Golpo romantic golpo ডেনিম জ্যাকেট

ডেনিম জ্যাকেট স্পয়লার (বিবাহ পরবর্তী)


#ডেনিম_জ্যাকেট

#স্পয়লার (বিবাহ পরবর্তী)

‘ আদর করুন না! একটু, প্লিজ!’

কাব্যের গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যেও ভাং এর নেশার ঘোরে ঢুলতে ঢুলতে কুহু কাব্যের দিকে দু কদম এগুলো কথাগুলো বলতে।

কাব্য ভ্রু কুচকে কুহুর ওর দিকে এগুনোটা দেখলো! পরপর মারাত্মক গম্ভীর স্বরে স্রেফ বললো——-‘আমার প্রশ্নউত্তর পর্ব এখনো শেষ হয়নি! সোজা হয়ে দাড়া!’

কুহুর কানে বোধহয় কথাগুলো যায়নি। ও কাব্যর গলায় ঝুলে পড়ার প্রচণ্ড আগ্রহটুকু ধরে রেখে আবার এগুতে থাকে, হাটার মধ্যে কোনো ব্ল্যালেন্স নেই; শুধু দুলছে এদিক-ওদিক!

কুহু কাব্যের সামনে এসে ওর গলা জড়িয়ে ধরবে তার আগে কাব্য কুহুর মোলায়েম হাতদুটো খোপ করে ধরে নিলো, আরো একবার সোজা করে কুহুকে দাঁড় করিয়ে দিয়ে বলল——-‘আমার কথা শেষ হয়নি এখনো কুহু।’

তীব্র ভালোবাসার জোয়ারে কাব্যের এই বাধাটুকুর কুহুর ভ্রু নাচাল; পরপর কাব্যের থেকে মুখটা নামিয়ে মনটা বেজার করে নিলো। কাব্যের বোধহয় অমন মুখ বানানোতে মায়া লাগলো। ও কি মনে করে কুহুর হাতটা ছেড়ে দিল; ওভাবেই দাড়িয়ে রইল কুহু কি করে দেখার জন্যে।

কুহু দেখল যখন ওর হাত ছেড়ে দেওয়া; ও এবার লাফিয়ে উঠে ঝুলে পড়ল কাব্যের গলায়। কাব্য সেটা দেখে হঠাৎ হেসে উঠল! পাগলি একটা! কাব্য নিজেও কুহুর সরু কোমরটায় হাত রাখল; টেনে নিলো ওকে নিজের দিকে।

কুহু কাব্যের গলা জরিয়ে ধরে ঝুলতে ঝুলতে আদুরে গলায় বলল——‘একটা চুমু খাই আপনাকে?’

কাব্য হালকা হেসে দুদিকে মাথা নাড়ল! কুহুর যেন আকাশ জয় করে ফেলেছে; এমন একটা ভাব করে কাব্যের গালের দুপাশ শক্ত করে ধরল! এ যাত্রায় কাছের বোধ হল, ওর গালের মাংস এক করে দিচ্ছে কুহু।

কুহু কাব্যের গালটা ধরে কপালে চুমু খেতে যাবে অথচ কাব্য যে ভীষণ লম্বা! কুহু আবার মুখটা বেজার করে ফেলল, বলল———‘মাথাটা নামান না একটু।’

কাব্য হাসছেই শুধু কুহুর পাগলামি দেখে। ও চুপচাপ মাথায় নামিয়ে দিল! কুহু হাসল দুগাল ভরে। তারপর ঠোঁট দাবিয়ে একটা শক্ত চুমু খেলো কাব্যের কপালে!

কাব্যের তখন মনে হলো—- এই নেশায় ডুবে থাকা কুহুটাই মারাত্মক প্রেমী! বাস্তবের কুহু কেন এমন হয়না?

কাব্যের আবেশে দু চোখ বুজে আসছে। এবার আরো লোভী মনে কাব্য ওর গাল বাড়িয়ে দিল। কুহু ভ্রু উঁচিয়ে অবাক হয়ে বলল——‘গালেও চুমু খেতে হবে?’

কাব্য জবাবে মাথা নাড়ল—-‘হু, খেতে হবে। দে ঝটপট!’

কুহু কি করবে? বিস্ময়ভরা চোখে কাব্যকে দেখে গালেও চুমু খেলো! কাব্য কুহুর দিকে চেয়ে মৃদু হেসে কুহুর চুল গুছিয়ে দিতে দিতে কেমন ধরা গলায় বলল——‘কুহু, তুই সকাল হলে আজকের রাতের সবকিছু ভুলে যাবি! তাইনা?’

কুহুর ভীষণ ঘুম পাচ্ছিল! ও কাব্যের গলায় হাত রেখে জবাবে বলল——‘উ? কি ভুলে যাব?’

কাব্য জবাবে উত্তর দিল——‘এই যে তুই আমাকে চুমু দিলি; আদর চাইলি আমার থেকে?’

কুহু এবার হাসল। কাব্যের নাকটা টেনে দিয়ে খিলখিল করে হেসে বলল———‘ভুলে গেলে তুমি আবার মনে করিয়ে দিবে।’

কাব্য এইবার কুহুকে বাঘে পেল! এইবার সুবর্ণ সুযোগ কুহুর সঙ্গে বোঝাপড়া সেরে ফেলার। কাব্য জিজ্ঞেস করল——‘ কুহু; তুই কি এখনো আমাকে——‘

বাকি কথা শেষ করার আগে কুহু কাব্যের ঠোঁটে আচমকা আক্রমণ করে বসল! কাব্য তো পুরাই হতবম্ভ হয়ে রোবটের মতো দাড়িয়ে— কুহু মাত্র এটা কি করে ফেলল? কাব্যকে অস্থির করে দিল মুহূর্তেই? কাব্যের এতকালের ধৈর্য নিয়ে ছিনিমিনি খেলে দিল?

সেকেন্ডের মাথায় কুহু সরে আসলো;হাতের উল্টোপিঠে ঠোঁট মুছে কাব্যের দিকে চেয়ে বলল——‘ খুশি করে দিলাম আপনকে। এখন ঘুমাতে যাই আমি। গুড নাইট!’

বলে কুহু কাব্যের গলাটা ছেড়ে দিতে যাবে; তার আগেই কাব্য ব্যস্ত গলায় দ্রুত বলল——‘ ন..না! তুই ঘুমাবি না এখন।’

‘ তো কি করব?’—— কুহুর অবাক গলা!

কাব্য তাকিয়ে রইল কুহুর দিকে! যেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে!

— শেষ!

সব লিংক পাবেন এখানে

Share On:

TAGS: ,



CLICK HERE GO TO OUR HOME PAGE
Related Posts
 

0 Responses

Leave a Reply