অবাধ্য_হৃৎস্পন্দন (২৫ || প্রথমাংশ)
সোফিয়া_সাফা
কেটে গেছে ২ দিন। আজকে ফুলের ভর্তি পরীক্ষা। কিছুক্ষণ আগেই পরীক্ষা শেষ হয়েছে। হল থেকে বের হতেই ফুল দেখল আবেশ দাঁড়িয়ে আছে। সেদিন পায়ে ভালোই ব্যথা পেয়েছিল আবেশ। এখন পর্যন্ত স্বাভাবিক ভাবে হাটতে পারছে না।
“কিরে পরীক্ষা কেমন হয়েছে?” আবেশের প্রশ্নে মুচকি হাসে ফুল।
“খুউব ভালো হয়েছে। ভালো ভার্সিটিতেই চান্স পাবো দেখো।”
“তাহলে তো তোকে মিষ্টি মুখ করাতে হচ্ছে।”
বলেই পকেট দেখে চকলেট বের করল আবেশ। নিজের ফেবারিট চকলেট দেখে ফুলের চোখে আনন্দের ঝিলিক খেলে গেল। চকলেট টা হাতে নিয়ে মৃদু লাফিয়ে উঠে বলল,
“উফ থ্যাংক ইউ আবেশ ভাই।”
ফুলের হাসি হাসি মুখখানা দেখে আবেশের মনেও প্রশান্তি ছেয়ে যায়। চকলেটের প্যাকেট খুলে ইতোমধ্যেই মুখে পুরেছে ফুল। আবেশ একদৃষ্টে তাকিয়ে আছে ওর দিকে। পরপর দুটো খালি রিকশা সামনে দিয়ে চলে গেলেও আবেশ খেয়াল করল না। এবার খাওয়া বাদ দিয়ে আবেশের দিকে তাকায় ফুল। আবেশের দৃষ্টি অনুমান করতে পেরে অপ্রস্তুত হয়ে পড়ে। অস্বস্তি লুকাতে চকলেট এগিয়ে দেয় আবেশের দিকে,
“স্যরি তোমাকে না দিয়েই খাওয়া শুরু করে দিয়েছি।”
ফুলের কথায় হুশ ফেরে আবেশের। ফুলের হাতে থাকা চকলেটের দিকে তাকিয়ে শুষ্ক ঢোক গিলে। ভ্রু কুচকে যায় ফুলের, নিজ হাতের দিকে তাকিয়ে থতমত খেয়ে গেল। নিজের কামড়ে খাওয়া চকলেট কিনা আবেশকে অফার করেছে? তড়িৎ বেগে কামড়ে খাওয়া অংশটুকু ভেঙে ফেলে ফুল। বোকা বোকা হেসে বলে,
“এবার খাও।”
ফুলের এহেন কান্ডে আবেশের ঠোঁটের কোণেও হাসি ফুটে ওঠে। চকলেট নেওয়ার জন্য হাত বাড়ায় আবেশ; কিন্তু ফুলকে চমকে দিয়ে অন্য হাতের ভাঙা অংশটুকুই টেনে নিয়ে মুখে ঢুকিয়ে নেয়। বিস্ময়ে হা হয়ে যায় ফুল। হাপিত্যেশ করে উচ্চারণ করে,
“আআআ এটা কি করলে?”
হাত দিয়ে মুখ ঢেকে শব্দ করে হেসে উঠল আবেশ। আরেক হাত নেড়ে একটা রিকশা থামিয়ে উঠে বসে। ফুল তো এখনও নিজের হাতের দিকেই তাকিয়ে আছে।
“তাড়াতাড়ি উঠে বস। গিয়ে রান্না করতে হবে, আরিফ ভাই ঢাকা থেকে ফিরে এসেছেন। রাতে আমাদের সাথেই ডিনার করবে।”
কথাটা শোনার সঙ্গে সঙ্গে ফুল অবাক হয়ে গেল।
“কি হলো? ওঠ না।”
মাথা ঝেকে অবান্তর চিন্তা ভাবনা দূরে সরিয়ে রিকশায় উঠে বসল ফুল।
রাত ৯ টা, রান্না করা সবগুলো খাবার টেবিলের উপর রাখছে ফুল। তাকে সাহায্য করছে আবেশ।
“ফুল তুই চুপ করে বসবি?”
ফুলের হাত থেকে তরকারি বাটিটা কেড়ে নিয়ে আবেশ নিজেই সেটা টেবিলের উপর রাখল। তারপর ফুলের হাতের আঙুলে নিজের আঙুল ঠেকিয়ে মুখ ফুলিয়ে বলল,
“কতোখানি কেঁটে গেছে।”
মৃদু হাসল ফুল। হাত সরিয়ে বলল, “কতোখানি কাঁটেনি আবেশ ভাই। একটুখানি কেঁটেছে। তুমি এমন করছো যেন আমার পুরো আঙুল টাই আলাদা হয়ে গেছে।”
“তোর এই হেয়ালিপনা আমার মোটেও ভালো লাগেনা ফুল।” বলতে বলতেই ফুলকে জোরপূর্বক চেয়ারে বসিয়ে দিল আবেশ। তারপর ড্রইংরুমে বসে থাকা আরিফকে ডেকে একসাথে খেতে বসল। প্লেটের দিকে তাকিয়ে আঙুলের বাধন খুলতে লাগল ফুল। বটি দিয়ে মাছ কাঁটতে গিয়ে ডান হাতের আঙুল কেঁটে গেছে ফুলের। খুব বেশি কাঁটেনি। আঙুলের বাধন খুলতে দেখে চোখ রাঙায় আবেশ,
“এই কি করছিস? খুলছিস কেন?”
বিরক্তিতে চবর্গীয় শব্দ উচ্চারণ করল ফুল, “আরে না খুললে খাবো কিভাবে?”
