#সুখময়_যন্ত্রনা_তুমি

#neela_rahman
#পর্ব_২০
নূর দরজায় ঠেলে রুমের ভিতরে ঢুকে দেখল রুম ঘুটঘুটে অন্ধকার দরজাটা চাপিয়ে দিল তারপর পা টিপে টিপে খাটের কাছে এসে ভাবতে লাগলো কোথায় শুয়েছে সাদাফ ভাই বুঝা যাচ্ছে না।
বাড়ির সবাই জানে মাঝেমধ্যে সাদাফের খুব মাথাব্যথা হয় তখন মাথায় বিলি কেটে দিলে বা তেল মালিশ করে দিলে ঠিক হয়ে যায় নুর হাতে করে তেল নিয়ে এসেছে ।
এখন খাটে বিভিন্ন জায়গায় হাতরে হাতরে সাদাফকে খোঁজার চেষ্টা করছে কিন্তু কোথাও পাচ্ছে না।
খাটে হাঁটু গেড়ে উঠে আর একটু সামনে গিয়ে যেই হাত দিল সাদাফের বুকের এর উপরে হাত গিয়ে পড়ল নূরের।
সাথে যেন নূর 420 ভোল্টের কারেন্টের ঝটকা খেলো ।লোকটা সম্পূর্ণ খালি গায়ে শুয়ে আছে ।
পরক্ষণে নুরের খুব লোভ হল বুকের লোমগুলো একটু ছুয়ে দেখার ।তাই আঙুলের ডগা দিয়ে লোমশবুক টা নুর একটু হাত বুলিয়ে দেখলো । নীলা রহমান লেখিকা।সাদাফ ভাইতো ঘুমিয়ে গেছে তাই লোমগুলো দেখার জন্য স্পর্শ করে দেখতে লাগলো বুকে।
সাদাফের অবস্থা নাজেহাল ।মেয়েটা পা*গল জানত এতটা পা*গল জানতো না ।ঘুমন্ত একটা পুরুষের রুমে ঢুকে বুকে হাতড়ে বেড়াচ্ছে ।লোম ছুঁয়ে ছুঁয়ে দেখছে ।
ও কি জানে এই মুহূর্তে সাদাফের ঠিক কেমন ফিল হচ্ছে ?সাদাফ কোনমতে এক হাত দিয়ে বিছানা চাদর খা*মচে ধরে দাঁতে দাঁত চেপে শুয়ে রইলো।
নূর খেয়াল করল সাদাফের বুকের লোমগুলো প্রত্যেকটা লোমকূপ যেন দাঁড়িয়ে গেছে ।নূরের শিহরণ হল ।সাথে সাথে আঙ্গুল উঠিয়ে ফেলল নুর। শ্বাস প্রশ্বাস দ্রুত হলো নুরের।
কপাল চুইয়ে চুইয়ে ঘাম পড়ছে।গায়ের ওরনা দিয়ে মুছলো নুর।
তারপর মনোযোগ দিল সাদাফের দিকে।ভাবলো সাদাফ ভাই তো ঘুমিয়ে আছে ভাগ্যিস টের পায়নি । নিশ্চয়ই অনেক মাথা ব্যাথা।মাথায় একটু মালিশ করে দিলে ভালো ঘুম হবে।
তাই সাদাফের শিয়োরের পাশে বসলো নূর ।বসে প্রথম হাত রাখল সাদাফের মাথায় । হাতে মাথা ব্যথার ওষুধ লাগিয়ে কিছুক্ষণ কপাল মালিশ করে দিল নুর।
তারপর ঔষধ রেখে কিছুক্ষণ এলোমেলো চুলগুলো ঠিক করে দিল তারপর হাতে তেল নিয়ে সাদাফের মাথায় মালিশ করতে লাগলো ও চুলগুলো একটু একটু করে টেনে দিতে লাগলো ।সাদাফের মাথা চুলগুলো সিল্কি খুব সুন্দর ।
নূরের খুবি ভালো লাগে ।কোনদিনও ভাবতে পারেনি সাদাফ ভাইয়ের মাথার চুল গুলো এভাবে স্পর্শ করে দেখতে পারবে নুর। নীলা রহমান
নূরে এবার লোভ হল সাদাফের মাথার চুল গুলো নাক দিয়ে টেনে একটু গন্ধ নিবে দেখবে কি শ্যাম্পু ইউজ করে।
যেমন ভাবা তেমন কাজ ।নুর হালকা একটু ঝুঁকে সাদাফের মাথার কাছে আসলো ।নূরের উষ্ণ গরম নিঃশ্বাস সাদাফের গালে পড়তে সাদাফ যেন আরো শিউরে উঠলো ।শরীরের প্রত্যেকটা লোমকূপ সাদাফের দাঁড়িয়ে গেল ।চাদর খা*মচে ধরে রাখলো ।দাঁতে দাঁত কা*মড়ে থাকলো।
নুরের উষ্ণ নিঃশ্বাস সাদাফ আর সহ্য করতে পারছে না ।কপাল ঘেমে উঠলো।
হাত নিসপিস করছে সাদাফের ।ভিতরে কেমন যেন শিহরণ বয়ে যাচ্ছে বারবার ।বারবার নূরের ছোট্ট শরীরটা নিজের বুকে চে*পে ধরতে ইচ্ছা করছে ।সাদাফে আর কন্ট্রোল করে রাখতে পারল না নিজেকে ।নূর যেই নাক দিয়ে চুলের গন্ধ নিবে ঠিক সেই মুহূর্তে সাদাফ চোখ খুলে ফেলল।
যদিও অন্ধকার থাকায় নুর কিছুই টের পেল না ।নূর ব্যস্ত সাদাফের চুল থেকে গন্ধ নেওয়ায় ।সাদাফ সাথে সাথে নুরকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে উল্টো টেনে এনে বিছানায় ফেলে নূরের উপরে শুয়ে বলতে লাগলো কি করছিস নুর?
এরকম পাগলামি করছিস কেন রাতে? এতক্ষণ নিজেকে কন্ট্রোল করে রাখা চারটে খানি কথা ?তুই কি বুঝতে পারছিস কতক্ষণ ধরে আমি নিজেকে এভাবে সংযত করে রেখেছি ।একটার পর একটা পা*গলামি করে যাচ্ছিস তুই ।এত রাতে আমার রুমে এসেছিস ।
তাতেও ক্ষান্ত হস নি বুকে হাত দিচ্ছিস মাথায় হাত দিচ্ছিস এত কাছে এসে তারপর আমার চুলের গন্ধ নেয়ার ট্রাই করছিস।
আমি একটা পুরুষ মানুষ নুর ।তুই নিজেকে ছোট বলে ভাবতে পারিস কিন্তু আমি যথেষ্ট প্রাপ্তবয়স্ক একটা পুরুষ মানুষ ।এভাবে প্রাপ্তবয়স্ক একটা পুরুষের রুমে রাতের অন্ধকারে ঢুকে তাকে বিভিন্নভাবে গভীরভাবে স্পর্শ করলে তার ভিতরে অনেক চা*হিদার উৎপত্তি হয় সেটা কি বুঝতে পারিস তুই?”
