সুখময়_যন্ত্রনা_তুমি
neela_rahman
পর্ব_৬৫
হুমায়ূ রহমান বাইরে দাঁড়িয়ে আছে আর ভাবছে কি ছেলেই বা পয়দা করলো এই বয়সে নাকি এখন এসব কাজ করতে হচ্ছে দরজা বাইরে দাঁড়িয়ে পাহারা দিতে হচ্ছে।
আচ্ছা এখন যদি ফজলুর এসে পড়ে তাহলে কি বলবে?
মনে মনে যেন ভয়ে ঘেমে যাচ্ছে হুমায়ূন রহমান।
নিজেকে মনে মনে কতশত গালি দিল কেন ছেলেকে বলেছিল আমি তোর বন্ধুর মতো এখন থেকে সব কথা আমার সাথে শেয়ার করবি ছেলে এখন এমন এমন কথা শেয়ার করে যা মানুষ শুনলে পাগল ছাড়া কিছুই বলবে না। নীলা রহমান
হঠাৎ হুমান রহমানের মাথায় আসলো আচ্ছা ছেলেটা যদি রুমের ভিতরে এখন কোন পাগলামি করে বসে ?কি এক দুশ্চিন্তার মধ্যে ফেলে দিল ছেলেটা ! হুমায়ূন রহমান চিন্তা করলেন একবার কি নক করবে দরজা?
এদিকে সাদাফ নূরকে বেসামাল ভাবে ভালবাসার পরশ দিতে লাগলো ।নূর যেন কাবু হয়ে গেল পুরোটাই ।সাদাফের বুকে নিজের সম্পূর্ণ ভার ছেড়ে দিল।
ধীরে ধীরে নূরে ঠোঁট ছেড়ে দিল সাদা সাদা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে নুর যেন পুরোই জড়োসড় হয়ে শুয়ে আছে সাদা ফেসবুকে সাদা ধীরে ধীরে নুরে চুল গুলো মুখ থেকে সরিয়ে নিয়ে আঙ্গুল দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলল এটা তো শাস্তি দুইদিন আমাকে ফোন দিস নি কেন?
নূর ধীরে ধীরে একটু স্থির হয়ে আনতাম তা করে বলল আমি তো ফোন দিতে চেয়েছিলাম বিশ্বাস করুন আম্মুর মোবাইল দিয়ে আপনার মোবাইলে ফোন ঢুকছিল না আর আপনি হয়তো আমাকে ফোন দিচ্ছিলেন না।
সাদাপুরের কথা শুনে অবাক হয়ে গেল আম্মুর মোবাইল দিয়ে ফোন আসবে না কেন লাস্ট আম্মুর সাথে যখন কথা হলো তখন তো ঠিকই ফোন এসেছিল।
সাদাফ নূরের দিকে তাকিয়ে নুরের ঠোঁট মুছতে মুছতে বলল ,”তাহলে শাস্তিটা তো ভুলে দিয়ে ফেললাম ।শাস্তিটা ফিরিয়ে নিতে হয় কি বলিস ?বোকা নুর প্রশ্ন করলে কিভাবে ?সাদাফ একটু মুচকি হাসলো ।হেসে সাথে সাথে নূরের ঠোঁটে আবার ছোট্ট করে ভালবাসার পরশ দিলো দিয়ে বলল ,”এভাবে। নে শাস্তি ফিরিয়ে নিলাম।”
নুর ল*জ্জায় সাদাফের বুকে মুখ গুঁজে দিল ।সাদাফ নুরের মাথায় হাত বুলাতে বুলাতে বলল ,”আচ্ছা এবার তাড়াতাড়ি ওঠ ।বাবা বাইরে দাঁড়িয়ে আছে যেকোনো সময় তোর বাবা চলে আসবে।”নীলা রহমান
নুর সাথে সাথে চট করে তাকালো সাদাফের দিকে ।তারপর বলল ,”আপনি বড় বাবাকে বাইরে পাঠিয়েছেন এসবের জন্য ?”
সাদাফ মুচকি হাসলো ।হেসে বলল ,”না অন্য কিছুর জন্য ।এখন তাড়াতাড়ি ওঠ উঠে আমার জন্য একটা আপেল রেডি কর ।দেখ আমার বাবা তোর বাবা বাইরে এল বলে।”
কি বলবে সাদাফ কে বুঝে উঠতে পারলো না নুর।সাথে সাথে উঠেই একটি আপেল নিয়ে নিচে ছু*রি দিয়ে কা*টতে লাগলো হঠাৎ দরজায় নক করার শব্দ পেল ।সাদাফ বললো ,”ভিতরে এসো।”
হুমায়ূন রহমান দরজা একটু ফাঁকা করে দেখলেন ,”নুর নিচে বসে আপেল কা*টছে ।”
হুমায়ুন রহমানের ক*লিজাটা যেন ঠান্ডা হলো কারণ করিডোরে দেখছে ফজলুর হসপিটাল এর ফাইল নিয়ে এগিয়ে আসছে।
বাড়িতে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা ছয়টা বেজে গেল । হুমায়ন রহমান সাদাফের সমস্ত অফিস ও হসপিটাল এর ফাইল নিয়ে এগিয়ে গেলেন ।ফজলুর রহমান ও গেলেন সাথে সাথে ।সাদাফ ধীরে ধীরে হাটছে নুর সাদাফের সাথে হেঁটে হেঁটে বাড়ির ভিতরে ঢুকলো।
নওরিন আফরোজ আগেই সাদাফের রুম গুছিয়ে রেখেছে ।নিচে সামিহা বেগম বিকালের জন্য নাস্তা বানিয়েছিলেন ।সাদাফ কে দেখে আবার রান্নাঘর থেকে বের হয়ে এলেন।
সামিহা বেগম তাড়াতাড়ি এসে সাদাফের হাত ধরে বলল ,”তাড়াতাড়ি আগে সোফাতে বস এখান থেকে একবারে চা নাস্তা খেয়ে উপরে যাবি সায়মন নিয়ে যাবে।”
সাদাফ ছোট আম্মুর দিকে তাকিয়ে বলল ,”আম্মু ব্যথা আমি হাতে পেয়েছি পায়ে না। সায়মন কে নিয়ে যেতে হবে কেনো?”
মন ভালো নেই তাই বেশি বড় করে লিখতে পারলাম না ।শরীরটা অসুস্থ কমেন্টসে যা বলার বলেন ।আপনাদের সব অভিযোগ আমি মাথা পেতে স্বীকার করে নিলাম।
চলবে..
Share On:
TAGS: নীলা রহমান, সুখময় যন্ত্রণা তুমি
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ৫৫
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ৯+১০
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ৬৯
-
সুখময় যন্ত্রণা তুমি গল্পের লিংক
-
সুখময় যন্ত্রনা তুমি পর্ব ৪৮
-
সুখময় যন্ত্রনা তুমি পর্ব ৪০
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ৫৭
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ৬১
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ৬৮
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ৬৩