সুখময়_যন্ত্রনা_তুমি
neela_rahman
পর্ব_৫২
সাদাফের মন মেজাজ ভালো ছিল না ।তাই অফিসের পর আর বাসায় ফিরেনি বন্ধুদের সাথে আড্ডা মে*রে একেবারে রাত 9 টার দিকে বাসায় ফিরল ।বাসায় ফিরে দেখল ড্রয়িং রুমে সবাই ওর জন্য অপেক্ষা করছে ।এদিক ওদিক না তাকিয়ে উপরে উঠবে ঠিক এমন সময় নুর পিছন থেকে দৌড়ে এসে এক গ্লাস পানি দিয়ে বলল ,”পানি খান আপনাকে ভীষণ টায়ার দেখাচ্ছে।”
বাড়ির লোক সবাই অবাক হয়ে গেল ।রিমা সায়মন হুমায়ন রহমান বাকি সবাই অবাক হয়ে গেল । ফজলুর রহমান ভাবলেন,”যে মেয়েকে টি*পে টি*পে ধরে খাওয়াতে হয় সেই মেয়ে দৌড়ে সাদাফের জন্য পানি এনেছে।”
সাদাফ নুরের দিকে তাকালো ।সাদাফ জানে নূর সারা দিন সাদাফের জন্য অপেক্ষা করেছে তাই পানিটা নিয়ে চুপচাপ এক চুমুক দিয়ে খেলো। তারপর সামিহা বেগমের দিকে তাকিয়ে বললেন ,”ছোট আম্মু আমার একটু কফি লাগবে মাথাটা ধরেছে খুব।”
সামিহা বেগম কিছু বলবে তার আগে নুর বলল ,”আমি এক্ষুনি করে নিয়ে আসছি ।আপনি উপরে যান।”
সাদাফ নূরের দিকে তাকালো ।সাদাফ জানে নূর একটা মুহূর্ত নষ্ট করতে চাচ্ছে না সাদাফের কাছাকাছি থাকতে চাইছে ।তাই সাদাফ মুচকি হেসে উপরে চলে গেল ।হুমায়ূন রহমান বোকা বনে গেলেন ছেলের ট্রিকস দেখে ।কতটা বশীভূত করে ফেলেছে নুরকে এখন সাদাফেরা কিছু মুখ ফুটে বলতে হয় না যা চায় ঠিকই নূরকে দিয়ে করিয়ে নিচ্ছে।
এদিকে ফজলুর রহমান সামিহা বেগম নওরিন আফরোজ সবাই অবাক হয়ে গেলেন ।তবে নৌরিন আফরোজ এবং সামিহা বেগম ভিতরে ভিতরে খুশি ।
ফজলুর রহমান চিন্তায় পড়ে গেলেন ।এটা কি নূরের পক্ষ থেকে একতরফা নাকি সাদাফ ও নুর কে চায় ।কারণ সাদাফ এখনো কিছু বলেনি। নীলা রহমান লেখিকা
আর সাদাফ যেরকম চাপা স্বভাবের ছেলে হয়তো মুখ ফুটে বলবে ও না ।তাই উনি চিন্তা করছেন কি করে সাদাফকে পরীক্ষা করা যায় ।নুরের প্রতি সাদাফের কোন ফিলিংস আছে কিনা।যদি সাদাফের ভিতর নূরের জন্য এমন কোন ফিলিংস জন্ম না নেয় সত্যি সত্যি যদি অন্য কোন মেয়ে থেকে থাকে তাহলে নূরকে উনি কষ্ট পেতে দেবে না ।তাই আগেই সাদাফের দিকটা যাচাই করবে ।দেখবে সাদাফের তরফ থেকে নূরের প্রতি কোন অনুভূতি কাজ করে কিনা।
এদিকে নুর কফি বানিয়ে রেডি ।হনহনিয়ে সবার সামনে কফি ট্রে নিয়ে উপরে চলে গেলেন ।এমন একটা ভাব যেন নিচে কেউ নেই ।সায়মন আর রিমা একে অপরের দিকে চোখ চাওয়াচাওয়ি করছে ।বোঝার চেষ্টা করছে আসলে ঘটনাটা কি ?নূর এরকম করছে কেন?
কফি নিয়ে নূর হনহনিয়ে সাদাফের রুমে অনুমতি ছাড়াই ঢুকে পড়ল ।সাদাফ মাত্র শার্টের বোতাম খুলছিল এমন সময় নুর ঢুকেছে।নুরের দিকে তাকিয়ে বলল ,”কিরে দিন দিন তো বেয়া*দব হয়ে যাচ্ছিস ।আমি যে কাপড়চোপড় চেঞ্জ করছি দেখে ঢুকবি না?? আরেকটু হলে তো দেখে অ*জ্ঞান হয়ে যেতি ভাগ্যিস অন্য কিছু খোলা শুরু করিনি ।ঘড়িটি টেবিলে উপর রাখতে রাখতে কথাটি বলল সাদাফ।শার্টের বোতাম প্রত্যেকটা খোলা ।নিচের দিকে শুধু একটা লাগানো ।কাছে এসে দাঁড়িয়ে হাত থেকে কফি নিয়ে বলল ,”আর কিছু বলবি নাকি এখন সবকিছু খোলা দেখবি?”
