Golpo romantic golpo সুখময় যন্ত্রণা তুমি

সুখময় যন্ত্রণা তুমি পর্ব ৮০


সুখময়_যন্ত্রনা_তুমি

neela_rahman

পর্ব_৮০

সাদাফ নূরকে নিয়ে পুকুর ঘাটে এসে নৌকার জন্য দাঁড়ালো ।নৌকা চালাতে পারে যে মাঝি উনি বললো ,”চলুন আমি আপনাদের ঘুরিয়ে নিয়ে আনছি ।”

সাদাফ বললো,” না লাগবে না ।আপনি শুধু নৌকা এখানে এনে দিন আমি নিজেই চালাতে পারব।”

বলেই নূরের দিকে তাকিয়ে বলল ,”নৌকায় ওঠ তোকে ঘুরিয়ে আনছি ।”নূর সাদাফের দিকে তাকিয়ে বলল ,”আপনি নৌকা চালাতে পারেন ?কোনদিন তো দেখিনি!”নীলা রহমান

“যখন আমি নানি বাড়িতে ঘুরতে গিয়ে নৌকা চালিয়েছি তখন তুই ল্যাদা বাচ্চা ।তোকে কাধে নিয়ে ঘুরি তখন।তুই কিভাবে দেখবি?”বললো সাদাফ।

মাঝি নৌকা পাড়ে আনতেই পুকুরে সিড়ি পেরিয়ে নৌকায় উঠতে লাগলো নূর। কিন্ত নৌকা দুলে উঠছে বারবার।সাদাফ বললো,” দাড়া আমার হাত ধর। আমি উঠিয়ে দিচ্ছি ।”

নূর সাদাফ এর হাতে হাত রাখলো ।সাদাফ সুন্দর করে নুর কে নৌকায় উঠিয়ে দিয়ে মাঝির হাত থেকে বৈঠা নিয়ে বলল ,”আপনি যান আমি এতটুকু চালাতে পারবো।”

বলেই বৈঠা হাতে নিয়ে নৌকায় উঠে বসল সাদাফ।সাদাফ দেখল নুর সামনে নৌকার আরেক পাশে একা একা বসেছে ।সাদাফ বিরক্ত হলো ।মেয়েটা পাকামি করে এত দূরে গিয়ে বসেছে কেন ?কি উদ্দেশ্যে নিয়ে আসলো আর কোথায় গিয়ে বসল নুর? বিরক্তিভাব নিয়ে সাদাফ বৈঠা নাড়িয়ে নৌকা চালাতে লাগলো।

পুকুরের ঠিক মাঝ বরাবর গিয়ে নৌকা দুলতে লাগলো ।নুর ভয় পেয়ে গেল ।দুই হাত দিয়ে দুই দিকে নৌকা চে*পে ধরে বলল ,”ভাইয়া ভয় লাগছে ।নৌকা এরকম দুলছে কেন?”

সাদাফ বলল ,”আমি তো বলতে পারবোনা নৌকা কেন দুলছে ?শক্ত করে ধরে বসে থাক ।”বলেই নৌকাকে আবারও দোলাতে লাগলো সাদাফ কিন্তু বোকা নুর বুঝতে পারছে না নৌকা কেন দুলছে?”

নূর আবার বলল ,”ভাইয়া ভয় লাগছে ,ভীষণ ভয় লাগছে আমার ।”

সাদাফ বলল ,”তাহলে কাছে আয় ।আমি আছি তো ভয় পাবি না। কিচ্ছু হবে না ।”নূর বললো,” কাছে আসবো কোথায় ?”নীলা রহমান লেখিকা

সাদাফ বলল ,”যতটা কাছে এলে আর ভয় পাবি না ঠিক ততটা কাছে আয়।”

নুর বলল ,”কোথায় তাহলে ?”

সাদাফ বললো ,”আমার বুকে আয় তাহলে আর কোন ভয় পাবি না।”

নুর ধীরে ধীরে এলোমলো পায়ে নিজের জায়গা থেকে উঠে ধীরে ধীরে এগিয়ে এলো সাদাফ এর কাছে ।এসে বলল ,”কোথায় বসবো ?”