“আমি খাইয়ে দিচ্ছি।” বলেই ভাত মাখতে লাগল আবেশ। অন্য চেয়ারে বসে থাকা আরিফ তাদের দুজনের ভালোবাসা দেখে হাসল একটু। ফুলের তো অনেক অস্বস্তি লাগছে। তার উপর আরিফ কি নাকি ভাবছে সেসব ভেবেও লজ্জা মিইয়ে যাচ্ছে।
“দেখি হা কর।” এক লোকমা ভাত নিয়ে ফুলের ঠোঁটের সামনে ধরল আবেশ। ফুল একবার আঁড়চোখে আরিফের দিকে তাকায়। লোকটার বয়স বেশি হবেনা, আবেশের সমবয়সী কিংবা দু এক বছরের বড় হতে পারে।
“কি হলো হা করছিস না কেন? বাচ্চাদের মতো গল্প শুনিয়ে খাওয়াতে হবে নাকি?” লজ্জায় ফুলের ঠোঁট কাঁপছে। হাল্কা হা করে ভাতটুকু মুখে ঢুকিয়ে নিল।
স্ক্রিনের সামনে আয়েসি ভঙ্গিতে বসে তাদের ডিনারের দৃশ্য দেখছে উদ্যান। একহাতে তানের মাথা বুলিয়ে দিচ্ছে আরেক হাতে গোলাপি রঙা ডায়েরিটার পৃষ্ঠা উল্টাচ্ছে। সবুজ ড্রিম লাইটের আলোয় রুমজুড়ে এক ধরনের স্নিগ্ধতা বিরাজ করছে। বটগাছ আকৃতির টেবিল ল্যাম্পের আলোয় ডায়েরির লেখায় চোখ বুলাতে অসুবিধা হচ্ছেনা উদ্যানের। ডায়েরির এক পৃষ্ঠায় এসে থেমে যায় উদ্যান; বিরবির করে উচ্চারণ করে, “আমি অন্য কারো হাতে খাবার খেতে লাইক করিনা। নিজের মায়ের হাতেও না। হাত কেঁটে গেলেও চামচ দিয়ে খাওয়া আমার জন্য অধিক স্বাচ্ছন্দ্যের। তবে এসব আমি কাউকে বলতেও পারিনা। মা, মামি আমাকে অনেকদিন খাইয়ে দিয়েছে। আমি তাদেরকে না করতে পারিনি।”
লেখাটা পড়ে ক্রুর হাসল উদ্যান। ব্যঙ্গ করে লেখাটা বারবার পড়তে লাগল।
কয়েক লোকমা খাওয়ার পরেই যেন পেট ভরে গেছে ফুলের। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে ওঠে,
“আর না আবেশ ভাই। পেট ভরে গেছে।”
ফুলের অভিব্যক্তি দেখে মুখ কুচকে যায় আবেশের, “মাত্র ৩ লোকমা খেয়েছিস।”
পেটে হাত রেখে অন্যদিকে ঝুকে গেল ফুল। মিহি গলায় বলল, “আর সম্ভব নয়, আমি গেলাম।”
কোনোদিকে আর তাকাল না ফুল। মাথার ওড়না ঠিকঠাক করে বড়বড় পা ফেলে নিজের রুমে চলে গেল। তার যাওয়ার দিকেই তাকিয়ে আছে আবেশ,
“নিকাহনামাতে কিন্তু স্ত্রীর হাতে তালাক দেওয়ার অধিকার দেওয়া নেই আবেশ। উল্টো এমন এমন কিছু লেখা আছে যা দেখলে তোমার হুশ উড়ে যাবে।”
আরিফের কথায় আবেশের মুখাবয়ব ফ্যাকাশে হয়ে গেল। আরিফ আর তার বাবা আকরাম হোসেনকে আবেশ এই ব্যপারে জানিয়েছে। প্রথম প্রথম তারাও ফুল আর আবেশকে স্বামী-স্ত্রী হিসেবেই জানতো ধীরে ধীরে বিশ্বস্ত হবার পর আবেশ জানিয়ে দেয় সে আর ফুল কাজিন; স্বামী-স্ত্রী নয়। আর ফুলের সাথে তার বড় ভাইয়ের বিয়ে হয়েছিল। সেই সাথে উদ্যানের আচরণ সম্পর্কেও জানিয়ে দিয়েছে আবেশ। সবকিছু জেনে তারা আবেশকে সাহায্য করবে বলে আশ্বস্ত করে।
“নিকাহনামা নিয়ে আমি কালকে আবারও যাবো রেজিস্ট্রারের কাছে। যেকোনো উপায়ে ফুলের ডিভোর্স করাতেই হবে।”
দরজার অপরপাশ থেকে আবেশের কথাগুলো শুনে স্তব্ধ হয়ে যায় ফুল। দরজার সাথে পিঠ ঠেকিয়ে বসে পড়ে মেঝেতে। কোনো কিছুই যেন অনুভব করতে পারছেনা। দম বন্ধ হয়ে আসছে, কি যে চায় নিজেও জানেনা।
ফুলকে হাটুতে মুখ গুজে বসে থাকতে দেখে ডায়েরি টা বন্ধ করে রাখে উদ্যান। বুঝতে পারে আজকের মতো ফুল আর বের হবেনা রুম থেকে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে দশটা বেজে তেইশ মিনিট। খাট থেকে নেমে দাঁড়ায় উদ্যান। ধীরপায়ে এগিয়ে যায় বুক শেলফের দিকে। এই বুক শেলফ আগে ছিলনা; দু মাস আগে আনিয়েছে। শেলফ থেকে একটা বই বের করে হাতে নেয় উদ্যান। পেছন ঘুরে খাটের দিকে তাকিয়ে দেখে তান ঘুমিয়ে গেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে হাটতে হাটতে ব্যালকনি লাউঞ্জে এসে থামে উদ্যান। লাইট অন করে বসে পড়ে কাউচে। পা তুলে রাখে সামনে থাকা কাঁচের টেবিলের উপর। বইটার নামের উপর একনজর তাকায় উদ্যান। বড়বড় অক্ষরে লেখা Descartes’ Error। নামের দিকে বিশেষ পাত্তা দেয়না উদ্যান। নির্বিঘ্ন চিত্তে বইটা খুলে পড়তে থাকে।
পরেরদিন সন্ধ্যার পর, আবেশ ফুলকে নিয়ে আবারও আসে রেজিস্ট্রারের কাছে। নিকাহনামা পর্যবেক্ষণ করে রেজিস্ট্রার সাহেব গম্ভীর মুখে বলেন,
“এখানে তো স্পষ্ট লেখা আছে ফুল চাইলেও কখনও স্বামীকে ডিভোর্স দিতে পারবে না।”
চোখ বন্ধ করে নিল আবেশ। এখানে আসার পূর্বেই নিকাহনামার সবগুলো পয়েন্ট খুটিয়ে খুটিয়ে বিশ্লেষণ করেছে সে। আবেশ বুঝতে পারল এবার আর লুকিয়ে চুরিয়ে কিছু করার অবকাশ নেই। বিষয়টা খোলাসা করে, রেজিস্ট্রারের হেল্প নিতে হবে। ভাবনা মোতাবেক নিজেকে প্রস্তুত করতে লাগল আবেশ। পাশের চেয়ারেই একভাবে বসে আছে ফুল। নীরব শ্রোতা হয়ে বসে থাকা ছাড়া আর কিইবা করবে সে। কিছু সময় নিয়ে আবেশ বলতে শুরু করলো,
“অ্যাকচুয়ালি, আমার আপনার সাথে বিস্তারিত ভাবে আলোচনা করতে হবে এই বিষয়ে।”
আগ্রহ প্রকাশ করলেন রেজিস্ট্রার সাহেব, “জি বলুন।”