নূর মুখে কি বলবে সাদাফ কাছে আসতে সাদাফের শরীরের বডি স্প্রে এবং পুরুষালী যে একটি ঘ্রাণ সেটিতেই নূর যেন বিমোহিত হয়ে যাচ্ছে ।সাদাফের শরীরের গন্ধ যে নুর কে নেশা ধরিয়ে দিতে পারে তা যেন এই মুহূর্তে জানতে পারলো নূর।
নুর সাদাফ এর কথা আমলে না নিয়েই বলল কখন যাবেন সাদাফ মুর এদিকে আর চোখে তাকালো তাকিয়ে বলল এত খুশি আমি চলে গেলে? তাড়াতাড়ি বের করার জন্যই বুঝি তোর বাচ্চাদের চাচাদের সাথে মিলে এই আয়োজন করেছিস তাই না?”
সাদাফ নুরের দিকে তাকিয়ে দেখলো নূর আনমনা হয়ে সাদাফের দিকে তাকিয়ে আছে ।সাদাফ নুরের সামনে হাত তুলে তুরি বাজিয়ে বললো ,”কি হলো কি ভাবছিস ?”
নূর বলল ,”হে কিছু না ।ভাবছি আপনার শরীরের গন্ধ ।আপনার শরীরের গন্ধ এরকম কেন ?সাথে সাথে নুর একটু কাছে এসে বুকের সাথে নাক লাগিয়ে লম্বা করে শ্বাস টেনে ভিতরে নিল ।”
তারপর বলল ,”এত সুন্দর কেন আপনার শরীরের গন্ধ কেমন নেশা ধরে যাচ্ছে।”
নূরের হঠাৎ এত কাছাকাছি চলে আসায় সাদাফের বুকের ভিতর ডিবডিব করছে ।লম্বা করে শ্বাস নিল সাদাফ।তারপরে দীর্ঘশ্বাস ছাড়লো। শুকনো ঢোক গিললো সাদাফ। বললো ,”যা রুম থেকে বাইরে যা আমি গোসল করব।”
নুর বললো ,”আপনি গোসল করতে যান ।আমি আপনার কাপড়-চোপড় নিয়ে আসছি ।”
সাদাফ অবাক হয়ে যাচ্ছে নূর আজকে এরকম করছে কেন?
হঠাৎ সাদাফের রুমের বাইরে হুমায়ুন রহমান গলা খাকারি দিলেন ।সাদাফ বুঝতে পেরেছে বাবা কোন বিষয়ে কথা বলতে চাচ্ছেন তাই নূর কে বলল ,”তুই বাইরে যা আমি তোর সাথে পরে কথা বলব ।”
নুরেরও কিছু করার নেই বড় বাবা এসেছে তাই চুপচাপ
রুম থেকে বাইরে বের হয়ে গেল।
নুর যাওয়ার সময় আড় চোখে তাকালো হুমায়ূন রহমানের দিকে । হুমায়ূন রহমান নূরকে ইশারা দিয়ে বললেন যেতে ।নুর চলে গেল ।হুমায়ুর রহমান ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিলেন। নীলা রহমান লেখিকা
সাদাফ বাবার দিকে তাকিয়ে বলল ,”তা আমাকে পাঠাতে চাইছো কেন ?ভিতরে কি চলছে শুনি?”
“কি চলবে আবার ?তোমার যাওয়া জরুরি তাই পাঠাচ্ছি ।”বললো হুমায়ূন রহমান।
সাদাফ বাবার দিকে তাকিয়ে বলল ,”তা জরুরী কেন তোমার ছোট্ট মেয়ে থেকে সরাতে হবে তাই?”
“সেটাও একটা কারণ ।যেভাবে মেয়েটাকে বশ করে ফেলেছিস ও তো তোকে ছাড়া আগে পরে আর কিছুই দেখছে না ।তাই এখনই যদি না সরিয়ে দেই সেদিন আর দূরে নেই যেদিন বিয়ে ছাড়াই নাতি কোলে নিয়ে ঘুরতে হবে।”বললো হুমায়ূন রহমান।
“বিয়ে ছাড়া ???আর তাছাড়া তোমার ছোট্ট মেয়ে এখন আমার সাথে জো*কের মত লেগে থাকে ।আমি তো তাকে ডেকে আনিনি দেখতেই পারছ পিছে পিছে ঘুরছে ।চিন্তা করো তো সাত দিন কি করবে ?তোমাদের মাথা তো খে*য়ে ফে*লবে।”বললো সাদাফ।
“সেজন্যই দূরে পাঠাচ্ছি যাতে তোর সাথে এত চিপকে থাকতে না পারে ।কি যে যাদু করেছিস তুই ?তোর আসল রূপ যদি জানত তাহলে আর তোর সাথে চিপকে থাকত না।”বললো হুমায়ূন রহমান।
সাদাফ কিছুক্ষণ বাবার দিকে তাকিয়ে থাকলো। তারপরে মুচকি দুষ্টু হেসে বললো,” কেমন বাবা তুমি ?তোমার তো খুশি হওয়া উচিত ।সামনে তোমার নাতি হবে তাদের নিয়ে তুমি উলু লু লু লু করবে।”
হুমায়ূন রহমান:![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
চলবে………
বেশি করে রিয়েকশন কমেন্টস করবেন।
Share On:
TAGS: নীলা রহমান, সুখময় যন্ত্রণা তুমি
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ৭+৮
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ১৩+১৪
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ৩
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ২০+২১+২২
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ৬১
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ৫৬
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ৫৪
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ৪৯
-
সুখময় যন্ত্রনা তুমি পর্ব ৪১
-
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ৬০