📗গল্পঃ জ্বীনের প্রতিশোধ
📝লেখকঃ মোঃ নিশাদ
📜পর্বঃ ১
—————————————————–
অমাবস্যার রাত, রাত ঠিক বারোটা কি একটা হবে। দুজন ছেলে হেঁটে যাচ্ছে কবরস্থানের দিকে। কারণ তাদের নতুন ক*বর হওয়া, কোন কবর থেকে সেই লা*শের মাথা কেঁ*টে নিয়ে আসতে হবে। 😳
আপনারা হয়তো ভাবছেন রাতের বেলা ছেলে দুটো কবরস্থানে লাশের মাথা কাঁ*টতে আসছে কেন৷
শোনেন তাহলে।
এই ছেলে দুটো খুব ভালো বন্ধু। পরিবেশ ও পরিস্থিতিতে খাপ খাওয়াতে না পেরে দুজনে বেঁ*চে নেয় খুব অন্ধকার একটা জীবন। দুজনের মাথায় আসে, জ্বীন বস করার নেশা।
জ্বীন বস করার নেশা ও কবিরাজি শিখতে দুজনে একজন কবিরাজের কাছে চলে যান।
সেই কবিরাজের কাছে যাবার পর। অনেক অনুরোধ করতে থাকেন কবিরাজকে, কবিরাজ যেনো তাঁদেরকে তার শিষ্য বানায়। তাঁদেরকেও যেনো কবিরাজি শেখানো হয়।
ছেলে দুটোর অনেক অনুরোধে কবিরাজ তাঁদেরকে কবিরাজি শেখাতে রাজি হন কিন্তু খুব কঠিন সর্ত তাঁদের দেয়া হয়৷
তিনটা সর্তের মধ্যে প্রথম যে সর্ত ছিলো সেটাই হলো আমাবস্যার রাতে কোন এক কবরস্থান থেকে লা*শের মাথা কেঁ*টে এনে কবিরাজকে দিতে হবে। কবিরাজের দেয়া প্রথম সর্ত পালন করতে আমাবস্যার রাতে কবরস্থানের দিকে এগিয়ে যাচ্ছে, এই দুই বন্ধু , এদের একজনের নাম, শাহাদাৎ, আরেকজনের নাম জয়নাল।
আমাবস্যার রাত, গ্রামের রাস্তা একদম ফাঁকা, একটা গা ছমছম পরিবেশ শাহাদাৎ ও জয়নাল দুজনে হেঁটে চলেছে কবরস্থানে দিকে।
এরা দুজন যখন হেঁটে কবরস্থানের পাশে কাছে চলে আসে ঠিক তখনি পিছন থেকে একটা আওয়াজ ভেসে আসে। এখান থেকে চলে যা, বাঁ*চতে চাইলে চলে যা।
পিছন থেকে এমন আওয়াজ পেয়ে, শাহাদাৎ ও জয়নাল দুজনে পিছনে ঘুরে তাকায়, কিন্তু পিছনে তে কেউ নেই, তাহলে আওয়াজটা আসলো কোথা থেকে৷
পিছনে কাউকে না দেখে দুজনে কবরস্থানের কাছে চলে আসে, ও দেয়াল টপকে কবরস্থানের ভিতরে প্রবেশ করে।
কবরস্থানে ঢুকে দুজনে খুজতে থাকে, নতুন কবর মানে, কয়েকদিনের মধ্যে মা*রা গেছে এমন একটা কবর।
এমন একটা কবর দুজনে খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে এক সময় তাঁরা একটা নতুন কবর পেয়ে জান।
নতুন কবরটা পাওয়ায়, শাহাদাৎ ও জয়নাল কবর থেকে মাটি সরাতে থাকে।
এদিকে মাঝে মধ্যে এদিক সেদিক তাকিয়েও দেখে কেউ আসছে কিনা৷
যাইহোক কবরের মাটি সরাতে সরাতে এক সময় বাঁশ বের করেন আর বাঁশ গুলা সরাতে দুজনে দেখতে পায় কবরে একটা লা*শ রাখা, একজন বৃদ্ধের লা*শ।
লা*শটা
Share On:
CLICK HERE GO TO OUR HOME PAGE