ফুলের দিকে একবার তাকায় আবেশ। মাথা নেড়ে সম্মতি জানায় ফুল। তপ্ত শ্বাস ফেলল আবেশ। শান্ত গলায় বলল, “প্রায় ১৫ বছর পর হঠাৎ করেই আমার বড় ভাই দেশে ফিরে আসে। সে মেক্সিকোতে ছিল। তাকে যখন দেশের বাইরে পাঠানো হয়েছিল তখন আমার বয়স ৭ বছর ছিল। আমার বেশি কিছু মনে নেই। শুধু এইটুকুই মনে আছে যে উগ্র, বদমেজাজী, আক্রমণাত্মক স্বভাবের হওয়ায় তাকে মেজ খালার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। হয়তো সে মানসিক ভাবে বিপর্যস্ত ছিল। পরবর্তীতে মায়ের থেকে জেনেছিলাম, চিকিৎসার জন্যই তাকে খালার কাছে পাঠানো হয়েছে। আমার বাবার ব্যাপারেও কোনো কিছুই আমার মনে নেই। সবকিছুই কেমন যেন একটা ধোয়াশা।”
মন দিয়ে আবেশের কথাগুলো শুনছেন রেজিস্ট্রার। ফুলও শুনছে, যদিও সে এই সম্পর্কে জানে। আবেশের থেকেই জেনেছে। টেবিল থেকে পানির গ্লাস হাতে নিয়ে কিছুটা পানি খেয়ে নেয় আবেশ। এই ব্যপারে ভাবতে গেলেই কেমন যেন অস্থির অস্থির লাগে।
“পাঁচ মাস আগে সঙ্গে করে এক বিদেশিনীকে নিয়ে আসে আমার ভাই। গার্লফ্রেন্ড হিসেবে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আমি আগ বাড়িয়ে পরিচিত হতে গেলে আমাকে কৌশলে এড়িয়ে যায়। কোনো প্রকার কথা বলেনা। এদিকে আমি তো ভাইকে পেয়ে মহাখুশি। তার আগে পিছে ঘুরঘুর করে কথা বলতে চাইতাম কিন্তু সে সুযোগ দিতোনা। এরইমাঝে আমার মা এসে অদ্ভুত এক আদেশ জুড়ে দিল। বলল, ‘উদ্যানের সাথে কথা বলতে যাবিনা। বুঝিসই তো বিদেশ থেকে এসেছে। এসব নাটুকেপনা পছন্দ করেনা।’ মায়ের কথায় খুব ব্যথিত হয়েছিলাম সেদিন। তবুও নিজের ভাবমূর্তি অটল রাখার প্রয়াসে শক্ত গলায় বলেছিলাম, ‘হুহ! আগ বাড়িয়ে কথা বলতে আমার বয়েই গেছে। বললাম না কথা। এতোবছর যেমন কথা না বলে ছিলাম এখনও থাকতে পারবো সমস্যা নেই।’ মুখে এসব বললেও ভেতরে ভেতরে আমি চাইতাম ভাইয়ার সাথে কথা বলতে।”
আবেশের কণ্ঠে অভিমান প্রকাশ পেল। ফুল বুঝতে পারল ভাইয়ের প্রতি আবেশের মনে প্রবল অনুরাগ লুকায়িত আছে। হয়তো অভিমান, অভিযোগ আর অবহেলার নিচে চাপা পড়ে আছে অনুরাগ নামের সুপ্ত অনূভুতি গুলো। আবেশের নরম কণ্ঠস্বর হঠাৎ করে রুক্ষ কণ্ঠস্বরে পরিনত হলো। তীব্র ক্ষোভ মিশিয়ে বলল,
“আমি সব সহ্য করে নিয়েছিলাম কিন্তু হঠাৎ করেই ফুলের প্রতি তার আচরণ গুলো চোখে বাধতে লাগল। বুঝতে পারলাম ওকে সহ্য করতে পারেনা ডেভিল টা। হ্যাঁ! আমি তাকে ডেভিল উপাধিতে ভূষিত করেছিলাম। আমার মা শুধু কথা বলতেই নিষেধ করেনি ‘ভাই’ সম্মোধনেও কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ডেভিলটা ফুলকে রীতিমতো টর্চার করতো। আমি বুঝতে পারতাম না কেন সে এমন করে। আর নাতো তাকে আটকাতে পারতাম। আমার মা সবকিছু সহ্য করে নিতো। আমাকে প্রতিবাদও করতে দিতোনা। ভেবেছিলাম কিছু দিন দেশে থেকে আবার মেক্সিকোতে ফিরে যাবে মানুষ রূপে থাকা ডেভিল টা। আগের মতো প্রাণখোলা হয়ে যাবে ফুল; হাসতে ভয় পাবে না। এরইমাঝে ডেভিল ঘোষণা করলো সে বিয়ে করবে তার গার্লফ্রেন্ডকে। বিয়ে করবে ভালো কথা। রাজি হলো সবাই, বিয়ের দিন তারিখ ঠিক করা হলো একসপ্তাহ পর। সবকিছুই ঠিকঠাক চলছিলো, বিপত্তি বাধে বিয়ের দিন। গায়ে হলুদের সময় হঠাৎ করেই তার হবু বউ বেকে বসে, বাড়ি থেকে পালিয়ে যায়। ডেভিল টা তো রাত থেকেই উধাও ছিল। বিয়ের কিছুক্ষণ পূর্বে বাড়িতে এসে আবদার করে বসল, সে ফুলকে বিয়ে করবে। কি নিদারুণ আবদার ছিল তার। তারপর মাকে কি বলেছে না বলেছে জানিনা। মাও ছেলের আবদার পূরণে হম্বিতম্বি করে ফুলকে রেডি হতে বলল।”
একনিশ্বাসে বলে, দম নিল আবেশ। ফুল অবুঝ দৃষ্টিতে তাকিয়ে আছে আবেশের দিকে। ঢোক গিলে গলা ভিজিয়ে, আবারও বলতে শুরু করে আবেশ,
“যেনতেন উপায়ে সেদিন ফুলকে বিয়ে করেই নিয়েছিল ডেভিলটা। আমার মনে হয় মা আর ফুপিকে হুমকি ধমকি দিয়েছিল। যদিও অনেক চেষ্টা করেও কারণ উদঘাটন করতে পারিনি আমি। এখন অবধি বুঝে উঠতেই পারলাম না ঠিক কিসের ভয়ে মা আর ফুপি ফুলকে রাক্ষসের হাতে তুলে দিয়েছিল। এরপর শিকারির ন্যায় শিকার স্বরুপ ফুলকে নিজের গুহায় আটকে রেখেছিল ডেভিলটা।”
“মানে ওনাকে নিয়ে চলে গিয়েছিল আপনার ভাই?” প্রথমবারের মতো প্রশ্ন করলেন রেজিস্ট্রার সাহেব। এতোক্ষণ যাবত সে যেন কাহিনীর মধ্যে একেবারে ডুবে গিয়েছিলেন।
উপরনিচ মাথা নাড়ে আবেশ, “হ্যাঁ পুরো দেড়মাস ফুলকে আটকে রেখে পৈশাচিক নির্যাতন করেছে ডেভিলটা। হাস্যকর ব্যপার হলো সেই দেড়মাসের বেশিরভাগ সময়টাই ফুল হসপিটালে কাটিয়েছে।”
“হসপিটালে কেন?” সাবলীল গলায় রেজিস্ট্রার সাহেব শুধালেন,
তিক্ততা যেন মুহুর্তেই জেঁকে ধরল ফুলকে। বিষিয়ে উঠল শরীরের প্রত্যেকটা স্নায়ুকোষ। আবেশ ভুল কিছু বলেনি সেখানে কাটানো ৪৬ দিনের মধ্যে ২৪ দিনই ফুলকে হসপিটালে কাটাতে হয়েছিল।
“নির্যাতনের কারণে। ডেভিলটা ফুলকে এতোটাই নৃশংস ভাবে টর্চার করেছিল যে হসপিটালে পড়ে থাকা ছাড়া আর কোনো উপায় ছিলো না।” কথাটুকু বলে থেমে গেল আবেশ। সবকিছু শুনে শ্বাস ফেললেন রেজিস্ট্রার সাহেব। নিমজ্জিত কণ্ঠে বললেন, “আমার মনে হয়, ডেভিলটা ততোটাও খারাপ ছিলো না। অ্যাটলিস্ট, ক্ষতস্থানে মলম লাগানোর জন্য হলেও, নিজেই আবার হসপিটালে নিয়ে গিয়েছিল। কি বলেন?”