সাদাফের এলোমেলো ঘোর লাগা কন্ঠে কথাগুলো শুনে নূর কেঁপে উঠল ভেতর থেকে । নূরের উপরে সাদাফের শরীরের অর্ধেক ভার যেন নূর ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না।
ভয়ে ভয়ে খুব আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়ছে নুর যেন আরেকটু বেশি হলেই মা*রা যাবে ।এমন কেন লাগছে নূরের ?শরীর কেঁপে উঠছে মন কেঁপে উঠছে ।কেমন যেন শরীরে কোথাও সুর সুরি অনুভব হচ্ছে।
গায়ে প্রত্যেকটা লোম কুপ নুরের দাঁড়িয়ে যাচ্ছে ।সারা শরীরে শি*হরণ বয়ে যাচ্ছে নূরের ।নূর চোখ বন্ধ করে দাঁত দিয়ে ঠোঁট কা*মড়ে চুপচাপ রইল।
সাদাফ আবার বলতে শুরু করলো ,”এখন যদি আমি নি‘‘য়ন্ত্রণ হারাই ভুলভাল কিছু করে ফেলি ?কেন এলি এত রাতে আমার রুমে ?এখন যে আমার নিজেকে নি‘‘য়ন্ত্রণে রাখতে খুব ক*ষ্ট হচ্ছে ।
কেন আমাকে কষ্টগুলো দিস নূর ?হয় তুই বড় হয়ে যা না হলে তুই আমার হয়ে যা ।কেন এত ক*ষ্ট দিচ্ছিস আমাকে?
নিজে তো বড় হচ্ছিস না আমাকে কাছে আসতে দেস না ।অন্য কাউকে বিয়ে করব সেটাতেও তুই রাজি না ।তুই কি চাস আমি আমার জীবন এইভাবে অতিবাহিত করি ?
তুই কবে বড় হবে সে অপেক্ষায় থাকি ?তোর বয়সে কত মেয়ে বড় হয়ে গেছে গ্রামে গিয়ে দেখ তোর বয়সে বিয়ে হয়ে বাচ্চার মা হয়ে গেছে ।তুই বাপ চাচাদের আদরে কিছু বুঝিস না।
নাকি বুঝেও চুপ করে থাকিস ?আমাকে কষ্ট দিস ।আমি কি চাই তোর কাছে তুই কি বুঝতে পারিস না ?আমার স্পর্শতে অনুভব করতে পারিস না ?আমার চোখ দেখলে কি আমার চাওয়া পাওয়া সম্পর্কে তুই বুঝতে পারিস না?
এইযে আমি সারা শরীর দিয়ে এখন তোকে ছুয়ে আছি তোর কি কিছু হচ্ছে না নুর?এই অনুভূতিটা কি তুই বুঝতে পারিস না ?এটা কেন হয় কখন হয়?
কেন আমার স্পর্শ তোর খারাপ লাগে না ?খারাপ লাগলে তুই কাউকে বলিস না কেন ?চুপচাপ কেন সয়ে যাস ?আর যদি ভালো লাগে তাহলে তুই বুঝতে শিখেছিস এই স্পর্শের মানে কি?”
নুর এখনো চুপচাপ রয়েছে ।জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার কারণে বুক খুব দ্রুত উঠানামা করছে ।সাদাফের বুকের সাথে নূরের বুক লেগে থাকায় সাদাফঅনুভব করছে নুরের প্রত্যেকটা হৃদয় স্পন্দন ।
সাদাফ এর ভিতর যেন আরো শিহরন বয়ে যাচ্ছে ।আর একটু শক্ত করে চে*পে ধরল নূরকে ।তারপর বলল ,”আজকে আমি দেখব আমার স্পর্শে তোর কি ধরনের অনুভূতি হয়?
বলেই সাদাফ চেপে ধরলো নূরের হাত। আঁ‘‘কড়ে ধরল নূরের গোলাপের পাপড়ির মত ক‘‘ম্পনরত দুটি ঠোঁট ।
নুর সাথে সাথেই চোখ খুললো।সাদাফ দ্বিধাহীন ভাবে ছুয়ে দিতে লাগলো নুর কে।
চলবে……..
Neela Rahman
কপি করা সম্পূর্ণ নিষেধ
পরের পর্বে রিমা ও সায়মনের দুস্টু মিস্টি রোমান্স।
ভালো লাগলে বেশি করে রিয়েক্ট করবেন ।আপনারা রিয়েক্ট বেশি করে করলে গল্পের রিচ বাড়ে গল্পটি অনেক মানুষের কাছে পৌঁছাবে ।
ধন্যবাদ সবাইকে
#সুখময়_যন্ত্রনা_তুমি
#neela_rahman
#পর্ব_২১
এদিকে সায়মন রুমে ত*রপাতে লাগল ।কেন রিমা ফোন কেটে দিল ও এটা মানতে পারছে না ।রিমা মুখের উপর ওর ফোন কে*টে দিয়েছে ।কি এমন হয়েছে মেয়েটা ৩ দিন ধরে এমন কেন করছে ?এই প্রশ্নের উত্তর ওর চাই চাই ।সাথে সাথে রুম থেকে বের হল সাইমন বের হয়ে রিমার রুমের দিকে যেতে লাগল।
রিমার রুমের বাইরে এসে দেখল দরজা লাগানো কিন্তু ভিতর থেকে লক করা না তাই দরজা খুলে ফেলল আস্তে আস্তে সাইমন।
রুমে ঢুকে দেখলো রিমা মোবাইল নিয়ে খাটে বসেছিল ।সাইমনকে দেখে রিমা হতবাক হয়ে গেল ।সাথে সাথে দাঁড়িয়ে বলল ,”তুমি এই রুমে কি করছো
তাও এত রাতে কেউ দেখলে কি ভাববে ?”
সায়মন অবাক হয়ে গেল ।,”কেউ দেখলে কি ভাববে মানে ?এই রুমে কত শত রাতে শুয়ে ছিল সায়মন কই তখন তো কেউ কিছু ভাবেনি ?এখন কি এমন হয়ে গেল এই রুমে আসা যাবে না ?”
সাথে সাথে রিমার সামনে এসে বলল ,”এমন করছিস কেন তুই কি হয়েছে তোর?”
রিমা অন্যদিকে ঘুরে তাকিয়ে বলল ,”কিছু হয়নি ।কেন এসেছো বলো।সাইমন রাগ হবে কি বলবে কিছু বুঝতে পারছে না ।মুখ দিয়ে যা বের হল তাই বলল । নীলা রহমান লেখিকা।বললো ,”শার্ট ইস্ত্রি করে রাখবে কে ?কালকে আমি কি পরে প্রেজেন্টেশন দিতে যাব ?তুই যে করতে পারবি না সেটা কাউকে জানিয়ে রেখেছিস?
আর পারবি না বলছি কেন ?পারবি না কেন ?সারাদিন কি করেছিস বাসায় আমার শার্ট-প্যান্ট আয়রন করে রাখতে পারবি না?
আর কোন ব্যাপারেই তো কোনো খোঁজখবর নিচ্ছিস না ।তিনদিন ধরে গাজীপুর থেকে আসার পর কি এমন হয়ে গেল যে তুই আমার কোন খোঁজ খবর নিচ্ছিস না ?তা আমার এই কাজগুলো কে করবে তুই কি লোক রেখে দিয়েছিস আমার জন্য?”
রিমা একনাগাড়ে সাইমনের বলা কথাগুলো শুনে অবাক হয়ে গেল ।তারপর অবাক হওয়ার নজরে সাইমনের দিকে তাকিয়ে বলল ,”আমি লোক রেখে দিব তোমার কাজ করার জন্য ?কেন তোমার হাত নেই তুমি করে নিতে পারো না ?আমি আগে পরে করে দিয়েছি তাই মানে কি সারা জীবন আমার করতে হবে?”
