Golpo romantic golpo নিষিদ্ধ চাহনা

নিষিদ্ধ চাহনা পর্ব ৮


নিষিদ্ধ_চাহনা

পর্ব_০৮

লেখিকাসারাচৌধুরী

🚫অনুমতি বাদে কপি করা সম্পুর্ন নিষিদ্ধ🚫

সন্ধ্যার সূর্য ডুবি ডুবি অবস্থা।। পিহু ঘুম থেকে উঠে কিচেনে গিয়ে খাবার খুজে।।না পেয়ে ফ্রীজ থেকে মাংস বের করে আর একটা বয়াম এ চাল পেয়ে ভাত আর মাংশ রান্না করে টেবিল এ রাখে।।পিহুর মাথা এখোনো অসম্ভব ভার।।টেবিল এ বসে ভাত আর গোশ দিয়ে মেখে খেয়ে নিলো।। তার পর বেসিনে গিয়ে প্লেট টা ধুয়ে রেখে দিলো।।তারপর কিচেন থেকে এসে ড্র‍্যিন রুমের টি টেবিল এর উপর তাকাতেই দেখলো একটা প্যাকেট।।পিহু কৌতুহল নিয়ে প্যাকেট খুলে দেখলো প্যাকেট এর গায়ে লেখা রোজকাঞ্জা ক্যাফে।। পিহু প্যাকেট খুলে ভিতরে তাকিয়ে দেখলো বিরিয়ানির বাক্স।।পুরো দেশিয় গন্ধ।।পিহু বের করে মন ভরে শ্বাস নিলো।।এলহ্ন পিহুর নিজের উপর নিজেরি রাগ হচ্ছে।।সে আগে না খুজে এই খিদে নিয়ে কষ্ট করে রান্না করলো..পিহুর বিরিয়ানি মোস্ট ফেবারিট।। তবে পেট এ আর জাইগা নেই।।পিহুর ভাবনার নাঝেই পিছন থেকে গম্ভীর ডাক এলো…..

-হু আর ইউ…?

পিহু পিছন ঘুরে হা হয়ে তাকিয়ে আছে।।সাদি বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে তার দিকে ভ্রু কুচকে।।পিহুর চিনতে অসুবিধা হলো না এই সেই ছবির মানুষটা।।পুরোপুরি চেঞ্জ আগের সাদির থেকে।।পিহুর এমন ভ্যাবলা কান্তর মতো তাকিয়ে থাকতে দেখে সাদি স্পষ্ট বাংলায় বলে উঠে…

-“এই মেয়ে কে তুমি…?

পিহুর এবার ভিষন রাগ লাগলো।। তাকে চিনেও না চেনার ভান করছে।ন্সে জানে বাড়িতে সে বাদে আর কোনো মেয়ে নেই তাও নাটক করছে।।পিহুর আবার সন্দেহ লাগলো এটা সাদি তো।।পিহু সন্দেহ দূর করতে জিজ্ঞাসা করেই ফেললো…..

-“আপনি সাদু তো…?

-“হোয়াট..!

-“না মানে আপনি সাদিকুর চৌধুরী তো..?

-“আর ইউ ম্যাড।। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই জিজ্ঞাসা করছো আমি আসলে আমি কিনা।।।

পিহু চুপ হয়ে গেলো নিজের মাথা নিজের ফাটাতে ইচ্ছা করছে।। এই লোকের সামনে তার আসতে ইচ্ছা হয় না।।সাদি পিহুকে এক পলক পরখ করলো।। লাল সুতির গাউন গায়ের সাথে লেপ্টে আছে।।চুল গুলো মুখের সাইটে কিছুটা লেপ্টে আছে।।উড়না গলাই ঝুলানো।।সাদি শুকনো ঢোক গিলে পিহুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো…

-“এখানে কি করছিস…?

-“খিদা লাগছিলো তাই এসে রান্না করলাম…!

-“হোয়াট।।রান্না কে করতে বলছে তোকে…?

-“তো কি খাইতাম…?

-“চোখ কি কপালে নিয়ে ঘুরিস স্টুপিড।। খাবার সাম্নেই রাখা আছে।।

পিহুর চোখ ছল ছল করছে।।কেমন ভয় ও করছে সাদির দিকে তাকিয়ে থাকলেও এখন দৃষ্টি মাটিতে।।সে সাদির বুক অব্ধি।।সাদি তার তুলনায় একাটু বেশিই ফরসা।।পিহু মিনমিনিয়ে বলে

-“আমি প্রথমে দেখি নাই ভাইয়া..!