কথাটা বলে আহাম্মক বনে গেলেন রেজিস্ট্রার। বুঝতে পারলেন, এভাবে বলা ঠিক হয়নি। ফুল ও আবেশ একদৃষ্টে তাকিয়ে আছে তার দিকে; চোখে মুখে নৈশব্দ বিস্ময়। খানিকটা সময় নিয়ে উঠে দাঁড়ায় আবেশ, বুঝতে পারে এখানে বসে সময় নষ্ট করে লাভ হবেনা। এবার আইনের পথ ধরেই হাটবে সে।
“চল ফুল।”
ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ফুল উঠতেই যাবে তখনই রেজিস্ট্রার সাহেব বললেন,
“আরে চলে যাচ্ছেন কেন? বসুন, বসুন আমার কাছে উপায় আছে।”
ঘাড় বাকিয়ে পেছনে তাকাল আবেশ। মুখে কিছুই বলল না। সত্যি বলতে লাস্ট কথা শুনে, বিশ্বাস করতে পারছে না লোকটাকে।
“আইনের দিকে গিয়ে খুব একটা লাভ হবেনা। উল্টো ডেভিলটা আপনাদেরকে খুব সহজেই খুঁজে পেয়ে যাবে।”
রেজিস্ট্রার সাহেবের কথা শুনে ধপ করে পুনরায় চেয়ারে বসে পড়ে ফুল। বাধ্য হয়ে আবেশেও ফিরে আসে। বিরক্তিমাখা গলায় বলে,
“আপনার কাছে কি উপায় আছে? বলুন দেখি।”
কাগজপত্র সরিয়ে রেখে টেবিলের উপর হাত রাখলেন রেজিস্ট্রার সাহেব। অতঃপর কণ্ঠ নিচু করে বললেন,
“উপায় টা বাস্তবায়ন করা কিছুটা সময়সাপেক্ষ হবে। আপনি রাজি?”
আবেশ কিছু বলার আগেই ফুল বলল, “হ্যাঁ আমরা রাজি। শুধু দেখবেন মনস্টার’টা যেন আমাদের লোকেশন কোনোভাবেই জানতে না পারে।”
“সেই বিষয়ে আপনারা একদম নিশ্চিন্ত থাকুন। সাপও মরবে আর লাঠিও ভাঙবেনা।”
বলেই উঠে দাড়ালেন রেজিস্ট্রার সাহেব। ডেস্কের ড্রয়ার থেকে বেশ খুঁজে খুঁজে একখানা কাগজ বের করে পুনরায় চেয়ারে বসলেন,
“আপনাকে খুলার প্রস্তাব রাখতে হবে। তারপর কিছুদিন পর স্বামী ডিভোর্স দিতে রাজি নেই দেখিয়ে নির্যাতনের আলামত শো করে ডিভোর্স দেওয়ার অনুমতি পেয়ে যাবেন।”
এবার কিছুটা স্বস্তি পেল ফুল। আবেশের কিছুটা সন্দেহ থাকলেও একবার বিশ্বাস করে দেখবে।
ঘড়ির কাটায় এখন রাত সাড়ে বারোটা। থিয়েটারে বসে বসে হরর মুভি উপভোগ করছে সোলার এস্টেটের সদস্যবৃন্দ। সঙ্গে আছে পপকর্ণ, চিপস আর কোল্ড ড্রিংকস। আজ বহুদিন পর একসাথে বসে মুভি দেখার ফুরসৎ মিলেছে।
“কি মনে হয় রে এরপর কাকে মারবে আত্মাটা?” সোহমের প্রশ্নে লুহান চেপে ধরল তার হাত,
“জানিনা রে, পিচ্চি মেয়েটাকে না মারলেই হয়।”
লুহানের হাতের চাপে সোহমের হাত ছিড়ে যাবার উপক্রম।
“আরে হাতির বাচ্চা সর আমার উপর থেকে। আত্মাটা কাউকে মারার আগে; তুই আমাকে মেরে ফেলবি। সরে বস।”
“ওই চুপ থাক তোরা দুজন।” রিদমের ধমকে লুহান বলল,
“আমার হিসু পেয়েছে। একটু যাবি আমার সাথে?”
লুহানের কথায় চমকিত নয়নে তার দিকে তাকায় অনি। বিদ্রুপ মিশিয়ে বলে, “তুই হাতির বাচ্চার নামে কলঙ্ক। তুই একটা ভীতুর ডিম।”
“আমি মোটেই ভীতু নই। তোদেরকে একা রেখে যেতে ভয় পাচ্ছি। যদি আত্মা গুলো স্ক্রিন থেকে বেরিয়ে এসে তোদের ঘাড় মটকে রেখে যায় তখন? সব দোষ তো আমার ঘাড়েই পড়বে। আফটার অল আমি সবার বডিগার্ড। আত্মাদের ভয় না পেলেও মনস্টারকে আমি খুব ভয় পাই। তোদেরকে প্রোটেক্ট করতে ব্যর্থ হওয়ার অপরাধে, মনস্টার টা আমাকে কাঁচা চিবিয়ে খাবে।”
“ছিহ! তোকে কাঁচা তো দূর দুনিয়ায় বেস্ট শেফ যদি বেস্ট মশলাপাতি দিয়ে ফ্রাই করেও দেয়; তবুও খাবো না আমি।” আচমকা উদ্যানের কণ্ঠ শুনে সবাই একসাথে দরজার দিকে তাকায়। দরজার সামনে বুকের উপর হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে উদ্যান। থিয়েটার রুমে উদ্যানকে দেখে বিস্ময়ে হা হয়ে গেল সবাই। দরজা ভিড়িয়ে রেখে তাদের দিকে অগ্রসর হতে লাগল উদ্যান। একদম সামনে এসে, ধপ করে বসে পড়ল খালি একটা চেয়ারে। রিমোট টা হাতে নিয়ে মুভি চেইঞ্জ করে দিতে দিতে বলল,
“আমাকে দেখা হয়ে গেলে বলিস। একসাথে বসে মুভি দেখবো।”
বিষম খেল সোহম। চোখ ডলে আবারও তাকাল উদ্যানের দিকে তাকে এমন করতে দেখে দ্রিম করে এক চাপড় মেরে দিল মেলো। কাঁধে হাত রেখে বেকুবের মতো মেলোর দিকে তাকায় সোহম,
“তুই আমাকে মারলি কেন?”
হাত দিয়ে নিজের চোখ ডলে মেলো বলল,
“তুই আমাকে ভেঙালি কেন? আমার চোখে একটু প্রবলেম আছে মাঝে মাঝেই ঝাপসা দেখি তাই চোখ পরিষ্কার করার উদ্দেশ্যে চোখ মালিশ করি। তুই তো ঠিকঠাক দেখিস তবুও এমন করার মানে কি?”
মুখটাকে কাঁদোকাঁদো করে ফেলল সোহম, “আমার কি দোষ বল! তেহ ইদানীং আমাদের সবার চোখে এমন ভাবে ধুলো দিচ্ছে যে মাঝে মাঝে চোখে ভুলভাল দেখছি বলে মনে হয়। তুই-ই বল, এর আগে ওকে কখনও থিয়েটারে আসতে দেখেছিস?”