“করতে হবে না মানে? তুই আগে করেছিস কেন তাহলে ?আগে করেছিস এরপরও তোর ই করতে হবে ।যা এখন যেয়ে আমার শার্ট প্যান্ট আয়রন করবি ।আয়রন করা হবে তারপর ঘুমাবি ।আমি কি খাব না খাব সবকিছু ঠিকঠাক করবি ।কখন কোথায় যাবো সবকিছু ঠিকঠাক করবি যা আমার রুমে যা।”
রিমার কে উদ্দেশ্য করে বললো সায়মন।
রিমা রা*গে ক্ষোবে বলল ,”পারবো না আমি নিজের কাজ নিজে করে নাও ।আর এক্ষুনি আমার রুম থেকে বের হও ।”
বলেই সাথে সাথে রিমা দরজা দিকে যাবে তার আগেই সাইমন রিমার হাত ধরে বলল ,”পারবি না মানে ?তুই পারবি তোর বড়টাও পারবে ।বলেছি মানে বলেছি এখন যাবি তুই আমার রুমে যেয়ে আমার শার্ট-প্যান্ট আয়রন করবি যা।নাহলে থা*পড়ে দাঁত ফে*লে দিবো।”
এদিকে নূরের কাঁ*পাকাঁপি দেখে সাদাফের হুশ ফিরলো। বুঝলো কি ভ*য়ংকর কাণ্ড ঘটাতে যাচ্ছিল সাদাফ।এই মুহূর্তে নিজেকে নি*য়ন্ত্রণ না করলে বড্ড বড় ক্ষতি হয়ে যাবে নূরের। সাথে সাথে নুরকে ছেড়ে দিয়ে বিছানার একপাশে উঠে বসলো সাদাফ।বসে নুরকে স্বাভাবিক হতে দিল।
কিছুক্ষণ নিজের চুল নিজে টেনে নিজের উপরে রাগ ঝাড়তে লাগলো ।কেন নিজের নি*য়ন্ত্রণ হারিয়ে যায় বারবার ?মেয়েটি এখনো ভালোবাসা বুঝে ওঠার আগে ওর উপরে কোনভাবেই প্রেশার ক্রিয়েট করা ঠিক নয় ।বুঝে কিন্তু তারপরও নিজের উপরে নি*য়ন্ত্রণ রাখতে পারেনা।
যদিও সেরকম কিছু করেনি সাদাফ তবুও স্বীকার করতে হয় অনেক গভী*রভাবে ছুঁয়েছে নূরকে।
শেষ অব্দি পৌঁছানোর আগ পর্যন্ত নিজেকে নি*য়ন্ত্রণ করে ফেলেছে।তবুও একটু বেশি হয়ে গেছে আজ। কিন্তু এইভাবে একটি ছেলের রুমে একটি মেয়ে আসলে নিজেকে কতটা নি*য়ন্ত্রণে রাখা সম্ভব ?তারপরও সাদাফ নিজের উপরে নিজের রা*গ ঝাড়তে লাগলো ।চুপচাপ বসে রইল কিন্ত রা*গে পা কাঁপতে লাগলো সাদাফের।
ধীরে ধীরে নুরের শ্বাস-প্রশ্বাস যেন একটু স্বাভাবিক হলো ।চোখ পিটপিট করে তাকালো ।দেখল ড্রিম লাইট জ্বলছে ।সাদাফ ভাই চুপচাপ বসে আছে ।নুরের ল*জ্জা সংকোচ দুটোই লাগছে পাশাপাশি লাগছে ভ*য়।
এক অজানা অচেনা শিহরিত স্পর্শ আজ অনুভব করেছে নূর যা আগে কখনো করেনি ।শরীরে চলেছে সাদাফ ভাইয়ের হাতে অবাধ বিচরন।নুর আটকাতে চাইলেও সাদাফ ভাই বাধা মানেনি।কেমন লাগে কোন পুরুষের স্পর্শ ভালোবাসার মানুষের স্পর্শ তা হারে হারে টের পেয়েছে নূর। শরীর মন কেঁ*পে কেঁ*পে উঠছিলো নুরের।
সাদাফের করা প্রতিটি স্পর্শ নুরের নারীসত্তাকে যেনো উন্মুক্ত করে দিচ্ছিলো।
নূর ধীরে ধীরে নিজের ওরনা খুজতে লাগলো।ওই মুহুর্তে সাদাফ কোথাও ফেলেছিলো।ওরনা খুঁজে পেয়ে গায়ে পেচিয়ে নিয়ে উঠে বসলো নুর।বসে চুপচাপ সাদাফের দিকে তাকিয়ে রইল।
সাদাফ মাথা নিচু করা অবস্থায় বলল ,”রুমে যা নুর। তাড়াতাড়ি রুমে যা ।এক্ষুনি যা ।আরেকটি মুহূর্ত এখানে থাকিস না তাড়াতাড়ি চলে যা প্লিজ।রহম কর আমার উপর।”
বলেই দুহাতে নিজের মুখ ঢাকলো সাদাফ।
চলবে……………
Neela Rahman
কপি করা সম্পূর্ণ নিষেধ
#সুখময়_যন্ত্রনা_তুমি জেলাসি
#neela_rahman
#পর্ব_২২
রাতে সিন‘‘ক্রিয়েটের ভয়ে রিমা চুপচাপ যেয়ে শার্ট প্যান্ট আয়রন করে দিয়ে যেই না রুম থেকে বের হবে বের হয়ে দেখল নূর চুপচাপ সাদাফের রুম থেকে বের হলো ।
নূর মাথা তুলে দেখল সাইমনের রুম থেকে বের হল রিমা।দুজনই হকচকিয়ে গেল।
রিমা আমতা আমতা করে বলল ,”আমি ওই আসলে কাল সায়মনের ভাইয়ের প্রেজেন্টেশন তাই কাপড় চোপড় আয়রন করে দিতে এসেছিলাম ।সাইমন ভাই আমার রুমে ওয়েট করছে রুমে কেউ নেই ।”
নূর ভয় পেয়ে গেল ।নুর তো এবাড়ির সবার ছোট বের হল সবচাইতে বড় ছেলের রুম থেকে।
যার সাথে কখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না নূরের ।
রিমা নূরের হাতে তেলের বাটি দেখে জিজ্ঞেস করল তেল কেন নিয়েছিলি ?নূর আমতা আমতা করে বলল ,”সাদাফ ভাইয়ের মাথা ভীষণ ধরেছিল তাই মাথায় বিলি কে*টে দিতে আর তেল দিয়ে চুল মালিশ করে দিতে এসেছিলাম।”
রিমা তাকিয়ে রইল নূরের দিকে ।তারপর একটু সামনে এসে বলল ,”সাদাফ ভাই তোকে বলেছে এসে চুলে তেল মালিশ করে দিতে ?কই আমাকে তো ডাকলো না।”
নূর আমতা আমতা করে বলল ,”সেটার আমি কি জানি সাদাফ ভাইয়াকে জিজ্ঞেস করো ।হয়তো আমাকে জ্বা*লানোর জন্যই আমাকে ডেকেছে ।উনি তো সারাদিন আমাকে জ্বা*লাতেই চায়।”নীলা রহমান
রিমা চোখ বুলিয়ে তাকালো নূরের সারা শরীরে ।কেমন যেন নূরকে একটু অগোছালো একটু এলোমেলো লাগছে ।তারপর রিমা বলল ,”ঠিক আছে রুমে যা। যেয়ে শুয়ে থাক ।আমি আমার রুমে যাচ্ছি সাইমন ভাই আবার ওয়েট করছে তার শার্ট-প্যান্ট আইরন হয়েছে কিনা এজন্য ।জোর করে পাঠালো আমাকে ।”