সাদাফ নিজের দু পা ফাঁক করে বৈঠাটা সরিয়ে বললো,”এখানে বস ।তাহলে আর ভয় পাবি না।”

নুর আমতা আমতা করলেও একটু একটু করে ঘুরে সাদাফের দুই পায়ের মাঝখানে বসল সাদাফ নুরের উপর দিয়েই বৈঠা নিয়ে ধীরে ধীরে চালাতে লাগলো ।আর একটু পুকুরে মাঝখানে যেতে লাগলো ।আর মনে মনে হাসলো ইচ্ছা করে নৌকা দুলিয়েছিল সাদাফ কিন্তু নূর এতটাই বোকা বুঝতে পারিনি একটু নিজের কাছে আনার জন্য।

পুকুরে ঠিক মাঝখানে এসে বৈঠকে সাইডে রেখে নুরের পিছন থেকে জড়িয়ে ধরে নূরের কাধে নাক ঘষতে ঘুষতে কপাল ঠেকিয়ে বলল ,”নুর একটা কথা বললে শুনবি?”

নুর আচমকা এমন কাণ্ডে যেন ভয় পেয়ে গেল। ধীরে ধীরে গুটিয়ে শুটিয়ে গেল নুর। পুকুরের মাঝখানে নৌকায় সাদাফ এমন ভাবে নুরকে জড়িয়ে ধরেছে নূর যেন লজ্জায় আরো লাল হয়ে গেল ।চুপচাপ বসে আছে নূর ।ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে নুর। নিঃশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে নুরের।ধীরে ধীরে আমতা আমতা করে বলল ,”কি করব?”

সাদাফ নুরের কাঁধে ছোট ছোট চু*মু একে বলল ,”চল বিয়ে করি ।আজকে এই মুহূর্তে করবি? শুধু হ্যাঁ কর বিয়ের জন্য রাজি হো ।বাড়িতে কি হবে না হবে সবকিছু আমি টেক কেয়ার করব।তুই শুধু আজকে এই মুহূর্তে আমাকে বিয়ে কর নুর। তোকে আমি আজকে থেকে এই মুহূর্ত থেকে নিজের স্ত্রী হিসেবে চাই ।বল করবি কিনা?”

নূর সাদাফের এহেন কথা এবং ভালোবাসার স্পর্শে যেন পা*গল হয়ে যাচ্ছে ।কি করবে কি বলবে বুঝতে পারছে না ।একদিকে সাদাফের আ*গ্রাসী ভালোবাসা অন্যদিকে বিয়ে করার জন্য আকুল আবেদন? কি করবে নূর বাসায় কিভাবে বলবে ?এখন যদি সাদাফ ভাইকে না বলে বিয়ে করে সবাই রাগ করবে ।তাদেরকে কিভাবে বুঝাবে ? কিন্ত সাদাফ ভাইকে বা না করবে কিভাবে নুর।নুর যে ভিষন ভালবাসে সাদাফ ভাইকে।কোন কিছুই বুঝতে পারছে না নুর ।নুর আমতা আমতা করে বলল ,”বাবা শুনলে রাগ করবে।”

সাদাফ এক হাত দিয়ে নূরের মুখটা একটু ঘুরিয়ে সাদাফের দিকে করে ছোট্ট একটি চু*মু খেলো ।তারপর বলল ,”যে যা খুশি বলুক আজকে থেকে এই মুহূর্তে থেকে তুই আমাকে নিজে স্বামী হিসেবে গ্রহণ করবি রাজি কিনা বল?

না করিস না প্লিজ ।আজকে না করলে আমি ম*রে যাব নুর।”বলেই নূরের ঠোঁটে আবারো ভালোবাসার পরশ দিতে লাগলো সাদাফ। নূরকে যেন কোন কিছু বলার সুযোগ দিচ্ছে না। তারপর নুরের ঠোঁট ছেড়ে নুরের দিকে গভীরভাবে তাকিয়ে থেকে বলল ,”সবার রাগ তুই সহ্য করতে পারবি না আমার জন্য ?আমার ভালবাসার জন্য?”

চলবে____________

Neela Rahman

[২০ মিনিট হবে বাসায় এসেছি ।রাস্তা থেকেই একটু একটু করে টাইপ করতে করতে এসেছি বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।আর বেশি বেশি করে রিএকশন দিবেন এরকম অল্প রিয়েকশন হলে এত কষ্ট করে আর গল্প দিব না]

Share On:

TAGS: ,



CLICK HERE GO TO OUR HOME PAGE
Related Posts
 

0 Responses

Leave a Reply