“আমি এখানে আসাতে তোদের প্রবলেম হলে তোরা বেরিয়ে যেতে পারিস। দরজা ওইদিকে!” উদ্যানের কথায় মুখ বন্ধ হয়ে গেল সবার। পুনরায় নিজেদের সিটে বসে পড়ল। সোহমকে টেনেটুনে লুহান নিয়ে গেল ওয়াশরুমের দিকে।
রিমোটের বাটন প্রেস করে একটা মুভির নাম টাইপ করতে লাগল উদ্যান। বাকিরা আঁড়চোখে তার দিকেই তাকিয়ে আছে। ১০ মিনিটের মধ্যেই নতুন একটা মুভি শুরু হলো থিয়েটারের স্ক্রিনে। ততক্ষণে লুহান ও সোহমও ফিরে এসেছে। প্রত্যেক সদস্য আঁটসাঁট হয়ে বসেছে। যতই হোক, উদ্যানের ইচ্ছানুযায়ী মুভি দেখতে চলেছে তারা। ব্যাপারটা মোটেও হাল্কা ভাবে নেওয়া যাবেনা। কে বলতে পারে মুভি দেখার পর উদ্যান প্রশ্ন জিজ্ঞেস করে বসল, ‘নাইকার মুখে কয়টা দাঁত ছিল। ভিলেনের চোখের রঙ কি ছিল। পরিশেষে মুভিটার শিক্ষনীয় দিকগুলো ব্যাখ্যা কর।’ সেসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হলেও পুরোটা মুভি খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে।
মুভি শুরু হওয়ার মিনিট দুয়েক হয়েছে। এরইমধ্যে অনিলা ফিসফিস করে অনির কানে কানে জিজ্ঞেস করল, “এটা কি মুভি গো?”
অনির পাশের সিটে বসে থাকা উদ্যান শীতল গলায় উত্তর দিল, “বরবাদ।”
চলবে,,,
[পরবর্তী পর্ব পেতে রেসপন্স করুন]
অবাধ্য_হৃৎস্পন্দন (২৫ || শেষাংশ)
সোফিয়া_সাফা
সময় নামের বটবৃক্ষ থেকে ঝরে গেছে চারটি মাস। ড্রইংরুমে থাকা সোফায় বসে আছে ফুল ও আবেশ। এখন সময় রাত সাড়ে ১০ টা। অন্যদিন এই সময়টাতে তারা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে থাকলেও আজকের দৃশ্যপট ব্যাতিক্রম। ফুলের হাতে খুব যত্নসহকারে মেহেন্দি দিয়ে দিচ্ছে আবেশ। ওর সম্পূর্ণ মনযোগ মেহেন্দির ডিজাইন ফুটিয়ে তোলায় নিবদ্ধ। গত দু ঘন্টা যাবত একভাবে বসে থেকে কোমড় ধরে গেছে ফুলের।
“আর কতোক্ষণ আবেশ ভাই? ঘুম পাচ্ছে আমার।” ফুলের ঘুম জরানো কণ্ঠ শুনে হাল্কা হাসে আবেশ,
“ঘুমিয়ে পড়। আমি কি বারণ করেছি?”
“কিভাবে ঘুমাবো? তুমি তো আমার হাতই ছাড়ছো না।”
হাতের উপর থেকে চোখ সরিয়ে ফুলের দিকে তাকায় আবেশ,
“কাল আমাদের বিয়ে ফুল। আজ মেহেন্দি না দিলে আর কখন দেবো?”
কথাটা যেন ফুলের কর্ণগুহরে তীব্র আলোড়ন তুললো। আচমকা এমন অনুভূতি হওয়ার কারণ খুঁজে পেলো না ফুল। আশ্চর্য! এমন তো নয় যে কথাটা সে এই প্রথম শুনেছে বা আবেশ ঠাট্টা করেছে তেমন টাও নয়। আজ থেকে তিনমাস আগেই উদ্যানকে ডিভোর্স দিয়ে দিয়েছে ফুল। হ্যাঁ, ডিভোর্স দিয়ে দিয়েছে। কতো কাঠখড় পুড়িয়ে উদ্যানকে নিখোঁজ দেখিয়ে, নির্যাতনের আলামত শো করে একপাক্ষিক ডিভোর্স দেওয়ার অনুমতি পেয়েছিল ফুল সেই প্রসঙ্গে না যাওয়াই ভালো। ডিভোর্স দেওয়ার পরপরই আবেশ বিয়ে করতে চেয়েছিল ফুলকে কিন্তু রেজিস্ট্রার সাহেব বলেছিলেন,
“ডিভোর্স এক দিনে কার্যকর হয়না। আজ থেকে তিনমাস পর্যন্ত ফুলের ইদ্দত চলবে। সঠিকভাবে ইদ্দত পালন করে তবেই সে অন্য কাউকে বিয়ে করতে পারবে।”
রেজিস্ট্রারের কথা মোতাবেক একদম গুনে গুনে তিনমাস অপেক্ষা করেছে আবেশ। রাত ১২ টা বাজার সঙ্গে সঙ্গে ফুল মুক্ত হয়ে যাবে উদ্যানের থেকে। তারপরই আবেশ বিয়ে করে নেবে ফুলকে। ইতোমধ্যে বিয়ের সব ব্যবস্থাও করে রেখেছে আবেশ।
“কি ভাবছিস ফুল?” আবেশের প্রশ্নে ফুলের ভাবনায় ছেদ পড়ল। সরল হেসে বলল,
“কেন যে আমার মতো অভাগীকে এতো ভালোবাসতে গেলে সেটাই ভাবছি।”
আবেশের হাত থেমে গেল, “ভালোবাসতে কারণ লাগেনা ফুল। ভালোবাসা এমন এক অদৃশ্য অনূভুতি যা স্বয়ংক্রিয়ভাবে জন্ম নেয়। কার প্রতি সেই অনূভুতি জন্ম নেবে সেটা মন কর্তৃক নির্ধারণ হয়। আর সর্বোপরি, তুই অভাগী নোস। আমার বুনোফুল অভাগী নয়। অভাগী বা অভাগা তো তারা যারা আমার বুনোফুলকে পেয়েও হারিয়েছে, সঠিকভাবে ট্রিট করতে পারেনি।”
লাজুক হাসি ফুটে উঠল ফুলের অধরে। তাকে লজ্জা পেতে দেখে আবেশ সশব্দে হেসে ওঠে,
“বোকার মতো লজ্জা পাচ্ছিস কেন? সত্য কথা শুনে লজ্জা পায় কে?”
“ধ্যাৎ চুপ থাকো আবেশ ভাই। নইলে আমি চলে যাবো।”
আবেশের হাসি থেমে গেল। জোরালো গলায় আওড়াল, “চলে যাবি মানে, কোথায় যাবি?”