-“হোয়াট… ভাইয়া কে…?

-“আ..আপনি…!

-“আমার মায়ের পেটে তুই হইছিলি…?

পিহু কি বলবে খুজে পেলো না।।।পাশ ফিরে চলে যেতে চাইলো তবে অবাধ্য পা থেমে রয়েছে আঠার মতো।।।পিহু মিনমিনিয়ে বলে…

-“আগেও তো ভাইয়া বলতাম..!

সাদি বড় একটা নিশ্বাস ফেললো।।বেশি কথা বলা তার সাথে যায় না।। সে সব সময় চুপচাপ।।সে কোনো কিছু না বলে সোফায় গিয়ে টিভি অন করে নিউজ দেখতে শুরু করল।।পিহু অবাক হলো তার কথার কোনো রিপ্লাই না করে চলে গেলো মনে মনে রাগ ও হলো।।পিহু বিরিয়ানির প্যাকেট থেকে সব গুলা বের করলো তিন প্যাকেট বিরিয়ানি আর একটা সস।এর মাঝে সাদির ফোনে একটা কল আসে সাদি রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে কি বলে পিহুর শুনতে পাই না তবে।।মুহুর্তেই সাদির চোখ মুখ শক্ত হয়ে যায়।।।ফোন কানে রেখেই বলে উঠে…

-ওয়েট জাস্ট থার্টি মিনিট।।

বলেই উঠে দাঁড়ায় সাদি।।পিহুকে পাশ কাটিয়ে উপরে চলে যায়।।। দু মিনিটের মাথায় সাদা শার্ট গায়ে জড়াতে জড়াতে নিচে ল্যাবতে থাকে।।পিহু টি টেবিল থেকে খাবার গুলো নিয়ে ডাইনিং টেবিল এ রাখছিলো।।এখন তার ইচ্ছা সস দিয়ে পুরি খাবে।।যেহেতু বিরিয়ানির প্যাকেট এর সাথে আলাদা ছোট্ট প্যাকেট এ কয়েকটা পুরি ছিলো।।যদিও পুরি না তবে পুরির মতো।।সাদি এসে ডাইনিং টেবিল এ বসে পাওরুটি জ্যাম মাখিয়ে এক কামড় লাগাই ঠিক তখনই আবার ফোন আসে।। সাদি কানে নিতেই বলে।।

-ওয়েট কর বের হচ্ছি…!!

সাদি বেরুতে যাবে ঠিক সে সময় পিহু সসের বাটি নিয়ে উঠতে যায় আর ভুল বসত হাত থেকে পিছলে সাদির সাদা শার্ট এর উপর পড়ে যায়।।বাটি নিচে পড়ে বিকট শব্দে টুকরো টুকরো হয়ে গেলো।।রাগি রাগী চোখে পিহুর দিকে তাকালো।।পিহু আমতা আমতা করে কিছু বলতে যাওয়ার আগেই ঠাস করে পর পর দুটো থাপ্পড় পড়ে পিহুর গালে।।পিহু কিছু বুজে উঠার আগেই ঠাস করে পড়ে গেলো চেয়ার এর উপর কপাল গিয়ে লাগলো টেবিল এর উপরে।।সাদি পিহুকে ধরে দাড় করিয়ে গাল চেপে ধরে বলে উঠে….

-“আর ইউ ম্যাড।। কি করলি তুই এটা।। জানিস এখন কত বড় মিটিং এ জয়েন করতে হতো।।তোর এই কাজের জন্য আরো টেন মিনিট ওয়েস্ট হবে।।

পিহুর মনে হচ্ছে গাল ছিড়ে শক্ত হাত ঢুকে ভিতরে চলে যাবে।।পিহুর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে।।সাদি সেদিকে দেখে বলে।।

