সুখময়_যন্ত্রনা_তুমি
neela_rahman
পর্ব_৫৭
ঠিকই কাঙ্খিত সময়ে ফোন চলে এলো নূরের।
সাদাফ তড়িঘড়ি করে ফোন রিসিভ করল ।হ্যালো বলতেই ওপাস থেকে নূরের নীরবতা ।নূর চুপচাপ ।কোন কথা নেই।
নুর বিছানায় উপুর হয়ে শুয়ে মোবাইলটি কানে নিয়ে এক হাত দিয়ে বালিশে হাত বোলাচ্ছে আর চুপচাপ সাদাফের কথা শুনছে।
সাদাফ বিছানায় গা এলিয়ে দিল ।শুয়ে একটি হাত মাথা নিচে দিয়ে মোবাইলটি কানে ধরে বলল ,”এভাবে চুপ থাকবি? কিছু তো বল।”
নূর প্রথম কথাটি বলল,” কবে আসবেন ?”
সাদাফ মুচকি হাসলো ।তারপর বলল ,”তোর বাপ চাচাকে জিজ্ঞেস কর।”
নুর বলল ,”ইস সব সময় এমন কথা বলেন কেন শুনি ?আমার বাপ চাচা বুঝি আপনার কিছু হয় না ?আপনার ও তো বাপ চাচা হয় ।”
সাদাফ হেসে বলল ,”না তোর বাপ চাচা আমার বাপ চাচা হয় না ।তোর বাপ আমার শ্বশুর আর তোর বড় বাবা আমার তালই হয়।
না হলে কি আর নিজের আপন ছেলেকে এতদূরে পাঠিয়ে দেয় ? তার তো জানা উচিত ছিল ছেলেটি নূরের অভাবে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে।”
কথাটি শুনে নূর লজ্জায় যেন শেষ হয়ে গেল
সাথে সাথে বিছানায় মুখ গুঁজে দিল ।বালিশটি হাতের পাঁচ আঙ্গুল দিয়ে খা*মচে ধরলো। নীলা রহমান
নূর তুই কি লজ্জা পেয়েছিস? জানতে চাইলো সাদাফ ।
নুর কোন কথা বলছে না ।ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে ।সাদাফ যেন নূরের প্রতিটি নিঃশ্বাস অনুভব করছে।
একটু থেমে সাদাফ আবার জিজ্ঞেস করল ,”Nur You are my own personal brand of heroine .only I can comsume you.এটা অর্থ কি তুই বুঝতে পেরেছিস নাকি এখন তোকে আমি বুঝিয়ে বলব?”
কি বলবে নুর ?নুর বুঝতে পারছে না ।যদি বলে বুঝতে পেরেছি তাহলে সাদাফ ভাই বলবে ,”আই উইল কনজিউম ইউ।”যদি বলে বুঝতে পারিনি তাহলে বলবে ,”ইউ উইল কনজিউম নি।”নুর কিভাবে বলবে একটু একটু বুঝতে পেরেছে সাদাফ ভাই কি বুঝাতে চেয়েছে।
সাদাফ কিছুক্ষণ থেমে আবার বললো ,”নুর মাত্র ১৯ দিন বাকি। বিশ তম দিনে আই উইল কনজিউম ইউ। সেদিন তুই রয়েল অফ হোয়াইট কালারের একটা পাতলা শাড়ি পরবি। কোন সোনার জুয়েলারী পড়বি না ।পড়বি গলায় একটা বেলী ফুলের মালা খোপায় কাঠগোলাপ। সেদিন তোর সারা শরীর থেকে আমি শুধু ফুলে ঘ্রাণ নিব।
অতিরিক্ত কোনো সাজ সাজবি না। আর্টিফিশিয়াল কোন কিছুই পড়বি না ।ঠোটে কোন লিপস্টিক লা*গাবি না ।আমি তোর ওই ফুলের মত ঠোঁটের মধু সুধা পান করবো। এই ১৯ দিন আমি তোর কা*মনার দহনে যেমন পু*ড়ে ছাই হচ্ছি ২০ তম দিনে আমার কা*মনার আ*গুনে তুই দ*গ্ধ হবি। আমার আ*গ্রাসী ভালোবাসা চিহ্ন তুই নিজের শরীরে বহন করবি। নীলা রহমান লেখিকা
নুর স্তব্ধ হয়ে যাচ্ছে সাদাফের কথা শুনে ।আর যেন নিজেকে সামলাতে পারছে না নুর।চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে।
ফজলুর রহমান শুয়ে শুয়ে ভাবছে অফিসের কথা । অফিসে কি হয়েছে এখনো সামিহা বেগমের সাথে এ নিয়ে কথা বলেনি ফজলুর রহমান ।নিজে নিজেই ভাবছে বিকালের কথা।