আরও কিছুটা মিইয়ে যায় ফুল। মাথা নিচু রেখেই অস্ফুটস্বরে বলে, “কোথায় যাবো আবার, নিজের রুমে চলে যাবো।”
স্বস্তির শ্বাস ফেলল আবেশ, “ওহ তাই বল।”
আবেশ আবারও নিজের কাজে মনোযোগী হলো। কেঁটে গেল বেশ অনেকক্ষণ। বসে থাকতে থাকতে সোফায় পিঠ ঠেকিয়ে ঘুমিয়ে গেছে ফুল।
“দেওয়া শেষ, দেখ তো কেমন হয়েছে।” মেহেন্দি দেওয়া শেষ করে ফুলের উদ্দেশ্যে বলল আবেশ। কিন্তু তাকিয়ে দেখল ফুল ঘুমিয়ে গেছে। মুহুর্তেই থমকে গেল আবেশ, একসাথে থাকার পর এভাবে ঘুমন্ত ফুলকে দেখার সৌভাগ্য হয়নি তার। সর্বদা ওড়না দ্বারা মাথা ঢেকে রাখে ফুল, আজও মাথায় ওড়না আছে। তবে কিছুসংখ্যক অবাধ্য চুল ফুলের ঘুম ভাঙানোর চেষ্টায় জ্বালাতন করছে। ভাবনাটা অযৌক্তিক হলেও আবেশের তাই মনে হচ্ছে। নয়তো কেন চুলগুলো ফুলের ঘুমে বিঘ্ন ঘটাতে উঠেপড়ে লেগেছে? ঘুমে আছন্ন ফুলের সৌন্দর্য কোনো রূপকথার জগতের কাল্পনিক পরীর সাথে তুলনা করা যায়। এতোটাই সুন্দর ফুল! ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলল আবেশ। দৃষ্টি সরিয়ে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হলো। বেপরোয়া চোখজোড়া যেন চুপিচুপি ফুলের সৌন্দর্য অবলোকনের সুযোগ হাতছাড়া করতে প্রস্তুত নয়। কয়েকটা চুল ফ্যানের বাতাসে ফুলের ঠোঁট স্পর্শ করছে বারবার। বিরক্তিতে চোখমুখ কুচকে যাচ্ছে ফুলের।
আবেশের মস্তিষ্ক খালি হয়ে গেল মুহুর্তেই। হাল্কা ঝুকে গেল ফুলের দিকে। তর্জনী আঙুল প্রয়োগ করে সরিয়ে দিল চুলগুলো। সাথে সাথেই ফুলের কপালের টানটান ভাবটা কেঁটে যায়। আবেশ স্থান, কাল, সময় ভুলতেই বসেছে। তাদের মাঝেকার দুরত্ব বিপদসীমায় নেমে এসেছে। ফুলের শ্বাস প্রশ্বাসও যেন অনুভব করতে পারছে আবেশ। হঠাৎ করেই কলিংবেল বেজে ওঠে, হুশ ফেরে আবেশের, তড়িৎ গতিতে ফুলের থেকে দূরে সরে যায়। ঘুম ভেঙে যায় ফুলেরও। একাধারে বেজেই চলেছে কলিংবেল। জোরে জোরে শ্বাস নিচ্ছে আবেশ, তাকে এতোটা অস্থির দেখে ফুলের চোখ থেকে নিমিষেই ঘুম উবে যায়।
“কি হয়েছে আবেশ ভাই? কে এসেছে? এভাবে কলিংবেল বাজাচ্ছে কে?”
চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করে নিল আবেশ। ডানে বামে মাথা নেড়ে বলল,
“জানিনা কে এসেছে। দাঁড়া আমি গিয়ে দেখছি।”
শার্টের হাতা ঠিকঠাক করতে করতে আবেশ এগিয়ে যায় দরজার দিকে। এতো রাতে কে আসতে পারে? অদ্ভুত! তারউপর এতোবার কলিংবেল বাজাচ্ছে। মাথার ওড়না ঠিক করার জন্য হাত ওঠাতেই হাতের মেহেন্দিতে চোখ যায় ফুলের। শখের বসেই ফুলের হাতে মেহেন্দি দেওয়ার ইচ্ছা পোষণ করেছিল আবেশ। যতটা সম্ভব ভালোভাবে দেওয়ার চেষ্টা করেছে; খারাপ হয়নি। পুরো ডিজাইনে চোখ বুলিয়ে ফুলের দৃষ্টি আটকে যায় ‘আবেশ’ লেখা স্থানে। খুব সুক্ষ্ম ভাবে ডিজাইনের মধ্যে আবেশ নিজের নাম লিখে দিয়েছে। লেখাটা দেখে গলা শুকিয়ে যায় ফুলের। মনে পড়ে যায় মেলোর মেহেন্দির রাতের কথা। ঘটনা চক্রে মেলোর হাতের ছাপ পড়ে গিয়েছিল ওর হাতে। সেই নাম মোছার কতো চেষ্টাই না করেছিল সেদিন; কিন্তু সফল হয়নি। আকাশের বুকে থাকা চাঁদের ন্যায়, অজস্র কলঙ্ক নিয়েও ‘তেহ’ লেখাটা জ্বলজ্বল করেছিল তার হাতে।
দরজা খুলে অপরপাশে থাকা লোকটাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলো না আবেশ। লোকটাকে দেখা মাত্রই যেন তার দুনিয়া উল্টো দিকে ঘুরে গেল। লক্ষ্য থেকে দু কদম দূরে থাকা আবেশ যেন আবারও সেই স্থানে পৌঁছে গেল যেই স্থান থেকে সে যাত্রা শুরু করেছিল। আবেশকে একভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ফুলের টনক নড়ল। কে এসেছে দেখার জন্য দরজার দিকে উঁকি দিতেই শিহরণ বয়ে যায় ফুলের শরীরে। এ কাকে দেখছে সে? কে এই লোক? দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে ফেলেছে ফুল। ভারসাম্য হারিয়ে ফ্লোরে বসে পড়ল। অস্ফুটস্বরে উচ্চারণ করল,
“তেহজিব উদ্যান খানজাদা!”
আবেশ পিছিয়ে যেতে লাগল। যে করেই হোক ফুলকে নিয়ে পালাতে হবে।
“লং টাইম নো সি, ডিডন্থ থিংক আই উড মিস ইউ দিস মাচ্। গুড টু সি ইউ এগেইন, ওয়াইফি।”
কথাটা বলেই রুমে ঢুকে গেল উদ্যান। তার পেছনে দাঁড়িয়ে ছিল— সোহম, অনি, লুহান, মেলো আর রিদম। এতোক্ষণ যাবত স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলেও উদ্যানের মুখ নিঃসৃত ‘ওয়াইফি’ সম্মোধনে স্ট্যাচু হয়ে গেছে। প্যান্টের পকেটে হাত গুজে ফুলের সামনে গিয়ে দাঁড়ায় উদ্যান। ফ্লোরে লুটিয়ে থাকা উদ্যানের ছায়ার দিকে তাকিয়ে থরথর করে কাঁপছে ফুল। উদ্যান এবার ঘাড় বাকিয়ে দরজার দিকে তাকাল,
“কাম ক্লোসার, গাইজ। ইউ শুড মিট হার… মাই ওয়াইফ।”
রিদম এবার উদ্যানের পাশে এসে দাঁড়ায়। প্রশ্নবিদ্ধ চোখে জিজ্ঞেস করে,
“আর ইউ ড্রাংক অর হোয়াট?”