নুর অত শত কিছু বোঝেনা এত রাতে সাইমন ভাই বা কেন রিমার রুমে তাও কোন কিছু না বুঝেই বলল ,”ঠিক আছে আমি রুমে যাচ্ছি ।”
বলে আস্তে আস্তে হেঁটে নূর নিজের রুমের দিকে চলে গেল।
আজকে নুরকে কেন যেন একটু অন্যরকম দেখাচ্ছিল রিমার কাছে এই মুহূর্ত ।এত ঘোমটা দিয়ে ওড়না কখনো গায়ে পেঁচিয়ে থাকে না নরমালি কিন্তু আজ এত রাতে আশেপাশে কেউ নেই তাও পুরো ঘোমটা দিয়ে পুরো শরীর পেচিয়ে ওড়না নিয়েছে এই গরমের মধ্যে।
চোখ ঘুরিয়ে তাকালো সাদাফের রুমের দিকে ।দেখলো দরজাটা হালকা চাপানো ।ভিতরে একটু উঁকি দিয়ে দেখল ড্রিমল্যাইটে আলোতে দেখা যাচ্ছে সাদাফ ভাই উপুর শুয়ে আছে।
তারপর কিছু একটা ভাবল ভেবে একটু মুচকি হেসে নিজের রুমের দিকে চলে গেল রিমা।
পরের দিন সকাল ব্রেকফাস্ট টেবিলে সবাই একসাথে নাস্তা করতে বসেছে ।নূর ঢিলা ঢালা ভাবে হেটে নিচে নাম ছিল।
সাদাফের দিকে চোখ পড়তেই রাতের কথা মনে পড়ে
গেল ।মনে পরে গেল সাদাফের দেয়া প্রতিটি স্পর্শ।শরীরে মনে কেমন একরাশ লজ্জা ভর করল নূরের ।আস্তে আস্তে করে নিচে নেমে এলো।
সাদাফের পাশের চেয়ারে আজকে বসলো না ।বসলো অপজিটে একটি চেয়ারে ।খালি ছিল সেখানে চেয়ার টেনে বসে পড়লো নূর ।সবাই খাওয়া শুরু করল এদিকে নওরিন আফরোজ সামিহা বেগম সবাইকে খাবার সার্ভ করছিল ।
হুমায়ুন রহমান এবং ফজলুর রহমান অফিশিয়াল কিছু কথাবার্তা বলছিল ।সাইমন চুপচাপ বসেছিল রিমা অন্যদিকে ঘুরে চুপচাপ খাওয়ায় মনোযোগী ছিল।
হঠাৎ যেন বো*মা ফাটালো সাদাফ।নওরিন আফরোজের দিকে তাকিয়ে বলে বসলো ,”আম্মু আমি বিয়ে করবো।”
সাথে সাথে নূরের হাত থেমে গেল ।মনে হলো ভুল কিছু শুনলো।নওরিন আফরোজ সাদাফের দিকে চোখ তুলে তাকালেন । হুমায়ূন রহমান সাদাফের দিকে অবাক দৃষ্টিতে তাকালো ।ফজলুর রহমান ও অবাক হয়ে গেল কথা শুনে।
“যে ছেলে ক্ষুধা লেগেছে ঠিক মতো বলতে পারেনা সেই ছেলে টেবিলে বসে বলছে বিয়ে করবে সবার সামনে যেন মাথার উপর দিয়ে গেল সব কিছু ।”মনে মনে ভাবলো ফজলুর রহমান।
সবার নজর এখন সাদাফের দিকে ।নূর একমাত্র মাথা নিচু করে বসে রয়েছে কোন কথা বলছে না।
নূরের এখন ভীষণ রাগ হচ্ছে ভীষণ মানে ভীষণ ।গতকাল তো কত করে বুঝিয়ে বলল ,”বিয়ে যেন না করে তারপরও লোকটা আজকে সকালে বিয়ের কথা বলছে ।এত নি*র্লজ্জ লোক টা বিয়ের কথা বলতে মানুষের সামনে ল*জ্জা করেনা ।
আর নুরের কথা কি কোন মূল্য নেই লোকের কাছে?আর বিয়ে যদি করবি তাহলে কাল এসব কেনো করলো।শুরু থেকেই কেনো নুর কে বার বার ছুয়ে দেয় লোকটা।নুর কি এতোটাই ফেলনা?”
হুমায়ুন রহমান একবার আড় চোখে তাকালেন নূরের দিকে ।দেখল নূর চুপচাপ মাথা নিচু করে বসে আছে ।কোন প্রতিক্রিয়া নেই কোন কিছু বোঝা যাচ্ছে না ।
তারপর চোখ ঘুরিয়ে তাকালো সাদাফের দিকে ।বুঝতে পারছে না ছেলে কি করতে চাইছে ।অন্যদিকে সবাই খুশির সংবাদ শুনে খুশিতে আপ্লুত হয়ে বলছে মেয়ে কোথায় বাড়ি কোথায় পাত্রী কে ?নাকি আমরা পাত্রী দেখবো ?অনেক ধরনের প্রশ্ন করছে সাদাফ কে।”
সাদাফ কিছুক্ষণ নূরের দিকে তাকিয়ে রইল ।তারপর বলল ,”মেয়েকে তোমরা সবাই চিনো ছোটবেলা থেকেই চিনো ।আর চিন্তা করতে হবে না তোমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যেতে হবে না মেয়ে নিজে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে।”
হুমায়ূন রহমান দীর্ঘ শ্বাস ছাড়লো। বুঝতে পারলো সাদাফ কি করতে চাইছে। কিন্ত নুর যে এসবের জন্য ছোট অনেক।বয়সের তুলনায় ম্যাচুরিটি অনেক কম।
নূরের আর এসব কথা সহ্য হচ্ছিল না ।নি*র্লজ্জের মত কিভাবে বলছে মেয়েকে সবাই চিনে আর মেয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে ।সাবা আপুকে দেখলে তো মনে হয় না ঠিক এতটাই নি*র্লজ্জ ।
আবার হতেও পারে এই নি*র্লজ্জ লোকে প্রেমিকা তো নির্ল‘‘জ্জই হবে মনে মনে ভাবলো নুর ।তারপর প্লেট টেবিলে জোরে সরিয়ে রেখে দাঁড়িয়ে গেল নুর।
নওরিন আফরোজ বলল ,”কিরে তুই কোথায় যাচ্ছিস ?কিছুই তো খেলি না ।”
নূর বলল ,”খুদা নেই ।আমি উপরে যাচ্ছি ।”
সাদাফ নুরের দিকে তাকিয়ে বলল ,”বড় ভাইয়ের বিয়ের কথা শুনে খুশিতে প্রিপারেশন নিতে যাচ্ছে।কোন গানে ডান্স করবে এখন থেকেই ঠিক করতে হবে তো।”
নূর সাদাফের কথা শুনলো ঠিকই কিন্তু পিছনে ঘুরে তাকালো না ।মনে মনে বলল ,”আজকে দেখাচ্ছি তাকে ।বিয়ে করার স্বাদ যদি মিটিয়ে না দেই তাহলে আমার নামও নূর না।”
রিমা নুরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তাকালো সাদাফের দিকে ।দেখলো সাদাফের মুখের মধ্যে কেমন দুষ্টামিষ্ট হাসি এমন কেন মনে হচ্ছে সাদাফ ভাই শুধু নূরকে রা*গানোর জন্য এই কথাগুলো বলছে ।রিমা চুপচাপ দেখতে লাগলো দুজনের কাণ্ডকারখানা।
চলবে………..
