বি মাই লাভার পর্ব ১৭
পর্ব- ১৭
সাদিয়া_খান(সুবাসিনী)
“ভয় পেয়ো না কিড্ডো। আমি আছি।”
বাড়িটা নিস্তব্ধ। করিডোরে শুধু পাহারাদারের পায়ের শব্দ।রুমের আলোটা নিভিয়ে দিলো। অল্প আলোয় নৈঋতার মুখটা আরও ফ্যাকাসে লাগছে। ঠিক এমন লেগেছিল যেদিন ওই ছোট্ট মেয়েটাকে সে কোলে করে নিয়ে এসেছিল। সেই ছোট্ট পুষ্পকলি তার কাছে থেকেই তো আজ প্রস্ফুটিত ফুল।যে ফুল সুগন্ধী ছড়িয়ে আজ তাকেই মাতাল করার পায়তারা করছে।চুলের দিকে হাত বাড়ালো সে।একটা বার স্পর্শ করার পর বুঝলো কি রাগ এই মেয়ের! একটা চুল ঝরলে সে অস্থির হয়ে যেত আজ সে নিজেই এই চুল কাটতে সিদ্ধান্ত নিয়েছে। আনমনে হাসলো।নিজের ভিতরের ওই অনুভূতিকে যদি উস্কে দেওয়া হয় তবে দিবে সে।হোক লোকের চোখে মন্দ, নিজের দায়িত্ব পালন করতে করতে এই মেয়ের মাঝে বন্দী হলে তার কি কিছু করার থাকে?
তিরতির করে কাপছে তার দুই ঠোঁট, নৈঋতার পাশে বিছানায় হেলান দিয়ে বসলো। এক হাতে অন্য হাত নিয়ে এক মনে তাকিয়ে রইল ওই চোখের দিকে।ভোর হতেই রুম থেকে বেরিয়ে গেল।পরিচারিকা ততক্ষণে এসেছে যখন নৈঋর ঘুম ভাঙলো। কিছু জিজ্ঞেস করার আগেই তাকে জানানো হলো দিলশাদ কোনো কাজে বেরিয়েছে।
“আমি বের হবো তাহলে।আমার পোশাক?”
” কিন্তু ম্যাম, চিফ আপনাকে বের হতে দিতে নিষেধ করেছে।”
“সে কে যে আমি তার নিষেধ শুনবো?আমি এখানে থাকবো না। আমাকে বন্দী করবে ও?”
ফ্রেশ হয়ে এসে নৈঋতা নিচে নামতেই সদর দরজার সিকিউরিটি গার্ড তাকে বের হতে বাধা দিলো। নৈঋতা সাধারণ খুবই ঠান্ডা মেজাজের মেয়ে বলেই সবাই জানে।কোনো রাগ নেই, জেদ নেই। দিলশাদের কথা সব শুনে কিন্তু আজ সে কিছুই শুনছে না।তাকে বের হতে না দেওয়াতে একের পর এক জিনিস ভাঙচুর করলো। স্পোর্টস রুম থেকে হকিস্টিক নিয়ে এসে এক এক করে ভাঙতে শুরু করলো।বাদ গেল না দিলশাদের প্রিয় পিয়ানোটাও।
সিকিউরিটি গার্ডরা ছুটে এলো। একজন এগোতেই অন্যজন থামিয়ে দিয়ে বলল,“চিফ বলেছে—কেউ বাধা দেবে না।”
দিলশাদ সদর দরজায় এসে দাঁড়িয়েছে তার এক মুহুর্ত পর পিয়ানোটা হকিস্টিক দিয়ে অনবরত আঘাতে চুরমার হচ্ছে। পিয়ানোটায় শেষবার যখন আঘাত করলো তার চোখ এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল।এক মুহুর্তে মনে পড়ে গেল ওই পিয়ানোতে সুর তুলে সে নিজেকে কত রাত সামলে রেখেছে, কত স্মৃতি জমে আছে। তবুও সে নিশ্চুপ।গার্ডরা একে অপরের দিকে তাকিয়ে বলল,
“চিফ নিজে কিছু বলছে না।আমরা এখানে কিছুই করবো না।”
দিলশাদ ততক্ষণ দাঁড়িয়ে রইল যতক্ষণ নৈঋর পায়ে কাঁচের টুকরোর আঘাত না লাগলো।দ্রুত পায়ে সে এগিয়ে যেতেই নৈঋ অনুভব করলো তাকে হয়তো গার্ডরা থামাতে আসছে তাই পিছন ফিরে সজোরে আঘাত করলো।কিন্তু দিলশাস প্রতিরোধ করলো না। হকিস্টিক সজোরে আঘাত করলো ওর কপালে।এক মুহূর্ত! সেই এক মুহুর্তে বাকীরা দৌড়ে আসতে চাইলো কিন্তু দিলশাদ হাত ইশারায় থামিয়ে দিলো তাদের। ক্রিমসন রঙের এক সূক্ষ্ণ ধারা বেয়ে এলো মুখ ঝুড়ে।হকিস্টিক পড়ে গেল নৈঋতার হাত থেকে।দিলশাদ তাকে ধমক দিলো না কিছু বললো না।উল্টো তার পায়ের যেখানটায় আঘাত লেগেছে সেখানে রুমাল চেপে ধরলো। জ্যাককে আদেশ করলো,
“ডাক্তার ডাকো জলদি।”
“খুব লেগেছে কিড্ডো?এসো আমার সাথে।”
নৈঋতা হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছে।ওর হাত জ্বলছে, লাল হয়ে গেছে। দিলশাদের চোখে মুখে আতঙ্ক।
“আমি ঠিক আছি।আপনি ডাক্তারের কাছে যান।”
“তোমার শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝড়ে যাওয়াটা কতোটা ক্ষতির তুমি জানো?”