অফিসে যখন চাবিটি নিয়ে সাদাফের টেবিলে ড্রয়ারটি খুলেছিল স্তম্ভিত হয়ে গিয়েছিল ফজলুর রহমান ।কাঁপা কাঁপা হাতে একটি বক্স তুলে নিলেন ।যার উপরে নাম লেখা ,”আমার নূর।”
বক্সটি দেখেই হার্ট বিট বেড়ে গিয়েছিল ফজলুর রহমানের ।তারপর ধীরে ধীরে বক্সটি খুলল ।বক্সের ভিতরে এমনকি আছে নুরের যা যত্ন করে রাখা নেই ।সেই ছোট্টবেলা থেকে এখন পর্যন্ত প্রতিটি ধাপে ধাপে নূরের বড় হওয়ার প্রত্যেকটি স্মৃতি যেন সযত্নে রেখে দিয়েছে।
ছোট্ট একটি চুরি যা দেখে মনে পড়ল নূরের হাতে প্রথম এই রেশমি লাল চুড়িটি কিনে দিয়েছিল সাদাফ।যার থেকে একটি চুরি বক্সে রাখা আছে চুরিটি ভেঙে নূরের হাত কে*টে গিয়েছিল। সেই ছোট্টবেলায় যেন ফিরে গেল ফজলুর রহমান ।মনে পড়ল কি না কান্না করেছিল নুর ।চুরি ভে*ঙ্গে হাতে লেগে গিয়েছিল সেই চুরিটি বক্সের ভিতরে রেখে দিয়েছে সাদাফ।
তারপর হাতে তুলে নিল একটি ক্লিপ ।মেলায় নিয়ে গিয়েছিল সাদাফ একে।সেখানে প্রথম একজোড়া ক্লিপ কিনে দিয়েছিল তার থেকে একটি ক্লিপ এখানে রাখা।একটি নূর হারিয়ে ফেলেছিল।
একটু ঠোঁট বেঁকে হাসলেন ফজলুর রহমান ।যাই দেখছে সবই সাদাফের দেওয়া আসলে ছোটবেলা নূরকে কিছু কিনে দিবে সেই সুযোগ কখনো তারা পায়নি সবকিছু সাদাফ নিয়ে আসতো ওর জন্য।
আছে নূরের জন্য কেনা ছোট্ট একটি আলতা ।পায়ে নূপুর ও আলতা পরে টুকটুক করে পুরো বাড়ি ঘুরে বেড়াতো নূর।
কতশত ছবি কত শত স্মৃতি যা দেখে ভীষণ মনে পড়ছে সেই ছোটবেলার কথা ।নূরের ছোট্টবেলার কথাগুলো যেন চোখের সামনে ভাসতে লাগলো ফজলুর রহমানের ।এক মুহূর্তেই যেন প্রত্যেকটি স্মৃতি মনে পড়ে গেল।
নূরের একটি ছবি নূর যখন ১০ বছরে ছিল হ্যাঁ তখনই তো সাদাফ বিদেশে গিয়েছিল পড়াশোনা করতে ।শাড়ি পরা লাল টুকটুকে শাড়ি পরা একটি ছবি।
যেখানেই সাথে আছে সাদাফ ।সাদাফ তখন আর কত বছর হবে ২০ বছর ।২০ বছরের প্রাপ্তবয়স্ক একটা ছেলের সাদা পাঞ্জাবি পরা ছিল ।নূর ছিল সাদাফের সাথে বসা লাল টুকটুকে শাড়ি পরা।
ভীষণ মায়াবী লাগছে নূরকে ।পুরো যেন বউ এর মত লাগছে ।মনে হচ্ছে সদ্যই যেন দুজনের বিয়ে পড়ানো হয়েছে এমন ভাবে বসে আছে দুজন স্বামী স্ত্রীর মত।
চলবে………..,,
বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ নেই তাই আমার গল্প দিতে দেরি হল প্লাস বেশি বড় করে লিখতে পারলাম না ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্ট
Share On:
TAGS: নীলা রহমান, সুখময় যন্ত্রণা তুমি
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ৬৭
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ৫০
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ৫৫
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ৫৮
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ৬৬
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ৬৯
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ৭২
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ৬১
-
সুখময় যন্ত্রনা তুমি পর্ব ৪৫
-
সুখময় যন্ত্রনা তুমি পর্ব ৪৬