সুখময়_যন্ত্রনা_তুমি
neela_rahman
পর্ব_৭৩
“তোকে এই লাস্ট বার বলছি নূর দরজা খোল না হলে কিন্তু সত্যি সত্যি আমি চলে যাব সাবার কাছে ।তুই কি সেটাই চাচ্ছিস ?এখন দরজা খুল।নাহলে গেলাম।”বললো সাদাফ। নীলা রহমান লেখিকা
“বলেছি তো খুলবো না ।যেখানে যাওয়ার সেখানে চলে যান আপনি ।”বললো নুর।
সাদাফ বললো,”ঠিক আছে তাহলে যাচ্ছি ।”
বলেই সাদাফ আর নক করল না ।চুপচাপ এমন একটা অভিনয় করল যেন ও চলে যাচ্ছে সত্যি।নূর চিন্তা করলো সত্যি সত্যি কি সাবার কাছে চলে গেল ? দরজা হালকা খুলে উঁকি মেরে একটু দেখবে কি নুর ?সেই চিন্তা করে দরজার দিকে এগিয়ে এলো ।দরজা হালকা করে খুলে যেই উঁকি মারল অমনি সাদাফ এক হাত ঢুকিয়ে দিল দরজার ভিতরে ।তারপর নিজেও ঢুকে দরজা লাগিয়ে দিল।
নুর বোকা বনে গেল কিভাবে সাদাব ভাই নূরকে বোকা বানালো ।নুর নিজের কানে শুনলো সাদাফ ভাই চলে যাচ্ছে ।জুতার আওয়াজ পেয়েছিল তাহলে রুমের ভিতর ঢুকলো কি করে ?
এদিকে সাদাফ তাকিয়ে দেখছে নুরের চোখ মুখ ফুলে গিয়েছে কান্না করতে করতে।
সাদাফ বলল ,”একটু বকা দিলে বুঝি এত কান্না করতে হয় ?এত চোখে পানি তোর কোত্থেকে আসে শুনি?”
নুর অনেক অভিমান করেছে কথা বলবে না এই লোকের সাথে ।তাই উল্টো পায়ে চলে যেতে চাইলে সাদাফ হ্যাঁচকা টানে নূরকে নিজের বুকের সাথে চেপে ধরল ।খুব জোরে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরল নূরকে।
যেন সাদাফ নুরের মাঝে এক চুল পরিমাণ জায়গা অবশিষ্ট নেই ।সাদাফ আড়াআড়ি করে দুই হাত দিয়ে নূরের পিঠে চাপ দিয়ে নিজের বুকের সাথে চে*পে ধরে আছে ।নূর যেন ঠিকঠাক মত নিঃশ্বাসটাও নিতে পারছে না।
নুর কোন মতে আমতা আমতা করে বলল ,”আমাকে ছেড়ে দিন আমার কষ্ট হচ্ছে ব্যথা পাচ্ছি ।”
সাদাফ বলল ,”এভাবে ধরলে কেউ ব্যথা পায় না অভ্যাস করে নে সব সময় তোকে আমি এভাবেই ধরবো।”
কিন্ত আমি…….. আর বলে শেষ করতে পারল না নূর ।সাথে সাথে সাদাফ বলল ,”হুঁশ আর একটি কথাও না ।”
বলে নূরের কাঁধে ছোট ছোট করে চু*মু খেতে লাগলো সাদাফ।
নূরা আর নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারল না ।ধীরে ধীরে হাত দুটো উঠিয়ে সাদাফ কে নিজ থেকে জড়িয়ে ধরল ।সাদাফ টের পেল সাদাফের পিঠে ধীরে ধীরে লতানো লতার মতো আকড়ে ধরছে দুটি হাত।
সাদাফ যেন ধীরে ধীরে আরো মোহাচ্ছন্ন হয়ে পরল ।নূরের প্রতিটি স্পর্শ যেন ওর ভিতরে পুরুষ সত্তাকে জাগিয়ে দিচ্ছে ।আজ কেন এরকম হচ্ছে ? নুর তো কতই কাছে এসেছে কিন্তু আজকের মত নয় । আগে ও নুরকে চু*মু খেয়েছে কখনো নুরকে এভাবে নিজের শরীরের সাথে লা*গিয়ে জড়িয়ে ধরা হয়নি ।
যেন প্রত্যেকটা রন্ধে রন্ধে অনুভব করছে নুরকে সাদাফ।আজকে যেন সাদাফ নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারছে না থেকে থেকে ওর বারবার মনে হচ্ছে নতুন বিবাহিত স্ত্রী।
কিন্তু আরেক মনে বলছে নুর তো জানেনা ও তো বোঝেনা ও তো সাদাফ কে স্বামী হিসেবে কখনো গ্রহণ করেনি ।যদিও সাদাফ সব সময় জানে নুর ওর বিবাহিত স্ত্রী তাই এভাবে সেভাবে ছুঁয়ে দেয় । নীলা রহমান লেখিকা
কিন্তু আজ খুব কষ্ট হচ্ছে নিজেকে নূরের কাছ থেকে দূরে রাখতে ।এই চিন্তাভাবনার মধ্যে সাদাফ হঠাৎ নূরের কাঁধে জোরে একটি কা*মড় বসিয়ে দিল।
নুর হালকা আহ বলে চিৎকার করে উঠতেই সাদাফ সাথে সাথে দুই হাত দিয়ে নূরের মুখ চেপে ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল।
এদিকে রিমা আবারো চিন্তা করতে লাগলো ।গতকাল যখন দুজনে ভালোবাসার কথা জানাজানি হল ……….
রিমা বলেছিল,”তাহলে এখন?”
সায়মন :কি এখন?
“আজ থেকে আমাদের অফিসিয়াল ডেট শুরু।”বললো রিমা।
সায়মন : তো??
“গাধা অফিশিয়ালি ডেট শুরু করলে রিলেশনশিপ শুরু হলে চু*মু খেতে হয়।”বললো রিমা।
“তাহলে আগে পরে যা খেয়েছি সেগুলো কি ছিল?চাচাতো ভাই বোন টাইপ চু*মু?”
গাধা তুই সর এখান থেকে ……..আর কথা বলে শেষ করতে পারল না রিমা ।সাথে সাথেই সায়মন রিমার ঠোঁট চে*পে ধরল নিজের ঠোঁট দিয়ে ।দুই হাত চে*পে ধরল বিছানার সাথে।
চলবে………….
Neela Rahman
ভেবেছিলাম আজকের পর্ব দিবোনা যেখানে আগে 7 কে এর উপরে লাইক হতো এখন সেখানে 5 কে পার হয় না ।তাহলে এত কষ্ট করে শরীর অসুস্থ নিয়ে দিয়ে কি লাভ ? সেই ভুয়া পেইজের গল্প আগে পেয়ে পড়েন আবার মেসেজ দেন আগের পর্বের সাথে মিল নেই কেনো?আজকে তাও একটু দিলাম যদি এই পর্ব 7 কে লাইক ক্রস না করে তাহলে আগামীকাল সকালে রেস্ট নিব।![]()
![]()
Share On:
TAGS: নীলা রহমান, সুখময় যন্ত্রণা তুমি
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
সুখময় যন্ত্রনা তুমি পর্ব ৯৮
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ৪৯
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ৩৫+৩৬
-
সুখময় যন্ত্রনা তুমি পর্ব ১০০
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ১৫+১৬
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ১৭+১৮+১৯
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ৫৫
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ২৭+২৮
-
সুখময় যন্ত্রনা তুমি পর্ব ৪৬
-
সুখময় যন্ত্রনা তুমি পর্ব ৪৭