Neela Rahman
কপি করা সম্পূর্ণ নিষেধ
নুর রুমে গিয়ে শুধু পাইচারি করছে আর রাগে ফুসফুস করছে ।এমন সময় নিচ থেকে ডাক দিল নওরিন আফরোজ ।বলল ,”নূর দেরি হয়ে যাবে তাড়াতাড়ি স্কুলের জন্য রেডি হয়ে যা ।সাদাফ কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করবে না।”
নূর বলে বসলো ,”চলে যেতে বল তোমার ছেলেকে ।আমি আজকে স্কুলে যাব না ।আমার ভালো লাগছে না ।”
নওরিন আফরোজ অবাক হয়ে গেলেন ।নুর তো কখনো এইভাবে কথা বলে না ।”তোমার ছেলে তোমার ছেলে ” বলেনা।সবসময় সাদাফ ভাইয়া বলে ।
সাদাফ অবশ্য নওরিন আফরোজ এর পাশে ছিল ।শুনলো কথাগুলো ।তারপর বলল ,”ঠিক আছে মা তুমি যাও আমি দেখছি ওর কি হয়েছে।”
নওরিন আফরোজ সাদাফের দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ ।তারপর বলল ,”ঠিক আছে দেখ কি হয়েছে ।মেয়েটা তো কখনো এরকম করে না।
আমি ওর টিফিন রেডি করছি ।যাতে দেরি না হয় গাড়িতে খেয়ে নিবে।”
নওরিন আফরোজ চলে যেতেই সাদাফ নূরের দরজার নক করল ।
নূর ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে ।নূর বলল ,”বড় মা আমি আজকে স্কুল যাব না বলে দাও তোমার ছেলেকে আমার জন্য অপেক্ষা করতে হবে না।”
সাদাফ বলল ,”সাহস থাকে দরজা খুলে বড় মার ছেলেকে নিজে বল ।দেখি তোর সাহস কতটুকু ?থা*পরে দাঁত ফেলে দিব বেয়াদব ।স্কুলে যাবে না ! এক্ষুনি বের হ রেডি হয়ে।”
নুর রাগে গজ গজ করতে করতে দরজা খুলে দিল ।যেন দেখিয়ে দিতে চাইলো সাহস কতটুকু আছে ।সাদাফ দেখলো রাগে নূর এর গাল দুটো লাল টমেটোর মত হয়ে গেছে ভিতরে ভিতরে খুব হাসি পাচ্ছে সাদাফের ।কিন্তু বাহিরে প্রকাশ করল না ।কাঠিন্যতা বজায় রেখে বলল ৫ মিনিট সময় দিলাম তাড়াতাড়ি রেডি হ আমি এখানে বসলাম।”
নুর বলল ,”আপনি এখানে থাকলে আমি রেডি হবো কিভাবে ?”
সাদাফ বললো,” সেটা তো আমার হেডেক না তোর মাথা ব্যথা ।সময় দিয়েছিলাম আগে তুই রেডি হোসনি এখন আমি এখানে বসলাম তুই ওয়াশরুমে যা গিয়ে রেডি হয়ে আয়।
আর এমন কিছু নাই তোর যা আমি ছোটবেলা থেকে দেখিনি জন্ম থেকে দেখতেছি।”
সাদাফের গা ছাড়া নি*র্লজ্জ ছিঃ মার্কা কথা শুনে নূরের চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে গেল ।ভিতরে ভিতরে বলল ,”ঠিক কেন যে দরজা খুলতে গেল একবার রেডি হয়ে দরজা খুলে দিলেই ভালো হতো ।জিদ করে বড় বড় পা ফেলে আলমারি থেকে স্কুলের ইউনিফর্ম বের করে ওয়াশরুমের দিকে চলে গেল নুর।
ওয়াশরুমের দরজা এমন জোরে লাগালো যেন সাদাফের কানে খিল লেগে গেল।
সাথে সাথে সাদাফ আঙুল দিয়ে কান আটকালো এমন জোরে লাগিয়েছে বুঝতে পারছে নূরের মনের অবস্থা ।সাদাফকে যেন না পারছে কাঁচা চি*বিয়ে গি*লে ফেলতে চাচ্ছে মেয়েটা।
সামিহা বেগম সবজি টিফিন বক্সে ঢুকাচ্ছে ও রুটি ঢুকাচ্ছে ।নওরিন আফরোজ এসে কফি মগে ঢালতে ঢালতে বলল ,”নুর আজকে এমন করল কেন রে ?ওকে তো কখনো এরকম করতে দেখি না ।সব সময় চুপচাপ শান্তশিষ্ট থাকে মেয়েটি যে যাই বলুক কোন কথার উত্তর দেয় না আজ কেমন করে উঠেছে দেখেছিস।”
সামিহা বেগম বলল ,”হ্যাঁ ভাবি দেখেছি বড় হচ্ছে হয়তো কোনো কারণে মেজাজ গরম তাই এমন করতে পারে ।আমাকে তো আর কিছু বলে না ।বাবাদের আদরের মেয়ে বাবারাই জানে কি অবস্থা।”
নওরিন আফরোজ এর মাথায় চলছে অন্য কিছু ।নূরের একটি কথা ভীষণ ভাবাচ্ছে নওরিন আফরোজকে ।তোমার ছেলে তোমার ছেলে যেভাবে রাগের বশে হলেও অধিকার নিয়ে বলেছে নুর কেমন যেন কানে ঠেকলো ওনার কাছে ।
নরমালি মেয়েরা তার উপরে এভাবে অভিমান করে যার উপরে কোন অধিকার থাকে।
কিন্তু ও যে সাদাফের অনেক ছোট সাদাফ ওকে কোলে নিয়ে ঘুরেছে ।মানুষ করেছে তাই এই বিষয়টা ভাবতেই পারেনা নওরিন আফরোজ ।কিন্তু নূর যে নওরিন আফরোজ এর অনেক প্রিয় অনেক আদরের যদি কখনো এরকম হতো সাদাফের সঙ্গে …….তারপর আবার দাঁত দিয়ে জিভ কে*টে মনে মনে ভাবল ছিঃ ছেলের স্বার্থের জন্য কি ভাবছে !