-“স্টপ আর এক ফোটা পানি পড়লে আর একটা থাপ্পড় দিবো।।।

বলেই সাদি এক প্রকার ছুড়ে ফেলে পিহুকে।। তারপ্র গট গয়াত পায়ে সিড়ি বেয়ে উপরে উঠে নিজের ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়।।পিহু সাদির দেওয়া ধাক্কা সামলাতে না পেরে উলটে পড়ে আবার।।কান্না চোখে সিড়ির দিকে তাকায়।।।থাপ্পড় টা বেশি জোরেই লেগেছে।।পিহুর আপাতত সেদিকে মন নেই।।পিহুর এখন ভাবনা সস টা টেস্ট করার আগেই পড়ে গেলো নিশ্চয় অনেক বেশি মজা ছিলো তাই সে খেতে পারি নি।।।পিহু বিরিয়ানির এক বক্স খুলে খেতে শুরু করলো।। খেতে পারছে না বাম গালে অসম্ভব লেগেছে তার।।সাদি ছাড়া আগেও তাকে কখোনো মারে নাই।

পিহু কাদছে আর খাচ্ছে।।পিহুর মতে কান্না করার সময় পাবো।। খাওয়ার পর সারাদিন কাদবো।।তবুও এখন বিরিয়ানি রেখে যাবো না।।

এদিকে সাদি রুমে এসে দেয়ালে জোরে ঘুষি বসালো।। গা থেকে সাদা শার্ট টা এক টানে খুলে ফেললো বোতাম গুলে ছিড়ে ছুটে পিহুকে সে মারতে চাইনি।।ফ্রেন্ড এর রাগ তার উপর ঝেড়েছে।।একটু আগেই সাদির ফ্রেন্ড ফাহাদ কল করেছিলো।।ফাহাদের অনলাইন ফ্রেন্ড এদেশে এসেছে স্কলারশিপ পেয়ে।।এদিকে ফাহাদ নিতে না গিয়ে আর একজন কেবপাঠিয়েছে।।ফলে ড্রাইভিং করতে না পেরে এক্সিডেন্ট করেছে।।এতে সাদির রাগ উঠে যায়।।যদিও সামান্য বিষয়েও সাদির রেগে যাওয়ার বদ অভ্যাস আছে।।তবে ফাহাদ এর জন্য তার বেশি রাগ ছেলেটা পুরো বিয়াদোব সাদির মতে।।কোনো কাজ ঠিক মতো করে না শুধু মেয়ে বাজি ছাড়া।।শুধু নিজের ফ্রেন্ড বলে কিছু বলে না।।সাদি ফোশ করে শাস ছাড়ে।।মনে মনে অনুশোচনা হয়।।

বিছানার পাশ থেকে মলম নিয়ে পইহুকে দেওয়ার উদ্দেশ্য রুম থেকে বের হতেই।। পিহু ঠিক সে সময় গরম কফি নিয়ে নাচতে নাচতে উপরে আসসিলো।।কিছু বুজে উঠার আগেই সাদির খালি বুকে-পেট এর উপর গরম কফি পড়ে।।সাদি দাতে দাত চেপে সহ্য করে নেয়।।পিহু চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে।। মগ টাও বিকট শব্দে ভেঙে গেলো।।সাদি আর চুপ থাকতে পারলো না বুকের পাশ দিয়ে এক সাইট লাল রক্ত বর্ন হয়ে গেছে অতিরিক্ত ফর্সা হওয়াই স্পষ্ট ফুটে ইঠেছে সাদি ঠাস করে চড় বসায় পিহুর গালে।।একই গালে আবার চড় লাগাই পিহু এবার ফুফিয়ে কেদে উঠে।।

সাদি সেদিকে তাকিয়ে বলে তোর কি মাথায় সমস্যা যা পারছিস সব আমার গায়ে ফেলছিস।। স্টুপিড বলেই রুমে ঢুকে ওয়াশরুমে চলে যায়।।তারপর ঝর্নার নিচে দাঁড়িয়ে রাগ কন্ট্রোল করতে থাকে।। এদিকে পিহু একই ভাবে দাঁড়িয়ে আছে।।সে কি ইচ্ছা করে ফেলছে নাকি।।তাই বলে এভাবে মারবে।।পিহুর আতিয়া বেগমের কথা খুব মনে পড়তে থাকে কাদতে রুমে দিকে পা বাড়ায় ঠিক তখনই……

চলবে…….

-(নতুন এক ডাক্তার+রোমান্টিক+রিভেঞ্জ রিলেটেড গল্প নিয়ে আসলাম।।কেমন হয়েছে বলে জাও।।এটা আমার প্রথম বিদেশি প্লট এর গল্প।।আশা করি ভালো লাগবে)-

Share On:

TAGS: ,



CLICK HERE GO TO OUR HOME PAGE
Related Posts
 

0 Responses

Leave a Reply