bhooter golpo

গল্পঃ জ্বীনের প্রতিশোধ পর্ব ২


📗গল্পঃ জ্বীনের প্রতিশোধ

📝লেখকঃ মোঃ নিশাদ

📜পর্বঃ২

————————————–

 লা*শটা দেখে, জয়নাল শাহাদাৎকে বলেন। এই শাহাদাৎ যা নিয়ে যা আর লা*শের মাথাটা কে*টে নিয়ে আয়। 

জয়নালের কথায় শাহাদাৎ বলে, আমার তো ভয় করছে রে, তুই নাম কবরে আর মাথাটা কেঁ*টে নিয়ে আয়। 

শাহাদাতের কথায় জয়নাল রা*গ করে বলেন, ভয় নিয়ে কাজ করলে কি কবিরাজি শেখানো যাবো, দে হাতিয়ারটা আমাকে দে আমি লা*শের মাথাটা কে*টে নিয়ে আসি, তুই উপরে থেকে দেখ কেউ আসে কিনা। 

কথাটা বলে জয়নাল নেমে যায় কবরের ভিতরে, জয়নাল যখন কবরে নামে, উপরে থেকে শাহাদাৎ তখন দেখতে পান, চার থেকে পাঁচটা শেয়াল ওদের দিকে এগিয়ে আসছে। 

এই দেখে শাহাদাৎ বলেন, জয়নাল এই জয়নাল ওই দেখ আমাদের দিকে কয়েকটা শেয়াল এগিয়ে আসছে। 

 ওদিকে কবরের ভিতর থেকে জয়নাল বললেন, চুপ করে থাক তো শেয়াল আবার এমন কি একটা লাঠি দিয়ে ভয় দেখা পালিয়ে যাবে। 

 জয়নালের কথায় শাহাদাৎ চুপ করে ঐ শেয়াল গুলোর দিকে তাকিয়ে আছে, এদিকে শেয়াল গুলো আস্তে আস্তে কিছুটা কাছে আসায় শাহাদাৎ দেখলেন শেয়াল গুলো সাধারণ শেয়ালের থেকে অনেক বড়, শেয়াল গুলোর চোখ  আগুনের মত জলজল করছে দাঁত গুলো অনেক বড় বড় ও ছুচালো। 

এমন অদ্ভুত রকমের শেয়াল দেখে শাহাদাৎ ভয়ে জয়নালকে বলে জয়নাল একবার উপরে তাঁকা আমার মনে হয় এগুলা সাধারণ কোন শেয়াল নারে। 

শাহাদাতের কথায় জয়নাল কবর থেকে উপরে তাকিয়ে ও নিজে দেখেও বুঝতে পারে আসলেই এগুলা সাধারণ কোন শেয়াল না। 

বিষয়টা বুঝতে পেরে জয়নাল বললেন, শাহাদাৎ কি করবো। 

জয়নালের কথায় শাহাদাৎ বললেন, চল পালাতে আগে জিবন বাচাঁই। 

কথাটা বলে দুজনে পালাতে যাবে, তখন শুরু হয় ভয়ংকর একটা ঘটনা, পালানোর জন্য জয়নাল কবর থেকে উঠতে যাবে, তখনি কবরের ভিতর থেকে কে যেনো জয়নালের পা টেনে ধরে। 

জয়নালের পা টেনে ধরায় জয়নাল ভয়ে চিৎকার করতে থাকে৷ জয়নালের এমন অবস্থায় উপর থেকে শাহাদাৎ জয়নালের হাত ধরে টানতে থাকে। 

__কবরের ভিতরে থাকা অবয়বটা কোন ভাবে  জয়নালের পা  ছাঁড়ছেনা। এদিকে উপরে থাকা হিংস্র ভয়ংকর শেয়াল গুলো এগিয়ে আসতে থাকে ওদের দিকে। 

এমন অবস্থায়, উপরে থাকা শাহাদাৎ জয়নাল হাত ধরে শরীলের সমস্ত শক্তি দিয়ে টানতে থাকে, জয়নাল ও কবর থেকে উঠার জন্য শরীলের সব শক্তি প্রয়োগ করে। 

 এমন অবস্থায় কবরের ভিতরে থাকা অবয়বটা জয়নালের পা ছেড়ে দেন। জয়নাল কবর থেকে এক লাফে উপরে উঠে। 

জয়নাল উপরে উঠায় শাহাদাৎ ও জয়নাল সেখান থেকে এক দৌড় দ

Share On:



CLICK HERE GO TO OUR HOME PAGE
Related Posts
 


0 Responses

Leave a Reply