যেখানে সাদাফ এখন বিয়ে করতে চাইছে সেখানে নূরের তো এখনো বিয়ের বয়স হয়নি।
তাই এই চিন্তা ভাবনা করাও যে একদম অবান্তর। তাই সামিহা বেগমকে বললেন ,”তাড়াতাড়ি টিফিন বক্স তৈরি কর ওরা নামলো বলে ।আজকে এমনি দেরি হয়ে গিয়েছে।”
নূর ওয়াশ রুম থেকে স্কুলে ইউনিফর্ম পড়ে বের হলো। এখনো হিজাব বাধিনি ।হিজাব বাধতে আয়নার সামনে দাঁড়াতে হবে তাই হনহনিয়ে হেঁটে এসে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো নূর।
সাদাফ দেখতে লাগল নূরের পা*গলামি ।নুরের বেল্ট পিছনে এখনো খোলা হুক লাগানো হয়নি।
সাদাফ হেটে এসে নূরের পেছনে দাঁড়িয়ে সামনে হাত নিয়ে বেলটি সুন্দর করে লাগিয়ে দিল ।নুর কেপে উঠল।তারপর ধীরে ধীরে ক্রস বেল ঠিক করে দিবে ঠিক এমন সময় নূর সরে গেল ।বলল ,”কি করছেন?”
সাদাফ অবাক হওয়ার ভান ধরে বলল ,”কি করছি ?”
নুর আমতা আমতা করে বুকে হিজাবটা রেখে বলল ,”কি করছিলেন কোথায় হাত দিচ্ছেন আপনি ?”
সাদাফ বললো,” কোথায় হাত দিচ্ছি ?”
নুর রাগের বসে বলে ফেললো,”কাল ও আপনি আমাকে এভাবে স্পর্শ……..আর কিছু বলে শেষ করতে পারলো না নুর।সাদাফ আর একটু কাছে এসে কানের কাছে ঝুঁকে বললো ,”কাল কি আমি? কোথায় স্পর্শ করেছি? আর তুই হয়তো ভুলে যাচ্ছিস তুই ভুল সময় আমার রুমে ঢুকে ছিলি ।তাই সম্পূর্ণ দোষ আমার একার না দোষটা তোর তুই আগে আমাকে স্পর্শ করছিলি।
এভাবে রাতে নির্জনে কি কোন পুরুষকে ছুঁয়ে দিতে আছে নুর?”
নুর কাঁপতে লাগল সাদাফ হঠাৎ করে আবার এত কাছে চলে আসায় ।যখনই সাদাফ নুরের এইভাবে কাছে আসে নূর কেন যেন মোমের মত গ‘‘লে যায় ।মনে হয় শরীরের প্রত্যেকটি অ*ঙ্গ-প্র*ত্যঙ্গ গ*লে গ*লে এভাবে মাটির সাথে মিলিয়ে যাচ্ছে ।নূর মাথানু নুইয়ে ফেলল।
সাদাফ কানে কানে ফিসফিস করে বলল ,”এমন কিছু করে নি আমি যা আমার অধিকার নেই এমন কোথাও স্পর্শ করিনি আমি যা আমার জন্য নির্ধারিত না।”
নূরের এবার রাগ হলো ভীষণ রাগ হল ।চোখ তুলে বলল ,”আপনি না সামনে বিয়ে করছেন তাহলে কেন এসেছেন এখানে?”
সাদাফ নুরের দিকে তাকিয়ে বলল ,”তোকেও তো বলেছি তুই কেন চাচ্ছিস না আমার বিয়ে হোক ?একটা কারণ দেখা আমি বিয়ে করবো না।”
নুর রাগে ফুঁসতে লাগলো ।মনে মনে খুব ঝাড়তে লাগলো সাদাফ কে। বারবার মনে মনে বলতে লাগলো ,”কেন আপনি আমার মনে কথা বুঝে নিচ্ছেন না ,কেন সবকিছু আমাকে মুখ ফুটে বলতে হবে ?আপনিও তো কখনো মুখ ফুটে আমাকে কিছু বলেন না কিন্তু ঠিকই আমার কাছে আসেন আমাকে স্পর্শ করেন ।আমাকে এইভাবে পা*গল পা*গল করে দেন ।কিন্তু নিজে মুখ ফুটে কিছু বলেন না।”
নুরের ভাবনার মাঝেই সাদাফ নুরকে আবার নিজের কাছে এনে সোজা করে দাঁড় করিয়ে বুকের দিকে ক্রস বেল্ট ঠিক করে দিল ।তারপর ধীরে ধীরে বলল ,”যা আমার তা শুধু দেখার অধিকার আমার ।নিজেকে সাবধানে রাখবি যত্নে রাখবি ঢেকে রাখবি ।অন্য কারো চোখ যেন তোর উপরে না পড়ে।”
বলেই একটু দূরে সরে বলল ,”আমি নিচে গাড়ি বের করছি তাড়াতাড়ি নিচে আয় ।আমার যেনো আর উপরে আসতে না হয়।”
সাদাফ বেরিয়ে যেতেই নূর বড় একটি দীর্ঘশ্বাস ছাড়লো ।”এইমাত্র কি বলে গেল লোকটা ?উনার জিনিস মানে ?আর ঢেকে রাখবো মানে ?আমি কি বাজে ভাবে চলাফেরা করি ?উনি এসব কথা বলতে কি বুঝাতে চাইলেন ?আর শুধু উনি দেখবেন মানে ?”হাজারো প্রশ্ন নূরের মাথার ভিতরে ঘুরপাক খেতে থাকল।
এদিকে সায়মন প্রেজেন্টেশনের জন্য রেডি হয়ে নিচে নামছে ।নিচে নেমে কোথাও রিমাকে দেখতে পেল না ।নওরিন আফরোজের দিকে তাকিয়ে বলল ,”বড় আম্মু রিমা কোথায়?”