উদ্যান এবার হাঁটু গেড়ে বসে পড়ল ফুলের সামনে। তাকে ফুলের কাছে যেতে দেখে আবেশ ছুটে আসতে নেয় কিন্তু তার আগেই উদ্যান হাত দিয়ে ইশারা করে। সঙ্গে সঙ্গেই লুহান আর সোহম এসে আবেশকে টেনে ধরে।
“ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। কারা আপনারা?” যদিও আবেশ ধারণা পেয়ে গেছে তাদের সম্পর্কে। কারণ ফুলের মুখ থেকে এখানে উপস্থিত সবার সম্মন্ধে কাল্পনিক ধারণা পেয়েছিল আবেশ।
ফুলের মাথা নিচু, মাটিতে হাঁটু গেড়ে, পা গুটিয়ে এমনভাবে বসে আছে, যেন কোনো অদৃশ্য শক্তির সামনে বিনত। গাল বেয়ে টপটপ করে অশ্রুজল গড়িয়ে পড়ছে কোলের উপর। ফুলের দিকে দৃষ্টি স্থির রেখে উদ্যান শীতল গলায় বলল,
“আমি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে ওকে নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দিচ্ছি। বাই দ্য ওয়ে, অ্যাকচুয়ালি শি হ্যাজ বিন মাই ওয়াইফ ফর আ লং টাইম।”
অনি রুমের ভেতর ঢুকে গেলেও মেলো স্থিরচিত্তে বাইরেই দাঁড়িয়ে রইল। অনি কিছু বলতে যাবে তার আগেই ফুল চিল্লিয়ে উঠল,
“আমি তিন মাস আগেই আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। আমার উপর আপনার আর কোনো অধিকার নেই। চলে যান আপনি।”
কথাটা শুনে নৈশব্দে হাসল উদ্যান। এই কয়েকমাসে তার হাসিতে আরও পরিপক্বতা এসেছে। ভাগ্যিস ফুল সেই হাসি দেখেনি, অবশ্য এক নজর দেখেই ফুল নিজের দৃষ্টিতে সীমারেখা আরোপ করেছে। তবে সেই সীমারেখা কয়েক সেকেন্ডেই ভেঙে ফেলল উদ্যান। আচমকাই ফুলের ঘাড় চেপে ধরে ফুলকে নিজের মুখ বরাবর নিয়ে আসে উদ্যান। ফুল এদিক সেদিক তাকিয়ে বাচার চেষ্টা করেও পার পায়না। অন্যহাতে ফুলের থুতনি উঁচু করে ওকে নিজের দিকে তাকাতে বাধ্য করে উদ্যান। সামনে থাকা পুরুষটির দিকে তাকাতেই নিঃশ্বাস নিতে ভুলে যায় ফুল। থেমে যায় সময়, চারপাশ জুড়ে নেমে আসে স্তব্ধতা। উদ্যানকে অন্যরকম লাগছে। তার চোখে চোখ পড়তেই ফুলের দৃষ্টি থমকে গেল। মাথার চুল ছোটো করে ফেলেছে উদ্যান, চুলগুলো আর চোখ ঢেকে রাখেনি। ধূসর বাদামী রঙা চোখজোড়া যেন রাতের তারকারাজির সমারোহ সাজিয়েছে। উজ্জ্বল শ্যামবর্ণের গালজোড়ায় খোঁচা খোঁচা দাঁড়ি শোভা পাচ্ছে। ফুলের ডাগর ডাগর আঁখিদ্বয়ে বিস্ময় দেখে ঠোঁট বাকায় উদ্যান।
“পেটাল।”
মৃদু গলায় ডেকে ওঠে উদ্যান। কিন্তু ফুলের মাঝে ভাবান্তর ঘটেনা। উদ্যানের ঠোঁটের কোণে ফুটে ওঠে হাসির রেখা। পলক ফেলার ক্ষমতা বহু আগেই হারিয়ে ফেলেছে ফুল এখন শুধু প্রাণপাখি খাঁচা ত্যাগ করা বাকি!
“নিঃশ্বাস নেও ম*রে যাবা তো।” বলেই ফুলের মুখের উপর ফুঁ দেয় উদ্যান। সঙ্গে সঙ্গেই ফুলের চোখ বুজে যায়।
এতোক্ষণ যাবত আবেশের মুখ চেপে ধরে রেখেছিল সোহম। উদ্যানের কর্মকাণ্ডে সে কিছুটা অন্যমনস্ক হয়ে পড়তেই আবেশ ধাক্কা দিয়ে সরিয়ে দেয় লুহান আর সোহমকে। আকস্মিক ঘটনায় ভড়কে গেল লুহান ও সোহম। এই প্রথম তাদের কেউ এভাবে ধাক্কা দেওয়ার সুযোগ পেয়েছে। ছাড়া পেয়ে আবেশ চলে আসে ফুলের কাছে। উদ্যানের কাছ থেকে এক ঝটকায় টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে,
“একদম ফুলকে স্পর্শ করবেন না। চলে যান আপনারা।”
আবেশের চিৎকারে হুশ ফেরে ফুলের। আবেশ তাকে নিজের পেছনে নিয়ে অনেক দূরে সরে দাঁড়ায়। ফুলও চোখ বন্ধ করে যতটা সম্ভব আবেশের পিঠের সাথে সিটিয়ে দাঁড়ায়।
তাদেরকে এরকম করতে দেখে উদ্যান কিছুক্ষণ নিশ্চুপ রইল তারপর হঠাৎ সোজা হয়ে দাঁড়িয়ে লুহানের উদ্দেশ্যে বলল,
“লোবো, গেট দ্য রড।”
লুহান মাথা নেড়ে চলে গেল। এদিকে উদ্যানের উক্ত বাক্যটি শুনে ফুলের বুকের ভেতর মুচড়ে উঠল। বুঝতে পারল খুব খারাপ কিছু হতে চলেছে। এবার আবেশের পেছন থেকে সামনে আসে ফুল। নিঃশ্বাস আটকে আসছে ফুলের। প্রতিটি শ্বাসে বুকের ভেতর থেকে হাপরের মতো শব্দ বের হচ্ছে। তাকে শান্ত করার প্রয়াসে জড়িয়ে ধরে আবেশ,
“তুই ভয় পাচ্ছিস কেন জান? আমি থাকতে কেউ তোকে নিয়ে যেতে পারবে না।”
সেই চিরচেনা লাঠিটা উদ্যানের দিকে এগিয়ে দেয় লুহান। লাঠিটা হাতে নিয়ে শার্টের হাতা গোটাতে গোটাতে ফুল ও আবেশের দিকে অগ্রসর হতে লাগল উদ্যান। বিক্ষুব্ধ গলায় বলল,
“ওর অস্তিত্বটাই যেখানে আমার উপর টিকে আছে সেখানে কেউ কি করে ওকে বেধে রাখবে?”
ফুলকে নিজের পেছনে লুকিয়ে ফেলতে চায় আবেশ কিন্তু ফুল উল্টো আবেশের সামনে এসে দাঁড়ায়। ভয়ার্ত গলায় বলে,
“আমি চলে যাবো আপনার সাথে। আবেশ ভাইকে কিচ্ছু বলবেন না।”
উদ্যান দাঁড়িয়ে গেল। রাশভারী গলায় বলল, “ও যা করেছে তার শাস্তি পেতেই হবে ওকে, এম।”
উদ্যানের ডাকে মেলো হুড়মুড়িয়ে রুমে ঢোকে। চোখমুখ লাল হয়ে গেছে মেলোর, দেখেই বোঝা যাচ্ছে সঠিক কন্ডিশনে নেই সে।
“এম, ওকে সামনে থেকে সরা। ও যেন আমার কাজে বাধা সৃষ্টি করতে না পারে।”
মাথা নেড়ে ফুলের দিকে এগিয়ে গেল মেলো। ফুল মাথা নেড়ে না না বললেও মেলোর মধ্যে ভাবাবেগ পরিলক্ষিত হলোনা। ফুলকে টেনেটুনে আবেশের থেকে ছাড়িয়ে দূরে নিয়ে যায় মেলো। এবার উদ্যান ঘাড় কাঁত করে আবেশের সামনে গিয়ে দাঁড়াল। কোনো কথা না বলে হাতে থাকা লাঠিটা দিয়ে আবেশকে আঘাত করতে শুরু করলো। লাঠির গতি এতোটাই দ্রুত ছিল যে আবেশ বুঝে ওঠার আগেই ৫-৭ টা বাড়ি দিয়ে ফেলেছে উদ্যান। এরইমাঝে আবেশ খপ করে লাঠিটা ধরে ফেলল। তাকে ডিফেন্স করতে দেখে হেসে উঠল উদ্যান,
“খুব ভালো, ডিফেন্স কারীদের পানিশট করতে লাইক করি আমি।”
আবেশের মুখ থমথম করছে, “আপনার লজ্জা করেনা অমানুষের মতো আচরণ করতে? কেন করছেন এমন?”
