📗গল্পঃ জ্বীনের প্রতিশোধ
📝লেখকঃ মোঃ নিশাদ
📜পর্বঃ ৪
——————————-
জয়নাল: হ্যাঁ ঠিক বলছিস, এগুলা কঠিক কাজ, ম*রতে ম*রতে বেচে গেছি। আচ্ছা বাড়ি এসে পড়ছি তুই বাড়িতে যা এখন। আমিও বাড়িতে যাই কালকে আবার দেখা হবে।
কথাটা বলে দুই বন্ধু যে যার বাড়িতে চলে গেলেন।
দুজনে বাড়িতে যাবার পর ভাবছিলেন৷ সমস্যা বুঝি সেখানেই শেষ। আর কোন সমস্যা মনে হয় হবেনা।
কিন্তু না, দুজনে ধারণা ভুল করে সেই রাতে দুজনের সাথে ভয়ংকর রকমের একটা ঘটনা ঘটে।
সেই রাতে শাহাদাৎ নিজের রুমে ঘুমিয়ে ছিলেন।
হঠাৎ শাহাদাতের ঘুম ভেঙে যায় একটা ফিসফিস আওয়াজে, মনে হচ্ছে কেউ কানের কাছে এসে ভয়ংকর কন্ঠে বলছে, কিরে আমার মাথা কা*টলি কেন, আমার মাথা আমাকে ফিরিয়ে দে।
কথাটা শুনে চমকে উঠে, নিজের বিছানায় উঠে বসলেন শাহাদাৎ, এদিকে বিছানায় বসে রুমের লাইটটা জ্বালিয়ে পুরু রুমে ভালো করে দেখলেন কিন্তু কাউকে দেখতে পেলেন না।
কাউকে দেখতে না পেয়ে শাহাদাৎ আবারো যেইনা রুমের লাইট অফ করছে ঠিক তখনি শাহাদাৎ দেখেন তার রুমে দাঁড়িয়ে আছে মাথা কা*টা সেই শরীলটা৷
মাথা বিহীন শরীল দেখে শাহাদাৎ চিৎকার দিতে জাবে ঠিক তখনি মহূর্তে সেই অবয়বটা শাহাদাতের পা টেনে ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলেন কবরস্থানে দিকে।
এমন অবস্থায় শাহাদাৎ চিৎকার করতে লাগলেন।
শাহাদাতের চিৎকারে ওর বাড়ির লোকেরা বের হন আর বাইরে গিয়ে দেখেন শাহাদাৎ জ্ঞান হাড়িয়ে মাটিতে পড়ে আছেন।
শাহাদাতের এমন অবস্থায় ওকে সবাই ধরাধরি করে রুমে নিয়ে আসেন।
রুমে নিয়ে আসার পর সেই রাতে ওর আর জ্ঞান ফেরেনি, শাহাদাতের জ্ঞান ফেরে সকালে।
সকালে শাহাদাতের জ্ঞান ফিরতে, ও অবাক করা একটা ঘটনা শোনেন।
শাহাদাৎ শোনেন ওর বন্ধু জয়নাল ও নাকি রাতে ভয়ংকরভাবে চিৎকার করেন। আর ওকে নাকি জ্ঞান হাড়ানো অবস্থায় খুঁজে পান একটা গাছের উপরে।
এটা কি করে হতে পারে। দুজনে একি রাতে ভয় পাওয়ার কারণ কি।
দুজনে ভালো বন্ধু, দুজনের সাথে ভয়ংকর ঘটনা ঘটায় সবাই ওদেরকে ধরে বসে, সবাই ওদের জিজ্ঞেস করে ঘটনা কি৷
সবার কথার জবাবে দুজনে সব ঘটনা খুঁলে বলে।
শাহাদাৎ ও জয়নালের মুখে পুরো ঘটনা শোনার পর সবাই অনেক রা*গারা*গি করে। সবাই বলে তোমরা কেনো এরকম একটা পাপ কাজ করতে গেলা।
দুজনকে অনেক বকা*ঝকা করার পর, জয়নাল ও শাহাদাতকে একজন কবিরাজের কাছে নিয়ে গিয়ে ঝাড় ফুক দিয়ে নিয়ে আসা হয়৷
কবিরাজের কাছে ঝাড় ফুক দিয়ে নিয়ে আসার পর দুদিন কো
Share On:
CLICK HERE GO TO OUR HOME PAGE