বলতে শুরু করে__
__কতশত রাত যে কান্না করতে করতে ঘুমিয়েছি হিসেব নেই।বার বার আল্লাহ কে বলতাম যেন একটা বোন দেয়।আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করে। সেদিন নানার বাড়ি থেকে আসার পথে আমার জীবন আলোকিত করে একটা পুতুলি বোন আসে।কিন্তু হসপিটাল থেকে বাসায় নাওয়ার পর মাথার ব্যাথায় যখন কান্না করতো সারা বাড়ি কোলে করে ঘুরেও আমি ও’কে শান্ত করতে পারতাম না।ওর কান্না আমাকে শেষ করে দিতো।মনে মনে সিদ্ধান্ত নি এই নিষ্পাপ ফুলটা যতটা কষ্ট পেয়েছে তার থেকেও বেশি কষ্টে আমি তার মৃত্যু দিবো যে এই নিষ্পাপ ফুলটাকে এভাবে এতটা কষ্ট দিয়েছে।আমি সেই রাস্তায় গিয়ে আশেপাশে সিসি ক্যামেরা খুঁজি এমন কী আমি সেটা পেয়েও যাই কিন্তু আমি ব্যার্থ হোই শুধু গাড়ির নাম্বার দেখতে পাই। তার পরও ওই গাড়ির খোঁজ নি কিন্তু আমার খুঁজতে দেরি হয়ে গেছে সেই গাড়ির মালিক পাকা খেলোয়াড় ছিলো যেদিন বনুকে রক্তাক্ত করে রাস্তায় পেলে যায় সেদিনই গাড়িটা বিক্রি করে দেয় অন্য আরেক জনের কাছে।কিন্তু আমি হাল ছাড়িনি আজও আমি তাকে খুঁজে বেড়ায়।
রৌদ্র থামে তাকায় আদ্রের দিকে।হঠাৎই আদ্র রৌদ্র জড়িয়ে ধরে বলে উঠে
—তুই ভুল কিছু করিসনি তুই পৃথিবীর শ্রেষ্ঠ ভাই। তুই আজ প্রমাণ করে দিলি শুধু রক্তের হলে ভাই বোন হওয়া যায় না।সেদিন যদি আমার বার্বিডল তোর হাতে না পড়ে খারাপ কারো হাতে পড়তো তাহলে কী হতো.?আমি কোথায় পেতাম আমার ফুলটাকে।ঔষধ খাওয়ালে স্মৃতি আবারও আসবে কিন্তু সেদিন যদি অন্য কোনো বিপদ হতো?
রৌদ্র ঢোল গিলে বলল
—আমি পৃথিবী শ্রেষ্ঠ ভাই হতে পারলেও বন্ধুত্ব হতে পারিনি রে। আ”আমি অনেক বড় ভুল করে পেলেছি রে তোর সাথে।
রৌদ্রের কথায় আদ্র তাকে ছেড়ে বলল
—কী ভুল করেছিস তুই.?
রৌদ্র চোখ বন্ধ করে কয়েকবার ঢোল গিলে সময় নিয়ে বলল
—বনু একটা ছেলেকে পছন্দ করে ছেলেটাও বনুকে ভালোবাসে ভালো ছেলে পরিবার ভালো সব দিক দিয়ে পারফেক্ট এজন্য অনেক আগে থেকে ওদের বিয়ে ঠিক করে রেখেছে দুই পরিবার বনুর পড়ালেখা শেষ হলে বিয়ে হবে।বনুও এই বিয়েতে রাজি অনেক খুশি আমি কীভাবে ও’কে কষ্ট দিয়ে বিয়ে টা ভেঙ্গে দিবো বল?আবার তোকেও কষ্ট দিতে পারবো না তোরা দুইজনই আমার কাছে সমান আমি দোটানায় ভুগছি আদ্র কী করব বল কোণ দিকে জাবো বল না রাস্তা দেখা আমাকে!
আদ্রের মাথায় ঘুরছে শুধু একটা কথা তার বার্বিডল অন্য কাউকে ভালোবাসে?তাকে বিয়েও করতে চায়?এইটুকু বার বার মাথায় ঘুরছে রৌদ্রের আর কোনো কথা তার কানে যাচ্ছে না।আদ্রের শরীর ভেঙ্গে এলো।ধীরে ধীরে শরীর ছেড়ে পড়ে যেতে নিলে রৌদ্র আগলে নেয়।হঠাৎই আদ্র অসহায় কন্ঠে বলে উঠে
—কেন করলি এমন বার্বিডল?আমার এতো ভালোবাসা কী তোর চোখে পড়ে নি?কেন আমাকে ভালোবাসলি না?আমি কীভাবে তোকে ছাড়া থাকবো?আ’আমি মরে জাবো রে জান!আমায় একটু ভালোবাসলে কী এমন হতো? আমি তোকে অন্য কারো জন্য লাল শাড়িতে কীভাবে দেখবো?এমনটা তো কথা ছিলো না? যে বুকের সবটা জুড়ে তোর বসবাস সে বুকে চুরি মারতে একবারও ভাবলি না বার্বিডল?
এতটা যত্ন করে ভালোবাসার পরও কীভাবে এমন করতে পারলি রে জান?
এতটুকু বলে ছেলেটা হাফিয়ে গেলো রৌদ্র অসহায় চোখে চেয়ে।হঠাৎ আদ্র চিৎকার করে বলে উঠে—
ইয়া আল্লাহ ওরে আমার ভালোবাসা বুঝার ক্ষমতা কেন দিলে না?ওরে আমার বা পাঁজরের হাড় দিয়ে কেন তৈরি করলে না?ও আল্লাহ আমার বার্বিডল আমায় ভালোবাসেনি শুনছো তুমি.?
আদ্রের প্রথম আর্তনাদের বিষাদময় হয়ে উঠে রজনী কিন্তু আদ্রের শেষের আর্তনাদ হয়তো আল্লাহর আরশ কেঁপে উঠলো।জন মাবনহীন নদীর ধারটা বারি হয়ে উঠে আদ্রের আর্তনাদে রৌদ্র ছলছল চোখে দেখছে পাগলা প্রেমিককে।জীবন সঙ্গী হিসেবে আদ্র বেস্ট একজন কিন্তু রোদ কী আদ্রকে চাইবে?
(এই পর্বে ২k রিয়েক্ট হলে নেক্সট পার্ট কালকেই দিবো)
Share On:
TAGS: আরিফা তাসনিম তামু, কী ভয়ংকর মায়া তোর
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
কী ভয়ংকর মায়া তোর গল্পের লিংক
-
কী ভয়ংকর মায়া তোর পর্ব ১২
-
কী ভয়ংকর মায়া তোর পর্ব ১
-
কী ভয়ংকর মায়া তোর পর্ব ৯
-
কী ভয়ংকর মায়া তোর পর্ব ১০
-
কী ভয়ংকর মায়া তোর পর্ব ৬
-
কী ভয়ংকর মায়া তোর পর্ব ১৪
-
কী ভয়ংকর মায়া তোর পর্ব ১১
-
কী ভয়ংকর মায়া তোর পর্ব ১৫
-
কী ভয়ংকর মায়া তোর পর্ব ৩