কোনো কথা না বলে তাকে তুলে নিলো দিলশাদ।পরিচারিকাদের নির্দেশ দিলো সব কিছু পরিষ্কার করতে। নৈঋতার এই এক সমস্যা, রক্ত তার Rh null গ্রুপের এবং সহজে রক্ত ঝরা বন্ধ হয় না।ডাক্তার এসে তাকে দেখলো। দিলশাদের পরনের সাদা শার্টে রক্ত স্পষ্ট হয়ে আছে। জ্যাক এসে তার পাশে দাঁড়িয়ে বলল,
“চিফ, লেডির ট্রিটমেন্ট শেষ হয়েছে, আপনার ক্ষতটা?”
দিলশাদ টাইটা খুলতে খুলতে বলল,
“ফার্স্ট এইড বক্স নিয়ে এসো জ্যাক।যে আঘাত দিয়েছে, সেই এখন আদর ও দিবে।”
জ্যাক মুচকি হেসে বলল,
“ইয়েস বস।”
বক্সটা নৈঋতার সামনে রেখে দিলশাদ খানিকটা কঠিন স্বরে বলল,
“আমাকে আঘাত করার অধিকার কেবল তোমার আছে মাই রেইনবো।কিন্তু আমাকে আমার মতো করে বাঁচিয়ে রাখার দায়িত্বও তোমার।তুমি আমাকে যত ইচ্ছে আঘাত করো আপত্তি নেই কিন্তু আঘাতের পর আমার যে তোমার কাছেই আরোগ্য চাই। ফিরিয়ে দিবে আমায়?এতো সাহস তোমার আছে?তাকাও আমার দিকে মাই প্রিন্সেস, তোমার রাগ, অভিমান, জেদ সব কিছু এই দুই হাতে আগলে নিয়ে বসে আছি আমি আর তুমি কি না মুখ ফিরিয়ে রাখবে?এই অনুমতি তো আমি তোমায় দেইনি।”
“আমি তো আশ্রিতা, আমার কাছে কেন আপনি?”
“কে বলেছে তুমি আশ্রিতা?তুমিই তো সব।”
“আপনার বাড়িতে থাকছি, খাচ্ছি আবার আপনাকেই সিডিউস করছি।আমি কি ভালো?”
দিলশাদ খানিকটা এগিয়ে গেল ওর দিকে।চোখে তার চাপা হাসি।নৈঋতাকে তার মুখোমুখি বসিয়ে সে বলল,
“সিডিউস শব্দের মানে জানো প্রাণপাখি? সিডিউস শব্দটার ভার বইতে পারবে তো?”
চলবে( কালকের মধ্যে ২কে পূর্ণ হলে রাতে আরেকটা পর্ব দিবো।)।
Share On:
TAGS: বি মাই লাভার, সাদিয়া খান
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
বি মাই লাভার পর্ব ২
-
বি মাই লাভার পর্ব ৪
-
বি মাই লাভার পর্ব ১
-
বি মাই লাভার পর্ব ১৫
-
বি মাই লাভার পর্ব ৭+৮
-
বি মাই লাভার গল্পের লিংক
-
বি মাই লাভার পর্ব ৩
-
বি মাই লাভার পর্ব ৫+৬
-
বি মাই লাভার পর্ব ১১+১২
-
বি মাই লাভার পর্ব ১৬