নওরিন আফরোজ বলল ,”তুই যখন উপরে গেলি তখনই তো বের হয়ে গেল ।বলল নাকি খুব তাড়া আছে ।তাই চলে গেল আজকে তোর সাথে যেতে পারবেনা ।”
সাইমনের মেজাজ গর*ম হলো কিন্তু বড় আম্মুর সামনে তার প্রকাশ করতে পারল না ।চুপচাপ বলল ,”ঠিক আছে আমি আসছি প্রেজেন্টেশন আছে আজকে আসতে একটু লেট হবে আমার।”
রান্না ঘরের দিকে তাকিয়ে সায়মন বললো ,”মা আমি আসছি ।প্রেজেন্টেশন আছে দেরি হবে আমার ।বারবার ফোন দিও না ক্লাসে থাকা অবস্থায়।”
একরাশ বিরক্তি নিয়ে বের হয়ে গেল সাইমন ।মনে মনে ভাবল ,”আজকে খালি বাসায় আসুক বেশি উড়ছে পাখা দুটো কা*টতে হবে দেখাবো মজা আজকে।”
চলবে………
Neela Rahman
কপি করা সম্পূর্ণ নিষেধ
এই পর্বে ৬ হাজার রিঅ্যাক্ট না হলে আগামীকাল গল্প দিবোনা।কথা ফাইনাল।
আগেই বলে রাখি আগামী পর্ব একটু রোমান্টিক লিখতে চেয়েছিলাম এখন পড়তে চাইলে অবশ্যই রিয়েক্ট দিবেন কমেন্ট করবেন।![]()
![]()
![]()
![]()
নূর যাওয়ার সময় নওরিন আফরোজের হাত থেকে টিফিন বক্সটা নিলো ।নওরিন আফরোজ দেখলো রা*গে নূরের মুখ চোখ কেমন লাল হয়ে আছে ।স্কুলে যাওয়ার সময় দেরি করাতে চাইলো না তাই কিছু জিজ্ঞেস করল না ।বলল ,”যা গাড়িতে অপেক্ষা করছে সাদাফ।”
নুর টিফিন বক্সটা বড় আম্মুর হাত থেকে নিয়ে হনহনিয়ে দরজা দিয়ে হেঁটে বাইরে চলে গেল ।নওরিন আফরোজ নূরের দিকে এক নজরে তাকিয়ে রইল। লীলা রহমান
বড় হয়ে যাচ্ছে মেয়েটা ।একদিন বিয়ে দিয়ে পরে বাড়িতে পাঠাতে হবে কিন্তু কেন যেন মেয়েগুলোকে আর বিয়ে দিয়ে পরে বাড়িতে পাঠাতে ইচ্ছা করে না ।
নিজেরাও তো এসেছিল অন্যের বাড়ি থেকে এসে তো এই এইবাড়ীর হয়ে গেছে ।একসময় তার মেয়েরাও চলে যাবে কিন্তু মন যে মানতে চায় না ।একটা দীর্ঘশ্বাস ফেলে আবার রান্না ঘরের দিকে গেল নওরিন আফরোজ।
গিয়েই চোখ পড়লো সামিহা বেগমের দিকে ।সামিহা বেগম সবজি কা*টছিলেন ।নওরিন আফরোজ পাশে গিয়ে বললেন ,”রিমা আর নুর দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে একদিন বিয়ে দিবে ওরা শ্বশুর বাড়িতে চলে যাবে ।ভাবতে কেমন লাগে তাই নারে ?মেয়ে দুটোকে তো আমার বাইরে দিতে ইচ্ছা করে না।”
“হ্যাঁ ভাবি তুমি ভাবছো বাইরে যেতে ইচ্ছা করে না আমি তো ভাবছি নুর দিনকে দিন যেমন হচ্ছে বেয়ারা শ্বশুর বাড়িতে গিয়ে না জানি কি হয় কথা শুনতে হবে ।মেয়েকে কিছুই শিখায়নি বলবে। অথচ বাপ চাচার জন্য কিছুই শিখাতে পারি না কিছু বলতে গেলেই দোষ হয়ে যায়।
সব শ্বশুরবাড়ি তো আর আমাদের মত হবে না তাই না বল ?হাতে ধরে শিখিয়ে দিবে ভুল হলে মাফ করে দিবে ।সব সময় তো আর এমন হয় না ।খুব চিন্তা হয় জানো ?
ও যেরকম কথায় কথায় রাগ করে ছ্যান ছ্যান করে খেতে চায় না শ্বশুর বাড়িতে গিয়েও তো না খেয়ে বসে থাকবে ।কেউ কি আমাদের মত জোর করে খাওয়াবে ওকে?
রিমাটা তাও অনেক ম্যাচিউর নিজের কা*জগুলো নিজে করতে পারে সাইমনের কা*জগুলো দেখনা সব সুন্দর করে গুছিয়ে করে দেয় আমার তো কোন টেনশনই করতে হয় না।
এই যে সাইমনের কাপড়চোপড় এইটা সেটা সবকিছু তো গুছিয়ে রাখে রিমা। মেয়েটা খুব সংসারী মেয়ে ।খুব ভালো লাগে আমার এই রিমা কে দেখলে ওকে নিয়ে এট লিস্ট আর যাই হোক শ্বশুরবাড়ি থেকে কথা শুনতে হবে না ।
টেনশন তো হচ্ছে আমারে বু*দ্ধু মেয়েটাকে নিয়ে ।কথায় কথায় শুধু গাল ফুলিয়ে বসে থাকে না খেয়ে বসে থাকে।”
নওরিন আফরোজ সামিয়া বেগমের দিকে তাকিয়ে বলল ,”আচ্ছা এমনও তো হতে পারে ওকে বাসায় রেখে দেওয়া যায়।”
সামিহা বেগম অবাক হয়ে গেলেন ।বললেন ,”কি করে বাসায় রাখবো ?মেয়ে হয়ে জন্মেছে বিয়ে তো দিতেই হবে। এমন একটা জামাই যদি পেতাম হয় আমার মেয়ের জন্য মেয়ের মত হয়ে যেত আর না হলে আমার মেয়ে জামাইয়ের ভয়ে জামাইয়ের মত হয়ে যেত।”
হলেই হেসে ফেললেন সামিহা বেগম।
নওরিন আফরোজ দীর্ঘশ্বাস ছাড়লো ।মনের কথা মনে রাখল মুখ ফুটে আর কিছু বলল না ।আগে নিজে ভাববে।তারপর কথা বলবে।সাদাফ তো বললো কাকে যেনো বিয়ে করতে চায়।ছেলের পছন্দ তো দেখতে হবে।
নওরিন আফরোজ নিজেদের কা*জে মনোযোগী হল ।এদিকে সাদাফ গাড়িতে বসে অপেক্ষা করছে নূরের জন্য ।নূর এসে হনহনিয়ে গাড়ির পিছনের সিটের দরজা খুলে বসে পড়ল।
সাদাফ অবাক হয়ে গেল নূরের কান্ড দেখে ।সাথে সাথে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে বলল ,”কি হলো এটা ?তুই পিছনে বসলি কেন ?আমাকে কি তোর ড্রাইভার মনে হয় ?চুপচাপ সামনে আয় বলছি।”
নুর বলল ,”না আমি সামনে বসবো না ।আপনি তো কয়দিন পর বিয়ে করবেন সামনে আপনার বউকে বসান ।অন্যের জায়গা নেওয়ার আমার কোন ইচ্ছা নেই।”
সাদাফ সামনের দিকে তাকিয়ে মুচকি হাসলো ।আঙ্গুল দিয়ে কপাল একটু চুল*কাতে চুল*কাতে বলল ,”সেটা না হয় যখন হবে তখন দেখা যাবে এখন তুই সামনে আয়।কোম্পানি দে ।তাড়াতাড়ি আয় বলছি আমার দেরি হয়ে যাচ্ছে অফিসে যেতে হবে।”
নুর বলল ,”আমি যাব না সামনে ।আমি পিছনে বসবো ।”
সাদাফ বললো,”তুই ভালোমতো সামনে আসবি নাকি আমার পিছনে আসতে হবে?”
নুর বলল ,”বলেছে তো একবার আমি সামনে যাবো না ।আমি পেছনেই বসব ।”
সাদাফ চুপচাপ গাড়ির দরজা খুলে বের হয়ে সাথে সাথে পিছনে দরজা খুলে যেই মাথা ঢুকিয়ে দিল নুর ভয়ে সিটের মধ্যেই আধশোয়া হয়ে পড়ে গেল।
সাদাফ নুরের উপরে ভর না দিয়েই দুহাত দুপাশে দিয়ে নূরের উপরে ঝুঁকে বলল ,”তুই কি এখন উঠে চুপচাপ সামনে যাবি নাকি আমার আরো কিছু করতে হবে?”
“আর কিছু মানে?”ভয়ে ভয়ে জানতে চাইলো নুর।
“বুঝতে পারছিস না কি?” ঘোর লাগা কণ্ঠে বললো সাদাফ।
বলেই নুরের গালে হাত রাখলো।আঙুল দিয়ে গালে স্লাইড করত করতে বললো,” তোকে দেখলেই আমার এমন লাগে কেনো নুর?”
নুর বললো,” ক..কেমন লা.. লাগে?”