“আমার কেমন করা উচিৎ বল তো। তুই আমার ওয়াইফির ঘুমানোর সুযোগ নিচ্ছিলি। আমি ঠিক সময়ে না এলে তুইও নিজের জঘন্য রূপটা দেখিয়েই দিতি আজকে।”
চমকে গেল আবেশ, সে কি করতে যাচ্ছিলো সেই সম্পর্কে উদ্যান জানল কিভাবে? তার ভাবনার মাঝেই উদ্যান চোখ দিয়ে ইশারা করল। সাথে সাথেই লুহান আর সোহম এসে আবেশকে চেপে ধরে ফ্লোরে বসিয়ে দিয়ে হাত-পা, মুখ বেঁধে দিল। তারপর সরে দাঁড়াল। অদূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে গগনবিদারী চিৎকার দিয়ে উঠল ফুল,
“আবেশ ভাইকে ছেড়ে দিন। ওকে মারবেন না। ও কিচ্ছু করেনি, সব দোষ আমার! আমিই ওকে কল দিয়েছিলাম। ওকে নিয়ে পালিয়ে এসেছিলাম। ওকে ছেড়ে দিন।”
শরীরের সব শক্তি খাটিয়ে মেলোর হাত থেকে ছোটার চেষ্টা করে ফুল। কিন্তু পারেনা, একপর্যায়ে দিকবিদিকশুন্য হয়ে মেলোর হাতে কামড় দিয়ে বসে। ঘটনাচক্রে মেলোর হাত আলগা হতেই ফুল দৌড়ে চলে যায় আবেশের কাছে। সবেমাত্র কয়েকটা আঘাত করেছে উদ্যান। লাঠির সামনে গিয়ে ফুল দাঁড়ানোর সাথে সাথেই থেমে যায় সে।
“আবেশ ভাইকে মারছেন কেন? কি করেছে সে? নিজের ভাইকে এমন অমানুষের মতো মারতেও হাত কাঁপছে না?”
ফুলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল উদ্যান। গর্জে উঠে বলল,
“ও ভাই নয় আমার। ওর মা আমার বাপের দ্বিতীয় বউ। আর ও হলো গিয়ে ওর মায়ের আগের ঘরের সন্তান। ও যদি আমার আপন ভাই হতো তাহলে ও কখনোই ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়ে আসতে পারতো না। আর আমাকেও অমানুষের মতো ওকে মারতে হতো না।”
কথাটা শুনে আবেশের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। এতোগুলো মার খেয়েও সে ততোটা কষ্ট পায়নি যতটা কষ্ট উদ্যানের কথা শুনে পেয়েছে। উদ্যানের ধাক্কায় মেঝেতে ঠাই হয়েছিল ফুলের, তার উপর এতোবড় সত্যি শুনে বড়সড় ধাক্কা খেয়েছে। আদতেই কি উদ্যান আর আবেশের মাঝে কোনোপ্রকার সম্পর্ক নেই? লাঠির আঘাতের নিষ্ঠুর শব্দে ফুলের হুশ ফেরে। সব ভাবনা চিন্তা সাইডে রেখে ছুটে যেতে নেয় আবেশের দিকে পথিমধ্যেই মেলোর দ্বারা বাধাপ্রাপ্ত হয়। মেলোর হাতে আবারও কামড় দেয় ফুল কিন্তু খুব একটা লাভ হয়না। মেলো শূন্য চোখে তাকিয়ে থাকে তার দিকে। ফুপিয়ে কেঁদে ওঠে ফুল,
“ছেড়ে দিন, একটু দয়া করুন। এতোটা নির্দয় হবেন না।”
অনেকক্ষণ প্রাণপণ চেষ্টা করার পর অবশেষে মেলোর থেকে ছাড়া পায় ফুল। হয়তো মেলো ইচ্ছাকৃত ভাবেই একটু ছাড় দিয়েছিল ফুলকে। আবারও লাঠির সামনে এসে দাঁড়ায় ফুল। থেমে যায় উদ্যান, শান্ত চোখে তাকায় ফুলের দিকে। ততক্ষণে আবেশের অবস্থা শোচনীয়। শ’খানেক লাঠির বাড়ি খাওয়া হয়ে গেছে। শরীরের বিভিন্ন স্থান ফেটে র*ক্ত ঝরছে। হলুদাভ বর্ণের শার্ট রক্তিম বর্ণ ধারণ করেছে।
“আমি আজীবন আপনার গোলাম হয়ে থাকবো। আর একটাও আঘাত করবেন না আবেশ ভাইকে।”
কথাটা শুনে রাগে অগ্নিমূর্তি রূপ ধারণ করে উদ্যান। আবেশের জন্য ফুলের এই কান্না, আর্তনাদ, আকুতি মিনতি গুলো উদ্যানের উপর বিরূপ প্রভাব ফেলছে। খেই হারিয়ে ফুলের চুলের মুঠি চেপে ধরল উদ্যান,
“আর একটা কথা বললে আমি আবারও ভুলে যাবো যে তুমি আমার ওয়াইফ।”
তীব্র ঘৃণা নিয়ে উদ্যানের দিকে তাকায় ফুল, “ভুলে যান আপনি। আমি বউয়ের স্বীকৃতি চাইনি। আবেশ ভাইকে ছেড়ে দিন।”
ক্ষোভে ফেটে পড়ল উদ্যান। ধাক্কা মেরে আবারও ফেলে দিল ফুলকে। তারপর আবারও আবেশকে প্রহার করতে শুরু করলো। এইপর্যায়ে এসে জ্ঞান হারিয়ে ফেলে আবেশ। অবচেতন শরীরটা ঢলে পড়ে ফ্লোরে। তবুও থামেনা উদ্যান। ফুলের চুল বাধনহারা হয়ে এলোমেলো হয়ে গেছে। গায়ের ওড়নারও হদিস নেই। পরপর কয়েকবার ফ্লোরের সাথে ধাক্কা খেয়ে নাক ফেটে রক্ত বের হচ্ছে। ফুল এবার উঠে এসে উদ্যানের পায়ে লুটিয়ে পড়ে।
“আল্লাহর দোহাই লাগে, আমার আবেশ ভাইকে ছেড়ে দিন। মরে যাবে, আপনার যত ইচ্ছা আমাকে মারুন। মেরে ফেলুন আমাকে।”
ফুলের চিৎকারে উপস্থিত সবাই বিস্মিত হলো। মেয়েটা পাগলের মতো করছে। আর উদ্যানও, এই কয়েকমাস উদ্যান যেরকম শান্তশিষ্ট ছিল তারা তো ভেবেই নিয়েছিল উদ্যান মনস্টার থেকে মানুষ হয়ে গেছে। ফুলের শরীরে আর কুলাচ্ছে না। সে এবার হামাগুড়ি দিয়ে আবেশের উপর শুয়ে পড়ল। ফলস্বরূপ কয়েকটা বাড়ি তার শরীরেও পড়ল। যতক্ষণে উদ্যান শান্ত হলো ততক্ষণে আবেশের উপর ফুলও জ্ঞান হারিয়ে ফেলেছে।
এতো চিৎকার চেচামেচির পর অবশেষে চারদিকে নিস্তব্ধতা নেমে আসলো। অবস্থানরত পুরো বিল্ডিং ঘিরে রেখেছে উদ্যানের দলবল। একপ্রকার জিম্মি করে রেখেছে বিল্ডিংয়ের মানুষদেরও। যার দরুন ফুলের আহাজারি শুনেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি।
চলবে,,,
[পরবর্তী পর্ব পেতে রেসপন্স করুন]
Share On:
TAGS: অবাধ্য হৃৎস্পন্দন, সোফিয়া সাফা
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ২৮
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ৩০
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ৩২
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ১৫
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ২২
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ৩৩
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ১৪
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ৭
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ৪
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ১১