“এইযে তোকে বুকে নিয়ে আদর করতে ইচ্ছে হচ্ছে। ঠোঁট দুটো ছুয়ে দিতে ইচ্ছে করছে।তোকে এলোমেলো করে দিতে ইচ্ছে করছে। তোকে একটু গভীরভাবে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে নূর।”বলেই নুরের ঠোটের দিকে হালকা ঝুঁকতেই নুর চোখ বন্ধ করে ফেললো।
সাদাফ মুচকি মুচকি হাসছে নুরের ভয় পাওয়া দেখে।
নূর ভয় পেয়ে গেল নিঃশ্বাস ভারী হয়ে আসলো ।নিজের চোখের সামনে এত সামনে সাদাব কে দেখে বারবার নিজের উপরে খেই হারিয়ে ফেলে নুর ।তারপর আমতা আমতা করে বলল ,”কিছু করতে হবে না আমি সামনে যাচ্ছি।আমার উপর থেকে সরুন।আমার কেমন যেনো লাগছে।”
“কেমন লাগছে?”জানতে চাইলো সাদাফ।
নুর চুপচাপ শুয়ে রইলো।সাদাফ ধীরে ধীরে নুরের উপর থেকে উঠে দরজা ঠিকমতো খুলে দিল বলল সামনে আয়।
নুর চুপচাপ উঠে বসলো।
অফিসে বসে আছেন হুমায়ূন রহমান কিছু একটা ভাবছেন ফজলুর রহমান একটি ফাইল দেখছিল। হঠাৎ হুমায়ূন রহমান বলল ,”শুনলি তো সাদাফ বিয়ে করতে চাইছে ।”ফজলুর রহমান মাথা তুলে তাকালেন ।তারপর বলেন ,”হ্যাঁ ছেলে বড় হয়েছে বিয়ে তো করতে চাইবেই।
আমাদেরই ভাবা উচিত ছিল তা না করে নিজেরা বসে রইলাম ছেলের মুখ ফুটে বলতে হল। নীলা রহমান
ভাইয়া একটা জিনিস খেয়াল করেছো ও বলল পাত্রী কে আমরা ছোটবেলা থেকে চিনি ।তখন কথাটা ধরিনি ।কে হতে পারে যাকে আমরা ছোটবেলা থেকে চিনি?”
হুমায়ূন রহমান ফজলুর রহমানের দিকে তাকালেন ।তারপর একটু আমতা আমতা করে বললেন ,”আচ্ছা পাত্রী যদি তোর খুব চেনা হয় তাহলে কেমন হবে?”
ফজলুর রহমান বললেন ,”ভালই হবে চেনাজানা মধ্যে হলে তো ভালো আর নতুন করে চেনা জানা করতে হবে না ।সবকিছু আগে থেকেই বোঝ পোরা হয়ে থাকবে।
আমি তো আমার আশেপাশে বিয়ের উপযুক্ত এরকম কোন মেয়েকে দেখি না ভাইয়া যাকে আমি ছোটবেলা থেকে চিনি।”
হুমায়ূন রহমান চুপ করে রইলেন আর আর কিছু বললেন না ।বললেন সেটা হয়তো সাদাফ জানে হয়তো আমাদের মাথায় এখন আসছে না মেয়েটা হয়তো আমাদের খুবই পরিচিত।
তারপর কি মনে করে যেন বলল ,”আচ্ছা আমাদের মেয়ে দুটো তো বড় হচ্ছে ওদের ওতো বিয়ে দিতে হবে ।নুরকে নিয়ে তোর কি চিন্তা ভাবনা ?”
ফজলুর রহমান চট করে তাকালেন ভাইয়ের দিকে তারপর বললেন ,”এখনো তো ও ছোট ভাইয়া ওকে নিয়ে আর কি চিন্তা করব ।তার আগে তো রিমা ।রিমা পড়াটা শেষ হলে বিয়ে দিব তারপর নুরকে নিয়ে চিন্তা।”
“রিমা তো লেখাপড়ার জন্য অনেক সিরিয়াস এজন্য ওর লেখাপড়া আরেকটু এগুনোর পর ভার্সিটিতে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে উঠলে বিয়ের কথা চিন্তা করব ।কিন্তু নূর তো আবার লেখাপড়া বেশি একটা করতে চায় না ।তাই জিজ্ঞেস করলাম নূরকে নিয়ে তোর কোন প্লান আছে কিনা।
আমি তো বড় বাবা হিসেবেই নূরকে বাহিরে দিতে রাজি না তুই তো ওর নিজের বাবা তাই জিজ্ঞেস করলাম।”
ফজলুর রহমান হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে বললেন ,”নিজের বাবা বলে কি ভাইয়া ?আমার চেয়ে বেশি অধিকার নূরের উপরে তোমার কারন নূর তোমাকে সবার আগে বাবা বলে ডেকেছিল মনে নেই তোমার?”
হুমায়ূন রহমান হাসলো ।বলল ,”হ্যাঁ সর্বপ্রথম ও আমাকে বাবা বলে ডেকেছিল ।”
তারপর ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল ,”আচ্ছা সাদাফ যে ছোটবেলা তোর কাছ থেকে নুর কে চেয়ে নিয়ে গিয়েছিল মনে আছে তোর?এখন বিয়ে দিতে গেলে যদি বলে না বিয়ে দিবে না ওর কাছে রেখে দিবে তখন?”
ফজলুর রহমান খুব হাসলেন মনে পড়ে গেল সেই ছোট্টবেলার কথা ।যেদিন সাদাফের কোলে দিয়ে বলেছিলেন প্রমিস করে হ্যাঁ এখন থেকে নূর তোর ।তাই বললে ,”হ্যাঁ ভাইয়া ছোটবেলা তো দিয়ে দিয়েছিলাম কিন্তু এখন তো বড় হয়ে গেছে এখন কি আর এসব মনে আছে আর তাছাড়া বিয়ে তো একদিন দিতেই হবে কি করবো বলো?”
হুমায়ূন রহমান আমতা আমতা করছে ।ফজলুর রহমান খেয়াল করল ।তারপর জিজ্ঞেস করল ,”ভাইয়া তুমি কি আসলে কিছু বলতে চাচ্ছ ?”
হুমায়ূন রহমান সাহস করে বলল ,”যদি সাদাফ এখনো তোর কাছে নূরকে চেয়ে বসে ?আজও কি নূরকে ওর হাতে দিয়ে প্রমিস করে বলবি এখন থেকে নূর সাদাফের?
ছোটবেলা যে পুতুলটাকে তোর কাছ থেকে চেয়ে নিয়েছিল তোর কাছে প্রমিস করিয়েছিল বড় হওয়ার পর যদি তোকে বলে সে প্রমিস রক্ষা করতে এই পুতুলটাকে ওকে দিয়ে দিতে তখন কি করবি তুই?”
ফজলুর রহমান নির্বাক হয়ে গেলেন ।অবাক হতেও যেন ভুলে গেলেন ।চোখের পলক না ফেলেই তাকিয়ে রইলো হুমায়ূন রহমানের দিকে।
৬ কে + রিয়েকসন হলে রাতে রোমান্টিক পর্ব হবে।
না হলে দিবো না।
চলবে…………
Neela Rahman
কপি করা সম্পূর্ণ নিষেধ
Share On:
TAGS: নীলা রহমান, সুখময় যন্ত্রণা তুমি
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ১১+১২
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ৬
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ১
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ৫
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ৭+৮
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ৩৫+৩৬
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ১৫+১৬
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ১৭+১৮+১৯
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ৩
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ৯+১০